সর্বজনীন আচরণবিধি/সংশোধিত প্রয়োগ নির্দেশিকা/ঘোষণা/নির্বাচন ৪
Appearance
সর্বজনীন আচরণবিধির সংশোধিত প্রয়োগ নির্দেশিকার নির্বাচন সমাপ্ত হয়েছে
সকলকে স্বাগতম,
সর্বজনীন আচরণবিধির সংশোধিত প্রয়োগ নির্দেশিকার নির্বাচন সমাপ্ত হয়েছে। শুধুমাত্র যোগ্য ভোটারদের অন্তর্ভুক্তি নিশ্চিত করে এখন ভোট বিবেচনা ও গণনা করা হবে। ফলাফল প্রস্তুত হওয়া মাত্রই তা ভবিষ্যৎ কর্মপন্থা সম্পর্কিত তথ্যসহ মেটা এবং আন্দোলনের অন্যান্য ফোরামে প্রকাশ করা হবে। যাঁরা নির্বাচনে অংশ নিয়েছেন এবং যাঁরা নির্দেশিকার খসড়া প্রস্তুতে অবদান রেখেছেন, তাঁদের সকলকেই অসংখ্য ধন্যবাদ।
ইউসিওসি প্রকল্প দলের পক্ষে,