Jump to content

Stewards/elections 2010/Guidelines/bn

From Meta, a Wikimedia project coordination wiki
যারা উইকিমিডিয়া ফাউন্ডেশনে স্ট্যুয়ার্ড হিসেবে সহযোগিতা করতে আগ্রহী এ পৃষ্ঠাটি তাদের আবেদন প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে অনুদিত হয়েছে। অনুগ্রহপূর্বক যেভাবে উপস্থাপিত হয়েছে সেই পর্যাক্রমিকভাবে পড়ুন।


ভোটার

[edit]

নির্বাচনের পূর্বে, আবশ্যকতা:

  • মেটা (এ উইকি)তে স্থগিত নয় এমন প্রার্থী।
  • আপনাকে অন্তত একটি উইকিমিডিয়া প্রজেক্টে অন্তর্ভুক্ত থাকতে হবে:
    • আপনার সম্পাদনার সংখ্যা হতে হবে অন্তত ৬০০টি এবং মেয়াদ ৩ মাস যা 01 February 2010 এর পূর্বে করা হয়েছে;
    • 01 August 2009 এবং 31 January 2010 এর মধ্যে আপনার সম্পাদনার সংখ্যা হতে হবে অন্তত ৫০টি;
    • বট হিসেবে কার্যকর নয় এমন হিসাব।

আপনার আবেদনের যোগ্যতা স্বয়ংক্রীয় যোগ্যতা নির্ধারণ থেকেও জানতে পারেন।

অনুবাদক

[edit]

অনুগ্রহপূর্বক আপনার ভাষায় আনুবাদে সহায়তা করুন:

অংশগ্রহনকারীদের প্রতি নির্দেশনা

[edit]
  • আপনার নিজ উইকি প্রজেক্টে যদি "নির্বাচন প্রক্রিয়াধীন" এমন কোন বিজ্ঞপ্তি প্রদর্শণ না করে তবে আপনার নিজস্ব বিজ্ঞপ্তি পৃষ্ঠায় অন্য ব্যবহারকারীদের অংশগ্রহন করতে দৃষ্টি আকর্ষন করুন।
  • আপনার মনোনীত প্রার্থীকে প্রশ্ন করুন। বিশেষ কোন গুরুত্বপূর্ণ আলোচনা প্রয়োজনে আলাপের পৃষ্ঠায় অন্তর্ভুক্ত করুন। অনুগ্রহপূর্বক আগ্রহী অন্য অংশগ্রহনকারীদের কোথায় কি করতে হবে এ সংশ্লিষ্ট তথ্য অবগতির জন্য নির্দেশনা প্রকাশ করুন।
  • অসংঙ্কোচে এক বা দুই লাইনে আপনার নির্বাচনী মতামত প্রকাশ করুন। প্রয়োজনে বিশেষ কোন গুরুত্বপূর্ণ আলোচনা আলাপের পৃষ্ঠায় অন্তর্ভুক্ত করুন আগ্রহী অন্য অংশগ্রহনকারীদের নির্বাচন সংশ্লিষ্ট তথ্য অবগতির জন্য নির্দেশনা দান করুন।

প্রার্থীগণ

[edit]

পূর্বশর্ত

[edit]

স্ট্যুয়ার্ড হিসেবে আবেদনের পূর্বে এই মর্মে নিশ্চয়তা প্রদান করতে হবে যে,

  • আপনি স্ট্যুয়ার্ড নীতিমালা অনুসরণে বাধ্য থাকবেন;
  • এ মেটা উইকিতে একটি সক্রিয় ব্যবহারকারী হিসাব থাকতে হবে;
  • উইকিমিডিয়া ফাউন্ডেশনের অন্তত একটি প্রকল্পে হিসাব রয়েছে যা অন্তত তিন মাস সক্রিয় রয়েছে।


প্রসঙ্গত উল্লেখ্য, যেহেতু স্ট্যুয়ার্ড এর কার্যক্রমে আইনগত বিষয়াবলী ও এর সংশ্লিষ্টতা থাকতে পারে, সেহেতু আপনাকে অবশ্যই:-

  • বয়স: ভোট দানের তারিখের পূর্বে কমপক্ষে ১৮ বছর হতে হবে;
  • উইকিমিডিয়া ফাউন্ডেশনে আপনার পূর্ণনাম এবং বৈধ ও গ্রহনযোগ্য পরিচয় পত্র প্রদানে সম্মত থাকতে হবে।

বহুভাষী স্ট্যুয়ার্ড সর্বদা অগ্রগণ্য কারন স্ট্যুয়ার্ডদের কার্যক্রম অনেকক্ষেত্রেই বহুভাষার সংশ্লিষ্টতা থাকে। তাদেরকে সাধারণ বিবেচনায় গ্রহনযোগ্য সময় সক্রিয় থাকতে হবে। অন্যান্য সীমাবদ্ধতার মধ্যে, স্ট্যুয়ার্ডরা যে প্রকল্পে সক্রিয় সেখানে প্রশ্নস্বাপেক্ষ ও মতানৈক্য ইত্যাদির আশঙ্কায় তাদের সংশ্লিষ্টতা পারতপক্ষে অনুপ্রাণিত করা হয়না। বরং তাদের অনুপ্রাণিত করা হয় মেটা'র মাধ্যমে অনুরোধকৃত পৃষ্ঠাগুলো (যেমন: অনুমোদন, বট এর অবস্থা এবং ব্যবহারকারী যাচাই কার্যক্রমে) পর্যবেক্ষণ এবং সহায়তা দানে। আপনি যদি আই.আর.সি ব্যবহারকারী হন তবে অনুগ্রহপূর্বক অনুরোধকৃত প্রশ্নের উত্তর প্রদানে গঠিত #উইকিমিডিয়া-স্ট্যুয়ার্ড শাখায়শাখায় connectঅন্তর্ভুক্ত হন।

  • নিষ্ক্রিয় স্ট্যুয়ার্ডদের প্রবেশ-ক্ষমতা বিলোপ করা হবে।

আবেদন

[edit]

আপনি যদি স্ট্যুয়ার্ড হতে আগ্রহী হন তবে নিন্মোক্ত নির্দেশনা অনুসরণ করুন।

নিজস্ব মতামতের পৃষ্ঠা তৈরী করুন

[edit]
  1. "Stewards/elections 2010/statements/আপনার নাম" এর স্থানে একটি সহযোগী পৃষ্ঠা তৈরী করুন।
  2. নিম্নের ট্যাগটি লিখে পৃষ্ঠাটি সেভ/সংরক্ষণ করুন
{{subst:sr-new statement 2010}}
  1. নিম্নলিখিত তথ্যাবলী সংশ্লিষ্ট করে পৃষ্ঠাটি সম্পাদনা করুন:
    • আপনার পূর্ণ নাম (ঐচ্ছিক)
    • মেটা'তে ব্যবহৃত আপনার হিসাবের একটি লিংক এবং আবেদনের শর্তাবলী পূরণ করে এমন দ্বিতীয় কোন হিসাবের লিংক যুক্ত করুন।
    • ভাষা-স্বাধীন উইকিমিডিয়া শর্টহ্যান্ড এ ব্যবহৃত হয় এমন ভাষার তালিকা সংযুক্ত করুন যে ভাষায় আপনি লিখতে এবং পড়তে পারেন। (দেখুন উইকিমিডিয়া ব্যাবেল).
    • উইকিমিডিয়া ফাউন্ডেশনে আপনার অংশগ্রহন সম্পর্কে সংক্ষিপ্ত বর্ণনা লিখুন। বিশেষত: (প্রযাজ্য ক্ষেত্রে) প্রশাসক অথবা ব্যুরোক্রেট হিসেবে আপনার অবস্থান, ইমেইল উত্তরদানে গঠিত স্বেচ্ছাসেবক সদস্যপদ, অথবা উইকিমিডিয়া সমন্বয়কারী কমিটির সদস্যপদ, অথবা সংশ্লিষ্ট কোন তথ্য যা আপনি প্রযোজ্য মনে করেন। প্রয়োজনে আপনি অন্যান্য আবেদনকারীর বক্তব্য পড়ে ধারণা নিতে পারেন।
    • আপনার প্রস্তুতি সম্পন্ন হলে, আপনার পৃষ্ঠাটিকে নিম্নোক্ত ট্যাগটি ব্যবহার করে নামের ক্রমধারা অনুযায়ী অন্তর্ভুক্ত করুন।"{{Se2010 candidate indexer|আপনার নাম}}" স্বেচ্ছাসেবকগণ আপনার পৃষ্ঠাটি বিভিন্ন ভাষায় অনুবাদ করবে।

পরিচয় পত্র প্রদান

[edit]