Training modules/Dealing with online harassment/slides/what-to-do-with-third-party-reports/bn
Appearance
হ্যান্ডলিং রিপোর্ট: তৃতীয় পক্ষের অভিযোগ নিয়ে কি করবেন
মাঝে মাঝে আপনি এমন সব অভিযোগ পাবেন যেগুলো হয়রানির শিকার ব্যক্তির কাছ থেকে নয়। উদাহরণস্বরুপ, কেউ হয়ত অন্য কোন ব্যক্তির বিরোদ্ধে ঘটা হয়রানির বিষয়টি দেখছেন ও সঠিক সময়ে সেটি আপনার কাছে অভিযোগ করেছেন। এসব বিষয়ে প্রথম কাজ হলো হয়রানির শিকার ব্যক্তির সাথে গোপনীয়তার সাথে যোগাযোগ করা। তাদের মতামত ও তারা যে পটভূমির কথা বলবেন সেটি হয়ত আপনার তদন্তের জন্য গুরুত্বপূর্ণ হবে।
তবুও মনে রাখুন যে, আপনার সিদ্ধান্ত বা তদন্তের ফলাফল হয়রানির শিকার ব্যক্তির ইচ্ছের উপর নির্ভর করবে না। এরকমও হতে পারে যে, হয়রানির ব্যাপারটি শুধুমাত্র একজন ব্যবহারকারীর উপরই সীমাবদ্ধ নয় সেক্ষেত্রে বড় ধরণের ব্যবস্থা গ্রহণের প্রয়োজন হতে পারে। তবে আপনার তদন্ত এমনভাবে হওয়া উচিত যাতে হয়রানির শিকার ব্যক্তির গোপণীয়তা রক্ষা পায়।