Jump to content

উইকিপ্রকল্প ইউনেস্কো/উইকি ভালবাসে পৃথিবীর জীবমণ্ডল সংরক্ষণ পাতা অনুবাদ

From Meta, a Wikimedia project coordination wiki
This page is a translated version of the page WikiProject UNESCO/Wiki Loves Earth Biosphere Reserves page translation and the translation is 100% complete.

Please add your translations of the Wiki Loves Earth Biosphere Reserves 2016 competition page so they can be added to the website, the website currently has translations for:

  • English
  • French
  • Spanish
  • Russian
  • Ukrainian

Content

  • Wiki Loves Earth 2016 has not started yet. Wiki Loves Earth will start in June. You may still share your images, but they will not be eligible for the competition.
  • Welcome to the Wiki Loves Earth contest! This is the upload wizard for photos of protected natural objects and areas.
  • Wiki Loves Earth 2016 is closed. You may still share your images, but they will not be part of the competition.

বিশ্বকে শিক্ষিত ও উদ্বুদ্ধ করতে উইকিপিডিয়ায় ইউনেস্কো জীবমণ্ডল সংরক্ষণের ছবিগুলি প্রকাশ করুন

উইকি ভালোবাসে পৃথিবী এবং ইউনেস্কো মিলিত ভাবে উইকি ভালোবাসে পৃথিবীর জীবমণ্ডল সংরক্ষণ নামক একটি আলোকচিত্র প্রতিযোগিতা শুরু করেছে, যা উইকিপিডিয়ার মিডিয়া সাইট উইকিমিডিয়া কমন্সে সারা বিশ্বের জীবমণ্ডল সংরক্ষণের মুক্ত-ব্যবহারযোগ্য চিত্র তৈরি করবে।

বিজয়ী ১০টি ছবি ইউনেস্কো ম্যান অ্যান্ড দ্য বায়োস্ফেয়ার ওয়েবসাইটের একটি ব্লগ পোস্টে প্রকাশ করা হবে, ইউনেস্কো সামাজিক মিডিয়া অ্যাকাউন্ট দ্বারা শেয়ার করা হবে এবং আন্তর্জাতিক উইকি ভালোবাসে পৃথিবী প্রতিযোগিতায় যাবে।

উইকি ভালোবাসে পৃথিবী

উইকি ভালোবাসে পৃথিবী হচ্ছে সংরক্ষিত প্রাকৃতিক স্থানের উপর একটি বার্ষিক আন্তর্জাতিক ছবির প্রতিযোগিতা, এটিতে ২০১৫ সালে অংশগ্রহণকারী ২৬টি দেশ থেকে প্রায় ১,০০,০০০-এর উপর ছবি এসেছিল। এছাড়া উইকি ভালোবাসে পৃথিবী কিছু দেশে সব সুরক্ষিত এলাকার জন্য সঙ্ঘটিত হয়েছিল, অংশ নিতে এবং আরো জানতে এখানে ক্লিক করুন

জীবমণ্ডল সংরক্ষণ

জীবমণ্ডল সংরক্ষণ হচ্ছে স্থলজ এবং উপকূলীয়/সামুদ্রিক এলাকাসমূহের ইকোব্যবস্থা বা উহার সংমিশ্রণ, যা আন্তর্জাতিকভাবে ইউনেস্কোর কর্মসূচি মানুষ এবং জীবমণ্ডলের (MAB) কাঠামোর মধ্যে স্বীকৃত। প্রতিটি জীবমণ্ডল সংরক্ষণ তার টেকসই ব্যবহারের সঙ্গে জীববৈচিত্র্য সংরক্ষণের মিলনসাধনের সমাধান প্রচার করে। বর্তমানে জীবমণ্ডল সংরক্ষণের বিশ্ব নেটওয়ার্কের আওতায় ১২০টি দেশের ৬৬৯টি জীবমণ্ডল সংরক্ষণ আছে।

অংশগ্রহণ করুন

উইকিপিডিয়া বিশ্বের সর্বাধিক ব্যবহৃত শিক্ষাগত সম্পদ, যা প্রতি মাসে ১৫ মিলিয়নের বেশি বার দেখা হয়। উইকিপিডিয়া আমাদের প্রাকৃতিক বিশ্ব সম্পর্কে মানুষকে শিক্ষিত করতে এবং কিভাবে আমরা পরিবেশ বান্ধবভাবে বাস করতে পারি সেই সম্পর্কে একসঙ্গে কাজ করতে দেয়। আপনি প্রজাতি, নিসর্গদৃশ্য, জীববৈচিত্র্য, জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন ও সাংস্কৃতিক বৈচিত্র্যসহ জীবমণ্ডল সংরক্ষণের যে কোন বিষয় নিয়ে ছবি তুলতে পারেন।

এছাড়াও আপনি আরো মানুষদের অংশ নিতে সাহায্য করতে পারেন:

  • ফেসবুক বার্তায় শেয়ার করুন।
  • টুইটারে পুনরায় টুইট করুন।
  • প্রতিযোগিতার সম্পর্কে আপনার দেশে জীবমণ্ডল সংরক্ষণকারীদের জানাতে তাঁদের সাথে যোগাযোগ করুন।
  • আপনার মতে আগ্রহী হতে পারে এমন ফটোগ্রাফি ক্লাব, বিশ্ববিদ্যালয় এবং অন্য কোন দলের সাথে প্রতিযোগিতা শেয়ার করুন। জীবমণ্ডল সংরক্ষণের স্থান নিয়ে আলোকচিত্র তৈরি এবং তাদের সম্পর্কে আরও জানার জন্য প্রতিযোগিতাটি সম্প্রদায় ও দর্শকদের জন্য একটি অসাধারণ সুযোগ।

উইকিমিডিয়ার সাথে কাজ করতে জীবমণ্ডল সংরক্ষণের জন্য আরো অনেক উপায় রয়েছে, আরও তথ্যের জন্য এখানে ক্লিক করুন। এই প্রতিযোগিতার জন্য একটি সংবাদ বিজ্ঞপ্তি এখানে ইউনেস্কো ওয়েবসাইটে এবং এখানে উইকিমিডিয়া ফাউন্ডেশনের ওয়েবসাইটে উপলব্ধ।

কিভাবে প্রবেশ করবেন

নিচের মানচিত্রে একটি জীবমণ্ডল সংরক্ষণের উপর ক্লিক করুন:

  1. যে কোন জীবমণ্ডল সংরক্ষণের জন্য ইউনেস্কো পাতায় যেতে জীবমণ্ডল সংরক্ষণ-এ ক্লিক করুন, সেখানে আপনি স্থানটি সম্পর্কে আরো তথ্য এবং সেই জীবমণ্ডল সংরক্ষণের ওয়েবসাইট এবং একটি মানচিত্র (উপলব্ধ থাকলে) পেতে পারেন।
  2. যে কোন জীবমণ্ডল সংরক্ষণের জন্য উইকিমিডিয়া কমন্সে আপনার ছবি আপলোডের জন্য প্রতিযোগিতায় প্রবেশ করুন ক্লিক করুন।
  3. উইকিমিডিয়া কমন্সে একটি ব্যবহারকারী নাম তৈরি করুন অথবা আপনার বিদ্যমান অ্যাকাউন্ট দিয়ে প্রবেশ করুন, দয়া করে আপনার ব্যবহারকারী নাম হিসাবে একটি সংগঠনের নাম ব্যবহার করবেন না।
  4. পছন্দসমূহ অনুচ্ছেদে যেয়ে আপনার উইকিমিডিয়া কমন্স অ্যাকাউন্টের জন্য একটি ই-মেইল ঠিকানা সংযুক্ত করুন।
  5. আপলোড উইজার্ড এক সাথে ৫০টি ছবি আপলোড করা অনুমতি দেয়। আপনি যদি আরও চিত্র আপলোড করতে চান তাহলে আবার মানচিত্রের লিঙ্কে ক্লিক করুন। প্রতিযোগিতায় যত খুশি তত আপলোড করা যাবে, এতে কোন নির্দিষ্ট সীমা নেই।

টীকা: অনেক জৈবমণ্ডল বিশাল এলাকা নিয়া গঠিত ফলে মানচিত্রে বিন্দুগুলি সমগ্র স্থানের প্রতিনিধিত্ব করে না, আরো তথ্য জীবমণ্ডল সংরক্ষণ লিঙ্কে উপলব্ধ।

নিয়ম

সকল চিত্র অবশ্যই:

  • নিজের তোলা হতে হবে; সকল ভুক্তি তাদের লেখক দ্বারা আপলোড করা মূল আলোকচিত্র হতে হবে। লেখক ছাড়া অন্য কেউ দ্বারা (এমনকি অনুমতিক্রমেও) আপলোড করা ছবি গ্রহণ করা হবে না।
  • প্রতিযোগিতার সময়কালের (জুন ৫ - জুন ৩০ ২০১৬) মধ্যে আপলোড হতে হবে; অতীতে আপনার তোলা আলোকচিত্র আপনি আপলোড করতে পারেন। প্রতিযোগিতার সময়কালের মধ্যে আপলোড হওয়া জরুরী।
  • একটি বিনামূল্যের লাইসেন্সের অধীনে হতে হবে
  • একটি চিহ্নিত জীবমণ্ডল সংরক্ষণের চিত্র হতে হবে: যোগ্য স্থানগুলির তালিকা নীচের মানচিত্রে এবং ম্যান অ্যান্ড দ্য বায়োস্ফেয়ার ওয়েবসাইটে পাওয়া যাবে।
  • ছবি যে কোনো রেজল্যুশনের হতে পারবে, তবে আন্তর্জাতিক প্রতিযোগিতায় প্রবেশ করার জন্য ছবিটিকে অবশ্যই অন্তত ২ মেগাপিক্সেলের (১৬০০x১২০০) হতে হবে।
  • নীচের মানচিত্র ব্যবহার করে আপলোড হতে হবে ; উইকিমিডিয়া কমন্সের আপলোড উইজার্ড ব্যবহার করে আপলোডকৃত আলোকচিত্র প্রতিযোগিতার জন্য গ্রহণযোগ্য নয়।
  • প্রতিযোগিতায় অংশগ্রহণ সম্পূর্ণ বিনামূল্যে করা যাবে এবং এতে ছবি দেওয়ার কোন সীমা বাঁধা নেই।
  • প্রথম ১০টি বিজয়ী আলোকচিত্রকে আন্তর্জতিক প্রতিযোগিতায় যুক্ত করা হবে, আন্তর্জাতিক প্রতিযোগিতার নিয়ম কানুন এখানে উপলব্ধ।
  • চিত্র যে কোন সময়ে উইকিমিডিয়া কমন্সে আপলোড করা যাবে কিন্তু জুন ২০১৬'র বাইরে আপলোড করা প্রতিযোগিতায় প্রবেশ করতে পারবে না।

অন্যান্য কাজকর্ম

সেই সাথে উইকি ভালোবাসে পৃথিবীর জীবমণ্ডলের সংরক্ষণ ইউনেস্কো তাঁর জীবমণ্ডল সংরক্ষণের সব অফিশিয়াল বিবরণ ক্রিয়েটিভ কমন্স লাইসেন্সের অধীনে উপলব্ধ করেছে এবং তাদের সব জীবমণ্ডলের সংরক্ষণের জন্য উইকিপিডিয়া নিবন্ধ তৈরি করতে উইকিমিডিয়া সম্প্রদায়ের সাথে কাজ করছে। এখানে আরো জানুন।

আপনি যদি কোন জীবমণ্ডল সংরক্ষণের সঙ্গে যুক্ত থাকেন এবং অন্যান্য কর্মকাণ্ড সম্বন্ধে তথ্য পেতে চান তবে দয়া করে এখানে ক্লিক করুন।

আলোকচিত্রের পুনঃব্যবহার

এই প্রতিযোগিতার অংশ হিসেবে নির্মিত এই ছবিগুলিসহ সকল আলোকচিত্র উইকিমিডিয়া কমন্সে উপলভ্য, ছবি পুনঃব্যবহার উপর আরও তথ্যের জন্য এখানে ক্লিক করুন।

যে কোন প্রশ্ন এবং আরও বিস্তারিত জানার জন্য J.Cummings@unesco.org ঠিকানায় ইমেইল করুন

  • ইচকিউ জাতীয় উদ্যান ও জীবমণ্ডল সংরক্ষণে একটি ইউরোপীয় বাঁশপাতি (মেরোপ্স এপিয়েস্টার), তিউনিসিয়া। ছবি তুলেছেন Elgollimoh, সিসি বাই-এস ৩.০-এর অধীনে মুক্তভাবে লাইসেন্সকৃত।
  • কারপাথিয়ান জীবমণ্ডল সংরক্ষণ, জাকারপাথিয়া ওব্লাস্ট, ইউক্রেন। ছবি তুলেছেন Vian ও পরিমার্জন করেছেন Iifar, সিসি বাই-এস ৪.০-এর অধীনে মুক্তভাবে লাইসেন্সকৃত।
  • ভাক্কারেস পুকুরে গোধুলি বেলায় পানকৌড়ি, রোন্ বদ্বীপ জীবমণ্ডল সংরক্ষণ, ফ্রান্স। ছবি তুলেছেন Ddeveze, সিসি বাই-এস ৩.০-এর অধীনে মুক্তভাবে লাইসেন্সকৃত।