প্রযুক্তি/সংবাদ/২০২৪/২৫
Appearance
প্রযুক্তি সংবাদের সাপ্তাহিক সারাংশের মাধ্যমে আপনি সফটওয়্যারের সাম্প্রতিক পরিবর্তনগুলি সম্পর্কে জানতে পারবেন। এই পরিবর্তনগুলির ফলে আপনি ও উইকিমিডিয়ার অন্যান্য ব্যবহারকারীরা সম্ভবত প্রভাবিত হতে পারেন। গ্রাহক হোন, অবদান রাখুন এবং মতামত জানান।
পূর্ববর্তী | ২০২৪, সপ্তাহ নং ২৫ (সোমবার ১৭ জুন ২০২৪) | পরবর্তী |
প্রযুক্তি সংবাদ: ২০২৪-২৫
উইকিমিডিয়ার কারিগরি সম্প্রদায় থেকে প্রকাশিত সাম্প্রতিক প্রযুক্তি সংবাদ। অনুগ্রহ করে এই পরিবর্তনগুলি সম্পর্কে অন্য ব্যবহারকারীদের জানান। সকল পরিবর্তন আপনাকে প্রভাবিত করবে না। আরও অনুবাদ উপলব্ধ রয়েছে।
সাম্প্রতিক পরিবর্তন
- প্রকল্পে বাধা প্রদান করা হয়েছে এমন ডোমেইনের কোনো বহিঃসংযোগ যদি কেউ দৃশ্যমান সম্পাদনার সময় যোগ করার চেষ্টা করে, তাহলে এখন থেকে সে সাথেসাথে বিজ্ঞপ্তি পাবে। বিস্তারিত জানার জন্য সম্পাদনা পরীক্ষা দেখুন। [১]
- নতুন কমিউনিটি কনফিগারেশন এক্সটেনশনটি এখন পরীক্ষা উইকিতে উপলব্ধ। এই এক্সটেনশনের মাধ্যমে প্রতিটি সম্প্রদায় নিজেদের স্থানীয় চাহিদা মেটাতে নিজেদের মতো করে নির্দিষ্ট ফিচারসমূহ কাস্টোমাইজ করতে পারবে। বর্তমানে কেবল গ্রোথ ফিচার কনফিগার করা যাচ্ছে কিন্তু ভবিষ্যতে এক্সটেনশনটি কমিউনিটি কনফিগারেশন ব্যবহারের অন্যান্য ক্ষেত্রও সমর্থন করবে। [২][৩]
- ডার্ক মোড বেটা ফিচারটি এখন বিষয়শ্রেণী ও সাহায্য পাতাতে উপলব্ধ। সেই সাথে আরও কিছু বিশেষ পাতাতেও এটি উপলব্ধ। পাতার কনট্রাস্টে সমস্যা থাকতে পারে। দয়া করে প্রকল্পের আলাপ পাতায় বাগ রিপোর্ট করবেন। [৪]
সমস্যা
- গত সপ্তাহে ২৫ মিনিটের জন্য ক্লাউড সার্ভিসেস সারঞ্জামসমূহ উপলব্ধ ছিল না। ডেটা সেন্টারে একটি ত্রুটিপূর্ণ হার্ডওয়্যার কেবলের কারণে এটি ঘটেছিল। [৫]
- গত সপ্তাহে ভেক্টর ২০২২ স্কিনে স্টাইলিং সংক্রান্ত কিছু হালনাগাদ করা হয়েছিল। এর ফলে টেমপ্লেট, হ্যাটনোট এবং চিত্রে সমস্যা তৈরি হয়েছিল। টেমপ্লেট ও হ্যাটনোটের সম্পাদনা পূর্বাবস্থায় ফেরানো হয়েছে। চিত্র সংক্রান্ত অধিকাংশ সমস্যা সমাধান করা হয়েছে। যদি আপনি কোনো সমস্যা দেখতে পান, এখানে অভিযোগ করবেন। [৬]
এই সপ্তাহের পরের পরিবর্তন
- মিডিয়াউইকির নতুন সংস্করণ টেস্ট উইকি এবং MediaWiki.org সাইটে ১৮ জুন থেকে উপলব্ধ হবে। অ-উইকিপিডিয়া ও কিছু উইকিপিডিয়ায় এটি ১৯ জুন থেকে উপলব্ধ হবে। সকল উইকিতে এটি ২০ জুন থেকে উপলব্ধ হবে (পঞ্জিকা)। [৭][৮]
- ১৮ জুন হতে নতুন এক সেট উইকিপিডিয়ায় সূত্র সম্পাদনা পরীক্ষা চালু হবে। এই ফিচারের উদ্দেশ্য যখন কেউ উইকিপিডিয়ায় তথ্যসূত্র ছাড়াই বিষয়বস্তু যোগ করে সেসব বিষয়বস্তুতে তথ্যসূত্র যোগ করতে নবাগতদের ও সম্পাদনা পরীক্ষকদের সাহায্য করা। ১১টি উইকিতে চালানো পরীক্ষায় দেখা গেছে যে সূত্র পরীক্ষা যোগ করার পরে সেসব উইকিতে তথ্যসূত্র যোগ করার হার দ্বিগুণেরও বেশি হয়েছে। রেফারেন্স চেক কমিউনিটি কনফিগারেশনের আওতাভুক্ত। [৯]
- মঙ্গলবার ইউটিসি ১০:০০–১২:০০ টার মাঝে প্রায় দুই ঘণ্টা সময় মেইলিং লিস্ট উপলব্ধ থাকবে না। নতুন একটি সার্ভারে মাইগ্রেশন চালু এবং সফটওয়্যার হালনাগাদ করার কারণে এমনটা হবে। [১০]
প্রযুক্তি সংবাদ লেখক দ্বারা প্রস্তুতকৃত ও বট দ্বারা প্রকাশিত প্রযুক্তি সংবাদ • অবদান রাখুন • অনুবাদ করুন • সাহায্য পান • মতামত জানান • গ্রাহকত্ব পরিচালনা করুন।