Jump to content

উইকিপিডিয়ার পাতায় চিত্র যোগ ২০২১/অংশগ্রহণ

From Meta, a Wikimedia project coordination wiki
This page is a translated version of the page Wikipedia Pages Wanting Photos 2021/Participate and the translation is 95% complete.

উইকিপিডিয়ার পাতায় চিত্র যোগ ২০২১

নীড় অংশগ্রহণকারী সম্প্রদায় আয়োজক দল অংশগ্রহণ ফলাফল সরঞ্জাম প্রাজিপ্র ও নিয়মাবলী
The #WPWP Campaign 2021 starts 1st July!

আমি নিবন্ধে চিত্র যোগ করতে চাই

কেন আমার অংশগ্রহণ করা উচিত?

বিভিন্ন ভাষার সংস্করণে উইকিপিডিয়া জুড়ে হাজারো নিবন্ধকে ফুটিয়ে তুলতে ছবিগুলোর প্রয়োজন। বাংলা উইকিপিডিয়ার কয়েক হাজার নিবন্ধে কোনো চিত্র নেই। ভাবুন, প্রত্যেক উইকিপিডিয়ান যদি একটি আর্টিকেলে একটি চিত্র যোগ করতে ৫ মিনিট সময় নেন!

আপনার কাছে কি প্রাসঙ্গিক বিষয়শ্রেণীর এমন কোনো চিত্র আছে , পূর্বে যার যথাযথ ব্যবহার করা হয় নি?

আপনার পছন্দের বিষয়ের বিভাগীয় ছবি কি আপনি ইতোমধ্যে খুঁজে পেয়েছেন? নিচের পরিষেবাসমূহ ব্যাখ্যা করে কিভাবে আপনি একটি উইকিপিডিয়া নিবন্ধে চিত্র যোগ করতে পারেনঃ

চিত্র নেই এমন নিবন্ধ কিভাবে খুঁজে বের করবেন জানেন না?

আপনি কি চিত্রবিহীন নিবন্ধ খুঁজছেন? আমরা আপনার জন্য কিছু প্রয়োজনীয় উপকরণ রেখেছি

আরও অবদান রাখতে চান?

আপনার পছন্দের যেকোনো মানসম্মত চিত্রের জন্য নতুন নিবন্ধ তৈরি করুন। মানসম্মত ছবি খুঁজে পাওয়ার উপায় সম্পর্কে পড়ুন

আমি #WPWP আয়োজন করতে চাই

আপনি কি নিজের ভৌগলিক, প্রাসঙ্গিক বা ভাষা সম্প্রদায়ে #WPWP ক্যাম্পেইন আয়োজন করতে চান?

সাম্প্রতিক বছরগুলোতে অনুষ্ঠিত বিভিন্ন বাৎসরিক প্রাসঙ্গিক প্রতিযোগিতা ও ফটোওয়াক এর অংশ হিসেবে সংগ্রহ করা চিত্র ব্যবহার করার মাধ্যমে বিষয়বস্তুর পার্থক্য দূর করার লক্ষ্যে কাজ করে WPWP । যেহেতু, মাত্র কয়েকটি ধাপে উইকিপিডিয়া নিবন্ধে ছবি যোগ করা যায়, এভাবে সম্প্রদায়সমূহও নতুন সদস্য সংযোজন করতে পারে। অর্থবহ বিষয়বস্তুর প্রতি লক্ষ্য রেখে তাই নবীনদের সম্পাদনা কার্যক্রমে পরিচালিত করা হচ্ছে WPWP এর অন্যতম সুবিধা।

সম্পাদনা সংক্ষেপ এ "#WPWP" ব্যবহার করতে কিন্তু ভুলবেন না! মনে রাখবেন আপনাকে অবশ্যই প্রতিটি সম্পাদনার একটি সম্পাদনা সংক্ষেপ লিখতে হবে

ভাষা সম্প্রদায়ে WPWP ক্যাম্পেইন

"WPWP ক্যাম্পেইনে অংশগ্রহণকারী ভাষা সমপ্রদায়ের একটি তালিকা এখানে দেওয়া হলো। আপনি নিশ্চিন্তে আপনার ভাষায় উইকিপিডিয়ার একটি লিংক যুক্ত করতে পারেন, যদি আপনাদের একটি আঞ্চলিক পাতা থাকে"

2020
2021

তথ্যসূত্র