উইকিমিডিয়া অধ্যায়/প্রতিবেদন/উইকিমিডিয়া বাংলাদেশ/২০২২
কার্যক্রমের প্রতিবেদন: ২০২২
অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতা
অমর একুশে প্রবন্ধ প্রতিযোগিতা, ২০২২ আয়োজন করা হয়। ১ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ৩১ মার্চ তারিখে শেষ হয়। লক্ষ্য ছিল - বাংলা উইকিপিডিয়ায় বিদ্যমান নিবন্ধগুলোর মান উন্নত করা। একটি তালিকা তৈরি করা হয়েছিল মূলতঃ অসম্পূর্ণ নিবন্ধ বিষয়শ্রেণী থেকে। বাংলা উইকিপিডিয়াতে এমন অনেক নিবন্ধ রয়েছে যার কোনো উল্লেখযোগ্য তথ্য নেই, কিন্তু ঐ নিবন্ধগুলোর গুরুত্ব অনস্বীকার্য কারণ সেগুলো প্রকৃতই কিছু মৌলিক নিবন্ধ। সম্প্রদায়ের দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবে এ প্রতিযোগিতার মাধ্যমে বিজ্ঞান, প্রযুক্তি, জীবনী, পরিবেশ, দর্শন ইত্যাদিসহ বিভিন্ন বিষয়ে নিবন্ধ বাছাই করা হয় এবং মানসম্পন্ন করা হয়। এছাড়াও, প্রতিযোগিতার মাধ্যমে টুইটার, মালয়েশিয়ার ইতিহাস, টমেটো প্রভৃতি প্রবন্ধ উন্নত করা হয়েছে। আন্তর্জাতিক নারী দিবসের সপ্তাহে একটি নতুন বিষয়শ্রেণী যোগ করা হয়েছে এবং অংশগ্রহণকারীরা নারী, উদার নারীবাদ, নারী অধ্যয়ন ইত্যাদির মতো নিবন্ধগুলোকে মানসম্মত করেছে।
প্রতিযোগিতাটি মোটেই সহজ ছিল না। কারণ, প্রত্যেক অংশগ্রহণকারীকে বাংলায় একটি নিবন্ধের জন্য গড়ে ৪,৪০০ শব্দ অনুবাদ করতে হয়েছে; কিন্তু বিভিন্ন দিক বিবেচনা করে ঐ নিবন্ধগুলোর মান নিশ্চিত করার জন্য এটি অনেক বেশি প্রয়োজন ছিল। ৮৭জন অবদানকারী মোট ২০৫টি নিবন্ধ পুরো প্রতিযোগিতায় মানসম্মত করা হয়েছে। প্রতিযোগিতার নিয়ম অনুসারে অবদানকারীকে পুরো নিবন্ধটি ইংরেজি থেকে বাংলায় অনুবাদ করতে হয়েছে এবং এ সকল নীতিমালা অনুসরণ করে মোট ১০৬টি নিবন্ধ গৃহীত হয়েছে ও ৪,৬৬,৫৯০টি শব্দ যুক্ত হয়েছে। নিবন্ধগুলো অভিজ্ঞ উইকিপিডিয়ান কর্তৃক পর্যালোচনা করা হয়েছে এবং আয়োজক দল দ্বারা আরও যাচাই করা হয়েছে।
উইকিম্যানিয়া বাংলাদেশ, ২০২২
দীর্ঘদিন পর বাংলাদেশের উইকিমিডিয়ানদের সমাবেশ হিসেবে উইকিম্যানিয়া বাংলাদেশ, ২০২২-এর আয়োজন করা হয়। ১২ আগস্ট ঢাকায় দিনব্যাপী কর্মসূচী আকারে অনুষ্ঠিত হয়। প্রবীণ, অপেক্ষাকৃত নবীন, বিভিন্ন ধর্ম, বর্ণ ও লিঙ্গের উইকিমিডিয়ান, ফাউন্ডেশন কর্মী, অন্যান্য সহযোগী উইকিমিডিয়ান এবং ডব্লিউএমএফ কর্মী অংশগ্রহণ করেছিলেন। সম্মেলনে উইকিমিডিয়া প্রকল্পগুলোর সামাজিক ও প্রযুক্তিগত দিক উপস্থাপিত হয় এবং আলোচনা করে।
- আয়োজন পাতার লিঙ্ক
- গণমাধ্যমে
- Media related to উইকিম্যানিয়া বাংলাদেশ ২০২২ at Wikimedia Commons
এডিটাথন
বিশ্বসাহিত্য কেন্দ্রে বাংলা উইকিপিডিয়া এডিটাথন
১৭ জুন ঢাকাভিত্তিক বিশ্বসাহিত্য কেন্দ্রে দিনব্যাপী অফ-লাইন বাংলা উইকিপিডিয়া এডিটাথন অনুষ্ঠিত হয়। অংশগ্রহণকারীরা প্রধানতঃ লিঙ্গবৈষম্য ও বিজ্ঞান সম্পর্কিত নিবন্ধগুলোর মানোন্নয়নে অবদান রেখেছিলেন।
- আয়োজন পাতার লিঙ্ক
- Media related to বিশ্বসাহিত্য কেন্দ্রে বাংলা উইকিপিডিয়া এডিটাথন at Wikimedia Commons
উইকি আড্ডা
সব মিলিয়ে ৯টি উইকি আড্ডার আয়োজন করা হয়। ৬টি অন-লাইনে ও ৩টি অফ-লাইনে হয়েছিল।
ঢাকার উইকি আড্ডা
- জানুয়ারি: ৮ জানুয়ারি উইকিমিডিয়াম বাংলাদেশ কর্তৃক অনলাইন উইকি আড্ডার আয়োজন করা হয়।
- ফেব্রুয়ারি: ৫ ফেব্রুয়ারি আরেকটি অন-লাইন উইকি আড্ডা অনুষ্ঠিত হয়।
- মার্চ: ৫ মার্চ তৃতীয় অন-লাইন উইকি আড্ডা অনুষ্ঠিত হয়।
- মে: বৈশ্বিক অতিমারি শেষ হবার পর ২৭ মে প্রথমবারের মতো ঢাকায় অফ-লাইন উইকি আড্ডার আয়োজন করা হয়।
ময়মনসিংহে উইকি আড্ডা
- জানুয়ারি: ময়মনসিংহ উইকিপিডিয়া সম্প্রদায় ১৫ জানুয়ারি তারিখে প্রথমবারের মতো উইকি আড্ডার আয়োজন করে। এ আড্ডায় ময়মনসিংহের উইকিপিডিয়ানগণ তাঁদের আঞ্চলিক উইকিমিডিয়া সম্প্রদায় গঠনের বিষয়ে আলোচনা করেন।
- ফেব্রুয়ারি: ১৩ ফেব্রুয়ারি ময়মনসিংহ উইকিপিডিয়া সম্প্রদায় প্রথমবারের মতো অন-লাইন উইকি আড্ডার আয়োজন করে।
- মার্চ: ২ মার্চ দ্বিতীয় অন-লাইন আড্ডা অনুষ্ঠিত হয়।
- সেপ্টেম্বর: ১৮ সেপ্টেম্বর তৃতীয় অন-লাইন আড্ডা অনুষ্ঠিত হয়। এ আড্ডায় সম্প্রদায়ের সমন্বয় কমিটি চূড়ান্ত করে।
চট্টগ্রামে উইকি আড্ডা
- জুন: ১১ জুন চট্টগ্রামে উইকিমিডিয়া বাংলাদেশ অফ-লাইন উইকি আড্ডার আয়োজন করে। ঢাকা ও চট্টগ্রামের উইকিপিডিয়ানগণ চট্টগ্রামের উইকিপিডিয়া সম্প্রদায়ের কার্যক্রম সম্পর্কে আলোচনা করেন।
ফটোওয়াক
- ময়মনসিংহ: ময়মনসিংহ উইকিপিডিয়া সম্প্রদায় দুইবার উইকিপিডিয়া ফটোওয়াকের আয়োজন করে। জুন ও ডিসেম্বর মাসে ময়মনসিংহ সম্প্রদায়ের সদস্যরা ময়মনসিংহ ও নেত্রকোণায় এ ফটোওয়াক পরিচালনা করে।
- Media related to জুনের ফটোওয়াক ইভেন্ট at Wikimedia Commons
- Media related to ডিসেম্বরের ফটোওয়াক ইভেন্ট at Wikimedia Commons