Jump to content

উইকিপিডিয়ার পাতায় চিত্র যোগ ২০২১/প্রাজিপ্র ও নিয়মাবলী

From Meta, a Wikimedia project coordination wiki
This page is a translated version of the page Wikipedia Pages Wanting Photos 2021/FAQ and Contest Rules and the translation is 70% complete.
Outdated translations are marked like this.

উইকিপিডিয়ার পাতায় চিত্র যোগ ২০২১

নীড় অংশগ্রহণকারী সম্প্রদায় আয়োজক দল অংশগ্রহণ ফলাফল সরঞ্জাম প্রাজিপ্র ও নিয়মাবলী
#WPWP ক্যাম্পেইন ২০২১ শুরু হতে চলেছে!
Results are now being tabulated!


এখানে কিছু প্রশ্ন এবং উত্তরের তালিকা দেওয়া হল

১. নিবন্ধন কি বাধ্যতামূলক, নাকি সম্প্রদায়ের সদস্যদের জন্য ঐচ্ছিক?
নিবন্ধন বাধ্যতামূলক নয়। এটি ঐচ্ছিক। অংশগ্রহণকারীদের কেবল চিত্র যোগ করার পর নিবন্ধের সম্পাদনা সারাংশে #WPWP হ্যাশট্যাগটি যুক্ত করতে হবে। তবে উইকিমিডিয়া অনুমোদিত কিছু সম্প্রদায়, যারা স্থানীয়ভাবে #WPWP আয়োজন করছে তারা নিবন্ধন বাধ্যতামূলক রাখতে পারে।

যেসব অংশগ্রহণকারী এসব সম্প্রদায়ের আয়োজনে নিবন্ধন করতে ব্যর্থ হবেন তারা স্থানীয় পুরষ্কারের জন্য যোগ্য না হলেও আন্তর্জাতিক পুরষ্কারের জন্য যোগ্য হবেন।

২. FIST সরঞ্জাম ব্যবহারের সময়, আমি প্রায়শই কিছু চিত্র খুঁজে পাই যা একটি নির্দিষ্ট ভাষার উইকিপিডিয়ায় সীমাবদ্ধ। এসব চিত্র কি উইকিমিডিয়া কমন্সে স্থানান্তর করার উপায় আছে, যাতে চিত্রটি সকল প্রকল্পে ব্যবহারযোগ্য হয়?
অন্যান্য বিধিনিষেধ ব্যতীত, উইকিমিডিয়া কমন্স লাইসেন্সের (সিসি ০, সিসি বাই বা সিসি বাই-এসএ) সাথে যদি সেগুলোর লাইসেন্স সামঞ্জস্যপূর্ণ হয় কেবল তবেই আপনি সেগুলো উইকিমিডিয়া কমন্স এ স্থানান্তর করতে পারেন। কিছু ভাষার উইকিপিডিয়া, ফেয়ার উইজ বা যথার্থ ব্যবহারের শর্তাবলীর অধীনে চিত্র গ্রহণ করে এবং যথার্থ ব্যবহার উইকিমিডিয়া কমন্স লাইসেন্সের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়।
৩. স্থানীয় ভাষার উইকিপিডিয়ায় যথার্থ ব্যবহার শর্তাবলীর অধীনে আপলোডকৃত চিত্র কি অনুমোদিত?
কিছু স্থানীয় ভাষার উইকিপিডিয়া (যেমন ইংরেজি উইকিপিডিয়া) যথার্থ ব্যবহার শর্তাবলীর অধীনে চিত্র ব্যবহারের অনুমতি দেয়। যেসব স্থানীয় ভাষার উইকিপিডিয়ায় ফেয়ার ইউজ বা যথার্থ ব্যবহার অনুমোদিত কেবল সেসব স্থানে এগুলো ব্যবহারযোগ্য এবং এগুলোও পুরস্কারের জন্য গণ্য হবে।
৪. চিত্র যোগকৃত সকল নিবন্ধের সম্পাদনা সারাংশে #WPWP হ্যাশট্যাগ যুক্ত করা কি অংশগ্রহণকারীদের জন্য বাধ্যতামূলক?
হ্যাঁ, অংশগ্রহণকারীদের অবশ্যই চিত্র যোগকৃত সকল নিবন্ধের সম্পাদনা সারাংশে #WPWP হ্যাশট্যাগ যুক্ত করতে হবে। অনুগ্রহ করে WPWP হ্যাশট্যাগসমূহ ব্যবহারের নির্দেশিকা দেখুন।

নিয়মাবলী


চিত্রসমূহ অবশ্যই ১ জুলাই থেকে ৩১ আগস্ট ২০২১ এর মধ্যে উইকিপিডিয়ার নিবন্ধে ব্যবহৃত হতে হবে।

চিত্র ব্যবহারের ক্ষেত্রে কোনো সীমা নেই। তবে, চিত্রের মাধ্যমে উইকিপিডিয়ার নিবন্ধসমূহ বিকৃত করবেন না। যেসব নিবন্ধে কোনো চিত্র নেই শুধুমাত্র সেসব নিবন্ধে চিত্র যোগ করুন।

ব্যবহৃত ছবি অবশ্যই "মুক্ত লাইসেন্স এর অধীন" অথবা পাবলিক ডোমেইন এর আওতায় প্রকাশিত হতে হবে। যেমন সিসি বাই-এসএ ৪.০, সিসি বাই ৪.০।

অংশগ্রহণকারীদের অবশ্যই যে কোন উইকিমিডিয়া প্রকল্পে নিবন্ধিত ব্যবহারকারী হতে হবে। উইকিপিডিয়ায় প্রবেশ করুন বা একটি নতুন অ্যাকাউন্ট তৈরি করুন (আপনি উইকিপিডিয়ায় আপনার নিজের ভাষা সহ যে কোনও ভাষায় অ্যাকাউন্ট তৈরি করতে পারেন)। সকল ভাষার উইকিপিডিয়ার তালিকা পাওয়া যাবে এখানে

খারাপ বা খুব নিম্ন মানের চিত্র সাধারণত গ্রহণযোগ্য নয়।
  1. চিত্রের শিরোনাম এবং বর্ণনা অবশ্যই স্পষ্ট এবং নিবন্ধের জন্য উপযুক্ত হতে হবে।
  2. সকল সংযোজিত চিত্রের জন্য অবশ্যই একটি শিরোনাম অন্তর্ভুক্ত করতে হবে যা চিত্রটি কী তা বর্ণনা করে।
  3. নিবন্ধে প্রাসঙ্গিক স্থানে চিত্রসমূহ স্থাপন করতে হবে।
  4. আপনি যেসব ভাষায় দক্ষ নন সেসব ভাষার নিবন্ধে চিত্র যোগ করবেন না। যে ব্যবহারকারীরা ক্রমাগত শিরোনামবিহীন চিত্র, অপ্রাসঙ্গিক চিত্র ইত্যাদি যোগ করবেন তাদের প্রতিযোগিতায় অযোগ্য ঘোষণা করা হতে পারে।

অংশগ্রহণকারীদের অবশ্যই সকল নিবন্ধে চিত্র যোগ করার পর সম্পাদনা সারাংশ এর ঘরে একটি বর্ণনামূলক সম্পাদনা সারাংশ ছাড়াও হ্যাশট্যাগ #WPWP অন্তর্ভুক্ত করতে হবে, যেমন, "তথ্যছকে চিত্র যোগ করে উন্নয়ন করা হল" #WPWP। কোনো নিবন্ধের পাঠ্যে (#WPWP) হ্যাশট্যাগ যোগ করবেন না। অনুগ্রহ করে WPWP হ্যাশট্যাগসমূহ ব্যবহারের নির্দেশিকা দেখুন।