Jump to content

Universal Code of Conduct/Revised enforcement guidelines/Announcement/Voting/Email/bn

From Meta, a Wikimedia project coordination wiki

সর্বজনীন আচরণবিধির সংশোধিত প্রয়োগ নির্দেশিকার নির্বাচন শুরু হয়েছে

প্রিয় $USERNAME,

সর্বজনীন আচরণবিধির সংশোধিত প্রয়োগ নির্দেশিকার নির্বাচন শুরু হয়েছে! ২০২৩ সালের ৩১ জানুয়ারি ২৩:৫৯ ইউটিসি পর্যন্ত দুই সপ্তাহব্যাপী নির্বাচন চলবে। অনুগ্রহ করে ভোটার হবার যোগ্যতা ও ভোট দেয়ার বিস্তারিত নিয়মাবলীর জন্য মেটা উইকির ভোটার তথ্য পাতা দেখুন।

সর্বজনীন আচরণবিধির প্রয়োগ নির্দেশিকার ওপর দ্বিতীয় সম্প্রদায়ব্যাপী অনুসমর্থ‌ন নির্বাচন আগামী ২০২৩ সালের জানুয়ারির মাঝামাঝিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে। ২০২২ এর মার্চের নির্বাচনের প্রেক্ষাপটে এই নির্বাচনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। ২০২২ এর নির্বাচনে অধিকাংশ ভোটারই প্রয়োগ নির্দেশিকার পক্ষে রায় দিয়েছিলেন এবং অংশগ্রহণকারীরা নির্বাচনকালীন সময়ে সম্প্রদায়ের গুরুত্বপূর্ণ বিষয়গুলো চিহ্নিত করতেও সাহায্য করেছিল। বোর্ডের সম্প্রদায় বিষয়ক কমিটি এসব গুরুত্বপূর্ণ স্থানগুলো পর্যালোচনার অনুরোধ জানিয়েছে।

সম্প্রদায়ের মতামত পর্যালোচনা ও প্রয়োজনীয় পরিবর্তন আনয়নে স্বেচ্ছাসেবার ভিত্তিতে পরিচালিত পর্যালোচনা কমিটি কঠোর পরিশ্রম করেছে। মূল নথির প্রশিক্ষণ ও সম্মতি, প্রক্রিয়ায় ব্যক্তিগত গোপনীয়তা ও স্বচ্ছতা এবং পঠনযোগ্যতা ও অনুবাদযোগ্যতার মতো গুরুত্বপূর্ণ অংশগুলোতে তাঁরা প্রয়োজনীয় হালনাগাদ করেছেন।

এখানে সংশোধিত প্রয়োগ নির্দেশিকা এবং এখানে পরিবর্তনসমূহের তুলনা দেখতে পারবেন।

একটি স্বাধীন স্বেচ্ছাসেবী দল কর্তৃক ভোট যাচাই করা হবে এবং উইকিমিডিয়া-এল (মেইলিং লিস্ট), মুভমেন্ট স্ট্রাটেজি ফোরাম, ডিফ ও মেটা উইকিতে নির্বাচনের ফলাফল প্রকাশ করা হবে। ভোটাররা আবারও ভোটদান ও নির্দেশিকা সংক্রান্ত তাঁদের মতামত প্রদান করতে পারবেন। প্রয়োগ নির্দেশিকা কীভাবে অনুসমর্থ‌ন ও অধিকতর উন্নয়ন করা যায়, সে বিষয়ে ট্রাস্টি বোর্ড বিবেচনা করবে এবং কী ধরণের সহায়তা তাঁরা প্রদান করবেন ও কী ধরণের মতামত উত্থাপিত হবে, সেগুলো সবই তাঁরা বিবেচনায় রাখবেন।

ইউসিওসি প্রকল্প দলের পক্ষে,

আপনি উইকিমিডিয়া ফাউন্ডেশনের ওয়েবসাইটে আপনার ইমেইল ঠিকানা দিয়ে নিবন্ধিত হওয়ার কারণে আপনাকে এই মেইলটি প্রেরণ করা হয়েছে। ভবিষ্যতের নির্বাচনী বিজ্ঞপ্তিগুলি থেকে নিজেকে সরাতে, দয়া করে উইকিমিডিয়া কোনও মেইলিং নয় ​​তালিকায় আপনার ব্যবহারকারী নাম যোগ করুন

Plain text version

প্রিয় $USERNAME,

সর্বজনীন আচরণবিধির সংশোধিত প্রয়োগ নির্দেশিকার <https://meta.wikimedia.org/wiki/Special:MyLanguage/Universal_Code_of_Conduct/Revised_enforcement_guidelines> নির্বাচন শুরু হয়েছে! ২০২৩ সালের ৩১ জানুয়ারি ২৩:৫৯ ইউটিসি পর্যন্ত দুই সপ্তাহব্যাপী নির্বাচন চলবে। অনুগ্রহ করে ভোটার হবার যোগ্যতা ও ভোট দেয়ার বিস্তারিত নিয়মাবলীর জন্য মেটা উইকির ভোটার তথ্য পাতা <https://meta.wikimedia.org/wiki/Special:MyLanguage/Universal_Code_of_Conduct/Revised_enforcement_guidelines/Voter_information> দেখুন।

সর্বজনীন আচরণবিধির প্রয়োগ নির্দেশিকার <https://meta.wikimedia.org/wiki/Special:MyLanguage/Universal_Code_of_Conduct> ওপর দ্বিতীয় সম্প্রদায়ব্যাপী অনুসমর্থ‌ন নির্বাচন আগামী ২০২৩ সালের জানুয়ারির মাঝামাঝিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে। ২০২২ এর মার্চের নির্বাচনের <https://meta.wikimedia.org/wiki/Special:MyLanguage/Universal_Code_of_Conduct/Enforcement_guidelines/Voting/Results> প্রেক্ষাপটে এই নির্বাচনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। ২০২২ এর নির্বাচনে অধিকাংশ ভোটারই প্রয়োগ নির্দেশিকার পক্ষে রায় দিয়েছিলেন এবং অংশগ্রহণকারীরা নির্বাচনকালীন সময়ে সম্প্রদায়ের গুরুত্বপূর্ণ বিষয়গুলো চিহ্নিত করতেও সাহায্য করেছিল। বোর্ডের সম্প্রদায় বিষয়ক কমিটি এসব গুরুত্বপূর্ণ স্থানগুলো পর্যালোচনার অনুরোধ জানিয়েছে।

সম্প্রদায়ের মতামত পর্যালোচনা ও প্রয়োজনীয় পরিবর্তন আনয়নে স্বেচ্ছাসেবার ভিত্তিতে পরিচালিত পর্যালোচনা কমিটি কঠোর পরিশ্রম করেছে। মূল নথির প্রশিক্ষণ ও সম্মতি, প্রক্রিয়ায় ব্যক্তিগত গোপনীয়তা ও স্বচ্ছতা এবং পঠনযোগ্যতা ও অনুবাদযোগ্যতার মতো গুরুত্বপূর্ণ অংশগুলোতে তাঁরা প্রয়োজনীয় হালনাগাদ করেছেন।

এখানে <https://meta.wikimedia.org/wiki/Special:MyLanguage/Universal_Code_of_Conduct/Revised_enforcement_guidelines> সংশোধিত প্রয়োগ নির্দেশিকা এবং এখানে পরিবর্তনসমূহের তুলনা দেখতে পারবেন। <https://meta.wikimedia.org/wiki/Special:MyLanguage/Universal_Code_of_Conduct/Revised_enforcement_guidelines/Comparison>

একটি স্বাধীন স্বেচ্ছাসেবী দল কর্তৃক ভোট যাচাই করা হবে এবং উইকিমিডিয়া-এল (মেইলিং লিস্ট), মুভমেন্ট স্ট্রাটেজি ফোরাম, ডিফ ও মেটা উইকিতে নির্বাচনের ফলাফল প্রকাশ করা হবে। ভোটাররা আবারও ভোটদান ও নির্দেশিকা সংক্রান্ত তাঁদের মতামত প্রদান করতে পারবেন। প্রয়োগ নির্দেশিকা কীভাবে অনুসমর্থ‌ন ও অধিকতর উন্নয়ন করা যায়, সে বিষয়ে ট্রাস্টি বোর্ড বিবেচনা করবে এবং কী ধরণের সহায়তা তাঁরা প্রদান করবেন ও কী ধরণের মতামত উত্থাপিত হবে, সেগুলো সবই তাঁরা বিবেচনায় রাখবেন।

ইউসিওসি প্রকল্প দলের পক্ষে,

আপনি উইকিমিডিয়া ফাউন্ডেশনের ওয়েবসাইটে আপনার ইমেইল ঠিকানা দিয়ে নিবন্ধিত হওয়ার কারণে আপনাকে এই মেইলটি প্রেরণ করা হয়েছে। ভবিষ্যতের নির্বাচনী বিজ্ঞপ্তিগুলি থেকে নিজেকে সরাতে, দয়া করে উইকিমিডিয়া কোনও মেইলিং নয় ​​তালিকায় আপনার ব্যবহারকারী নাম যোগ করুন:
<https://meta.wikimedia.org/wiki/Wikimedia_nomail_list>