Jump to content

কৌশল/উইকিমিডিয়া আন্দোলন/২০১৭/চক্র ২/জ্ঞানের সর্বাধিক স্বীকৃত উৎস

From Meta, a Wikimedia project coordination wiki
This page is a translated version of the page Strategy/Wikimedia movement/2017/Cycle 2/The Most Respected Source of Knowledge and the translation is 55% complete.
Outdated translations are marked like this.
The following discussion is closed.

Cycle 2 of the discussion is now closed. Please discuss the draft strategic direction (link coming soon).

২০৩০ সালের মধ্যে, উইকিমিডিয়া প্রকল্পসমূহ বিশস্থ, উচ্চ মানসম্পন্ন, নিরপেক্ষ এবং মুক্ত জ্ঞানের প্রাসঙ্গিক উৎস হিসেবে বিশ্বে স্থান করে নেবে। আমরা উচ্চ মান সম্পন্ন সেকেন্ডারি উৎস ও বর্তমান সমাজে বিদ্যমান নির্ভরযোগ্য উৎসের সমন্বয়ে আমাদের বিষয়বস্তুর নির্ভূলতা ও নির্ভরযোগ্যতাকে ধরে রাখব। আমরা মানুষের মাঝে উইকিমিডিয়ার নির্ভরযোগ্যতা সম্পর্কে সচেতনতা সৃষ্টি করব এবং বিশেষজ্ঞদেরকেও তাদের জ্ঞান আমাদের সাথে বিনিময় করতে উৎসাহিত করব। মানুষের যখন প্রয়োজন তখন আমরা তাদেরকে প্রাসঙ্গিক ও সঠিক তথ্যটি জানাবো। আমরা আমাদের তথ্যের গভীরতা আরও বৃদ্ধি করবো সাথে সাথে আমাদের গ্রহণযোগ্যতা ধরে রাখার জন্য নির্ভরযোগ্যতা, নিরপেক্ষতা ও জ্ঞানের ব্যাপকতাও সমুন্নত রাখব।

উপ-থিমসমূহ

এই থিমগুলো প্রথম চক্রের আলোচনায় সতন্ত্র অবদানকারী ও সংগঠিত দল থেকে প্রাপ্ত। এই থিমটি যেসব উপথিমের উপর ভিত্তি করে তৈরি করা সেগুলো এখানে। ১৮০০+ থিম মন্তব্যের নথি শীঘ্রই প্রকাশ করা হবে।

  • মান সম্পন্ন বিষয়বস্তু
  • নিরপেক্ষতা
  • নির্ভরযোগ্যতা এবং বিশ্বাসযোগ্যতা
  • জ্ঞান
  • মুক্ত
  • উন্মুক্ত

আন্দোলন কৌশল কথোপকথন এবং গবেষণা আভ্যন্তরীন দিক

উইকিমিডিয়া সম্প্রদায়ের আভ্যন্তরীন দিক (প্রথম আলোচনা থেকে)


অংশীদার ও বিশষজ্ঞদের আভ্যন্তরীন ধারণা

Insights from user (readers and contributors) research

অন্যান্য গবেষণা

উন্মুক্ত সাইটেশন

  1. ১৪ওসি, উন্মুক্ত সাইটেশনের জন্য সূচনা: https://i4oc.org/
  2. মজিলা ইন্টারনেট স্বাস্থ্য প্রতিবেদন, উন্মুক্ত ইনোভেশন ও উৎসসহ কাজের প্রবেশাধিকার অনুচ্ছেদ দেখুন: https://d20x8vt12bnfa2.cloudfront.net/InternetHealthReport_v01.pdf
  3. "স্কলারি অবকাঠামোর ঘের," জেফরি বিল্ডার: https://www.youtube.com/watch?v=oWPZkZ180Ho&feature=youtu.be

স্কলারি নিবন্ধ

  1. "নন স্কলারি পিরিওডিকাল থেকে স্কলারি পিরিওডিকাল সতন্ত্র: নীতিমালার চেকলিস্ট, ভূমিকা ও সংজ্ঞা, " কার্নেল বিশ্ববিদ্যালয় লাইব্রেরী: http://guides.library.cornell.edu/scholarlyjournals

প্রশ্ন

Talk:Strategy/Wikimedia_movement/2017/Cycle_2/The_Most_Respected_Source_of_Knowledge

এই থিমটি সম্পর্কে অালোচনার জন্য নিচের প্রশ্নগুলো মনে রাখুন ও যেখানে প্রয়োজন সেখানে আপনার মন্তব্যের গবেষণালব্ধ ফলাফল সরবরাহ করুন।

Primary questions:
  1. আমরা যদি এই থিমটি অনুসরণ করি তাহলে আমরা বিশ্বে কি প্রভাব ফেলবো?
    • Note that if you already submitted key ideas that answer this question for this theme in the previous discussion, consider just adding a link to that source page versus rewriting the whole statement. (see spreadsheet). If you have something new to add to a comment you made previously, however, please do.
  2. অন্য ৪টি থিমের সাথে তুলনা করলে এই থিমটি কতটা গুরুত্বপূর্ণ? কেন?
Secondary question:
  1. ভালো কিছু করতে হলে কিছু জিনিস ছেড়ে দিতে হয়। যদি আগামী ১৫ বছরে এই থিমের উপর আমরা জোরদান করি সেক্ষেত্রে এমন কিছু কি আছে যেগুলো আমারা এখন করছি কিন্তু ভবিষ্যতে করা বন্ধ করতে হবে?
Expansion questions:
  1. এই থিমের সাথে আর কি যুক্ত করলে এটি আরও শক্তীশালী হতে পারে?
  1. আর কারা এটা নিয়ে কাজ করবে এবং আমরা কিভাবে তাদের সাথে যুক্ত হতে পারি?

Other comments:

Remember, if you have thoughts about the strategy process or larger issues, please share those here, where they are being monitored daily!

যদি সফ্টওয়্যার উন্নয়নের নির্দিষ্ট কোন ধারণা আপনার কাছে থাকে সেক্ষেত্রে ফেব্রিকেটরে সেগুলো নির্দিষ্ট প্রকল্পের আওতায় জমা দিন।