উইকিমিডিয়া ফাউন্ডেশন নির্বাচন/২০২৪/ঘোষণা/ভোটদান শুরু হয়েছে
Appearance
আপনার মতামত দিন: ২০২৪ ট্রাস্টি বোর্ডের জন্য ভোট দিন!
সবাইকে স্বাগত,
২০২৪ ট্রাস্টি বোর্ড নির্বাচনের ভোটদান শুরু হয়ে গেছে। বোর্ডে চার (৪)টি আসনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন বারো (১২) জন প্রার্থী৷
প্রার্থীদের বিবৃতি পড়ে এবং সম্প্রদায়ের প্রশ্নে তাঁদের উত্তর শুনে তাঁদের সম্পর্কে আরও জানুন।
আপনি প্রস্তুত থাকলে, ভোট দেওয়ার জন্য SecurePoll ভোটদান পাতায় যান। ভোটদান ৩রা সেপ্টেম্বর ০০:০০ ইউটিসি থেকে ১৭ই সেপ্টেম্বর ২৩:৫৯ ইউটিসি পর্যন্ত খোলা থাকবে৷
আপনার ভোটদানের যোগ্যতা যাচাই করতে, অনুগ্রহ করে ভোটারের যোগ্যতা পাতা দেখুন।
শুভেচ্ছান্তে,
নির্বাচন কমিটি এবং বোর্ড নির্বাচন ওয়ার্কিং গ্রুপ