Jump to content

User:CKoerner (WMF)/Enable Hovercards/Reminder/bn

From Meta, a Wikimedia project coordination wiki
This page is a translated version of the page User:CKoerner (WMF)/Enable Hovercards/Reminder and the translation is 100% complete.

পৃষ্ঠা প্রাকদর্শন (হোভারকার্ডস) সংবাদ

হ্যালো!

এই প্রকল্পে পাতা প্রাকদর্শন (যার পূর্ব নাম ছিল হোভারকার্ডস) চালু করা সম্পর্কিত সংবাদ। পৃষ্ঠা প্রাকদর্শন কোনো লিঙ্কযুক্ত নিবন্ধ সম্পর্কে দ্রুত তথ্য প্রদান করে যা পাঠকদের বর্তমান পৃষ্ঠা ত্যাগ না করেই সম্পর্কিত প্রবন্ধের মূল বিষয়বস্তু সম্পর্কে ধারণা প্রদান করে। ডিসেম্বরে যেমন বলা হয়েছিল সেই মতই আমরা এই বৈশিষ্ট্যটি পরীক্ষামূলক (বিটা) থেকে অপসারিত করছি ও এটিকে অ-প্রবেশকৃত ব্যবহারকারীদের জন্য পূর্বনির্ধারিত হিসেবে ধার্য করছি। ইদানীং আমরা এর কোডে একটি বড় সংশোধন করেছি যা প্রায় সমস্ত উপস্থিত ত্রুটিকে ঠিক করবে।

কিছু যান্ত্রিক গোলযোগের কারণে আমাদের এই নিয়োজন কয়েক মাস পিছিয়ে দিতে হয়। আমরা অবশেষে এই বৈশিষ্ট্যটি প্রয়োগের জন্য প্রস্তুত। ১৪ই জুলাই থেকে প্রবেশকৃত ব্যবহারকারীদের জন্য ব্যবহারকারীর পছন্দের পৃষ্ঠায় পৃষ্ঠা প্রাকদর্শন বৈশিষ্ট্যটি স্বাভাবিক অবস্থায় বন্ধ থাকবে। বর্তমান বিটা ব্যবহারকারী ও অ-প্রবেশকৃত ব্যবহারকারীদের জন্য এই বৈশিষ্ট্যটি স্বাভাবিক অবস্থায় চালু থাকবে। এই বৈশিষ্ট্যটি পরীক্ষা করতে বেটা বৈশিষ্ট্য হিসেবে এখানে এটি সক্রিয় করুন। আরও তথ্যের জন্য পাতা প্রাকদর্শন পৃষ্ঠা দেখুন। কোনো প্রশ্ন থাকলে আলাপ পাতায় আপনার পছন্দের ভাষায় আপনার প্রশ্ন জানান।

অসংখ্য ধন্যবাদ!