Training modules/Dealing with online harassment/slides/blocking-users/bn
অবিলম্বে ব্যবস্থা: ববহারকারীকে বাধাদান
যখনই আপনি কোন হয়রানি দেখতে পাবেন তখন অবিলম্বে আপনি কিছু ব্যবস্থা গ্রহণ করতে পারেন যেগুলোতে গভীর পর্যবেক্ষনের প্রয়োজন পরে না। আপনি খুব সম্ভবত এই পদ্ধতির সাথে আগে থেকেই পরিচিত কারণ এই পদ্ধতিগুলো স্থানীয় সম্প্রদায়ের প্রশাসক বা উচ্চ ক্ষমতা সম্পন্ন ব্যবহারকারী অধিকার প্রাপ্ত ব্যবহারকারীদের দ্বারা মাঝে মাঝেই করা হয়।
আপনি যদি বাধাদান সরঞ্জামের সাথে পরিচিত থাকেন সেক্ষেত্রে এই অনুচ্ছেদটি বাদ দিতে পারেন।
বাধাদান সরঞ্জামটি প্রশাসক ও অন্যান্য উচ্চ ক্ষমতা সম্পন্ন ব্যবহারকারী অধিকারপ্রাপ্ত ব্যক্তিদের একটি গুরুেত্বপূর্ণ সরঞ্জাম। এটি নিবন্ধিত একাউন্টকে সম্পাদনায় ও একটি অনিবন্ধিত একাউন্টকে নির্দিষ্ট একটি আইপি ঠিকানা থেকে সম্পাদনাতে বাধা প্রদান করে। বাধাদান নীতিমালা ভিন্ন ভিন্ন প্রকল্পের উপর নির্ভর করে। কখন বাধাপ্রদান করা যাবে এবং এ সম্পর্কিত নীতিমালাটি পাওয়া যাবে সেসব প্রকল্পে।
রেঞ্জ বাধাদান
রেঞ্জ ব্লক, যেখানে একটি নির্দিষ্ট রেঞ্জের সব আইপি ঠিকানাকে বাধাদান করা হয়ে থাকে এবং এই সরঞ্জামটি একটি শক্তিশালী মাধ্যমে এমন ধ্বংসপ্রবণ ব্যবহারকারীকে বাধা দিতে যারা একই সাথে বেশ কয়েকটি আইপি ঠিকানা ব্যবহার করে থাকে। প্রথমবারের মত এ ধরণের বাধা প্রয়োগের ক্ষেত্রে নির্দিষ্ট প্রকল্পের প্রশাসকদের সাথে আলোচনা করুন এবং স্থানীয় নীতিমালা মেনে চলুন।