Jump to content

এনডিইসি উইকিমিডিয়া বুটক্যাম্প ২০২২

From Meta, a Wikimedia project coordination wiki
This page is a translated version of the page NDEC Wikimedia Bootcamp 2022 and the translation is 100% complete.
এনডিইসি উইকিমিডিয়া বুটক্যাম্প ২০২২

এনডিইসি উইকিমিডিয়া বুটক্যাম্প ২০২২ এনডিইসি উইকিমিডিয়া সম্পাদকীয় ও গবেষণা দলের ১৭ দিনব্যাপী একটি আউটরিচ প্রশিক্ষণ কার্যক্রম, যেটি দলটির মূল সংগঠন নটর ডেম ইংলিশ ক্লাব কর্তৃক আয়োজিত হবে। দলটির সদস্য সংগ্রহ প্রক্রিয়ার অংশ হিসেবে ২১শে মে থেকে ৬ই জুন পর্যন্ত বুটক্যাম্পটি অনুষ্ঠিত হবে।

আয়োজনটি দুটি মূল অংশে বিভক্ত; ধারাবাহিক কর্মশালা এবং প্রায়োগিক কার্যক্রম। সপ্তাহব্যাপী ধারাবাহিক কর্মশালায় মোট ৩টি কর্মশালার আয়োজন করা হবে, যেখানে প্রশিক্ষণার্থীরা উইকিমিডিয়া আন্দোলনের সাধারণ বিষয়গুলো সম্পর্কে জানবে এবং একইসাথে যেকোনো উইকিমিডিয়া উইকিতে সম্পাদনা করার সাধারণ নিয়ম শেখানো হবে। প্রায়োগিক কার্যক্রমের অংশ হিসেবে সপ্তাহব্যাপী এডিটাথনের আয়োজন করা হয়েছে, যেখানে অংশগ্রহণকারীদের ইংরেজি উইকিপিডিয়া থেকে বাংলা উইকিপিডিয়ায় অনধিক ৩০০ শব্দের নিবন্ধ অনুবাদ করতে হবে। নিবন্ধতালিকা আয়োজক দল সরবরাহ করবে।

যেহেতু এই আউটরিচ আয়োজনটি নটর ডেম কলেজ, ঢাকার ২০২৩ ব্যাচের শিক্ষার্থীদের মধ্য থেকে নটর ডেম ইংলিশ ক্লাবের বিশেষায়িত উইকিমিডিয়া দলের নতুন সদস্য সংগ্রহের উদ্দেশ্যে পরিচালিত হবে এবং কলেজের নীতিমালা অনুযায়ী দলের সদস্যদের অবশ্যই নটর ডেম কলেজের শিক্ষার্থী হতে হবে, তাই সিরিজ কর্মশালার অংশগ্রহণকারীদের অবশ্যই নটর ডেম কলেজের ২০২৩ ব্যাচের শিক্ষার্থী হতে হবে। এডিটাথনে যে কেউ অংশ নিতে পারবে, তবে পুরষ্কারের জন্য বিবেচিত হতে হলে অংশগ্রহণকারীকে অবশ্যই নটর ডেম কলেজের ২০২৩ ব্যাচের শিক্ষার্থী হতে হবে। নটর ডেম ইংলিশ ক্লাব এই বুটক্যাম্প আয়োজন করবে এবং সমস্ত ব্যয় বহন করবে।

এডিটাথনে সবথেকে বেশি নিবন্ধ অনুবাদকারী প্রথম ৩ জনকে স্মারক ক্রেস্টসহ মুদ্রিত সনদ প্রদান করা হবে। চতুর্থ থেকে ২৩ তম অবদানকারীকে মুদ্রিত সনদপত্র প্রদান করা হবে।