Training modules/Dealing with online harassment/slides/choosing-what-details-to-release-in-a-public-announcement/bn
প্রতিবেদন প্রকাশ: নির্ধারণ করুন কোন তথ্যগুলো জনসম্মুখে উন্মুক্ত করা হবে
যখন কোন একটি কেইস বন্ধ ঘোষণা করবেন তখন আপনি সেই কেইসটি বিস্তারিত সব তথ্য উন্মুক্ত করে দেবেন না বিশেষ করে যেগুলোতে ব্যক্তিগত তথ্য রয়েছে। এসব কারণে হয়ত ভবিষ্যতে অভিযোগকারী বা হয়রানির শিকার পুনরায় হয়রানির শিকার হতে পারে। উন্মুক্ত ঘোষণা দেওয়ার সময় ঘোষণার ভাষা যতটা সম্ভব নিরপেক্ষ হওয়া উচিত।
তবে এটাও মনে রাখুন যে, আপনার ঘোষণা যারা দেখবেন তাদের অধিকাংশই কেইসের পটভূমি সম্পর্কে জানেন না যা আপনি তদন্ত করতে গিয়ে পেয়েছেন। সুতরাং ঘোষণা প্রদানে সময় যতটা সম্ভব সম্প্রদায় যাতে বুঝতে পারে সে অনুসারে লিখুন, এটা করতে ব্যর্থ হলে সম্প্রদায় আপনার উপর থেকে বিশ্বাস হারাবেন। আপনি নিজে ঘোষাটি নিয়ে ভাবুন এবং ঘোষণাটি দিন।
আপনার ঘোষণায় যে বিষয়গুলো থাকা উচিত:
- বাধাপ্রাপ্ত ব্যবহারকারীর ব্যবহারকারী নাম
- কেইসটি কি সম্পর্কে (যেমন, হয়রানি বা ব্যক্তিগত তথ্যের অপব্যবহার)
- কেইসের ফলাফল (যেমন ব্যবহারকারী বাধাপ্রাপ্ত হয়েছেন বা তার প্রশাসক অধিকার বাতিল করা হয়েছে)
আরও যেসব বিষয় আপনার ঘোষণায় যুক্ত করতে পারেন:
- যদি প্রয়োজন হয় শুধুমাত্র তখনই বিশেষ লিংক সমূহ তবে মনে রাখুন সেগুলো যেন কোন ব্যক্তিগত গোপনীয় তথ্য না থাকে বা হয়রানির শিকার ব্যক্তির জন্য অপমানজনক হয়।
যে সব বিষয় আপনার ঘোষণায় যুক্ত করা উচিত নয়:
- যেকোন পক্ষের ব্যক্তিগত তথ্য
- হয়রানরি বিষয়ে লিংক। আপনি ও আপনার দল গোপনীয়তার সাথে এটি নিয়ে কাজ করেছেন কারণ বিষয়গুলো হয়রানির শিকার ব্যক্তির জন্য অবমাননাকর।
- ঘোষণা দেওয়ার ক্ষেত্রে যদিও আপনার কোন ব্যবহারকারীর বিরোদ্ধে একটি নির্দিষ্ট একশন কেন নেওয়া হয়েছে সেটি বলতে হয় তবে এটা নিশ্চিত করুন যে, আপনি খুব বেশি কিছু বলে ফেলছেন না যা উক্ত ব্যক্তির বাস্তব জীবনের উপর প্রভাব পরে।
সতর্ক হোন! এক্সট্রিম কোন অবস্থায় আপনার উন্মুক্ত কোন ঘোষা আপনার বিরোদ্ধে ব্যবহার করা হতে পারে।