Jump to content

Talk:NDEC Wikimedia Bootcamp 2022/Nav

Add topic
From Meta, a Wikimedia project coordination wiki

বুটক্যাম্প প্রকল্পের ভিজুয়াল ব্র্যান্ডিং

[edit]

User:আফতাবুজ্জামান ভাই, আপনার সাহায্যের জন্য অসংখ্য ধন্যবাদ। আমি বুঝতে পারছিলাম না, কিভাবে পরিভ্রমণ পাতা বানিয়ে সেটাকে ব্যবহার করতে হবে, আপনি সেটা করে দিয়েছেন, অসংখ্য ধন্যবাদ। তবে বুটক্যাম্পটির বিষয়ে কিছু তথ্য - এই বুটক্যাম্পের জন্য যে ব্যানারটি তৈরি করা হয়েছে, তার প্রতিটি উপাদান একেবারেই শূন্য থেকে হাতে ধরে তৈরি করা, কোনো টেমপ্লেট ব্যবহার করা হয়নি এবং কাজটি শুরু করার আগে থেকেই নটর ডেম ইংলিশ ক্লাবের আইটি অ্যান্ড গ্রাফিক্স ডিপার্টমেন্টের গ্রাফিক্স অ্যান্ড ভিজুয়াল ব্র্যান্ডিং টিম চারটি মূল "থিম কালার" নির্ধা‌রণ করে নিয়েছে। রঙ চারটির হেক্সাডেসিমাল কোড হলো যথাক্রমে, #C22744, #1B0135, #7162E1 এবং #54A7ED। লক্ষ্য করলে দেখবেন, আমাদের পোস্টার, ব্যানার থেকে শুরু করে প্রত্যেকটি জায়গায়ই এই রঙগুলো ছাড়া অন্য কোনো রঙ ব্যবহার করা হয়নি। একইভাবে ইংরেজি ফন্ট হিসেবে "poppins" এবং ব্র্যান্ড এলিমেন্ট হিসেবে সার্চ বার এবং ল্যাপটপ (যেটি মূল ব্যানারে দেখা যাচ্ছে, এই ল্যাপটপটি ওপেন সোর্স ত্রিমাত্রিক ডিজাইন সফটওয়্যার ব্লেন্ডার দিয়ে তৈরি) তৈরি করা হয়েছে। এই সমস্ত "ব্র্যান্ডিং কার্য‌ক্রমে" ১৫ কর্মঘন্টারও বেশি সময় লেগেছে এবং এর নেতৃত্বে ছিলেন ক্লাবের ব্র্যান্ডিং এক্সপার্ট User:Naveed MD Aziz

আগের পরিভ্রমণ দন্ডে খেয়াল করলে দেখবেন, আমি গ্রাফিক্স অ্যান্ড ভিজুয়াল ব্র্যান্ডিং টিমের দেয়া নির্দেশনা অনুযায়ী ওই চারটি থিম কালারই ব্যবহার করেছিলাম। আপনি হয়তোবা তথ্যগুলো না জানার কারণে রঙগুলো পাল্টে‌ দিয়ে থাকতে পারেন। আমি তাই আবার আগের রঙগুলো ফিরিয়ে নিয়েছি। আপনার আন্তরিক সহায়তার জন্য আবারো ধন্যবাদ। -- BIDROHI Hello.. 07:11, 8 May 2022 (UTC)Reply

একইভাবে যদি আমাদের "প্রজেক্ট ইন সার্চ অব দ্যা রুটস" প্রকল্পটির লোগো খেয়াল করেন, দেখবেন, সেখানে "থিম কালার" হিসেবে দুটো নির্দিষ্ট রঙ এবং "ব্র্যান্ডিং এলিমেন্ট" হিসেবে আতশকাঁচ এবং গাছের মূলের চিহ্ন ব্যবহার করা হয়েছে। -- BIDROHI Hello.. 07:23, 8 May 2022 (UTC)Reply
@Mrb Rafi, আচ্ছা। আর এই পাতাগুলির কাজ সম্পন্ন হলে NDEC Wikimedia Bootcamp 2022/bn ও উপপাতা ও NDEC Wikipedia Editorial and Research Team/bn অনুবাদ করে ফেলা দরকার। আমি এই নিয়ে ইমেইল করেছিলাম কিন্তু উক্ত দলের কাউকে এখনো এই নিয়ে কাজ করতে দেখিনি। আফতাবুজ্জামান (talk) 16:42, 8 May 2022 (UTC)Reply
User:আফতাবুজ্জামান ভাই, আপনার সাহায্যের জন্য আবারো ধন্যবাদ। আমরা মেইলটি পেয়েছি এবং দায়িত্ব ভাগ করে দেয়া হয়েছে ইতোমধ্যেই। প্রচুর কাজের চাপ থাকায় এখনও অনুবাদ শূরু করা সম্ভব হয়নি। আমরা যত দ্রুত সম্ভব অনুবাদ করে ফেলার চেষ্টা করছি। -- BIDROHI Hello.. 11:09, 9 May 2022 (UTC)Reply