প্রযুক্তি/সংবাদ/সংগ্রহশালা
Appearance
উইকিমিডিয়া প্রকল্পের সকল কারিগরি কার্যক্রমগুলো পর্যবেক্ষণ করা এবং এ সম্পর্কে খোজঁ খবর রাখা, বোঝার বিষয়টি বেশ কঠিন এবং সময় সাপেক্ষ।
প্রযুক্তি সংবাদের সদস্যতা নিয়ে সহজে সাম্প্রতিক সফটওয়্যারের পরিবর্তনগুলো সম্পর্কে যেমন জানা যাবে তেমনি এটির সাহায্যে উইকিমিডিয়ানদের কি প্রভাব হবে সেটিও জানা যাবে। কোন ধরনের কারিগরি সমস্যা ছাড়াই প্রতি সপ্তাহে আপনি আপনার আলাপ পাতায় সারাংশ পাবেন।
নীচে অতীতের সমস্ত সংখ্যার একটি আর্কাইভ রয়েছে যা বিভিন্ন ভাষায় অনূদিত ও প্রকাশিত হয়েছে।
সাম্প্রতিকতম প্রযুক্তি সংবাদ:
Tech/News/2025/04, Tech/News/2025/03, Tech/News/2025/02, Tech/News/2025/01, Tech/News/2024/52