Jump to content

কৌশল/উইকিমিডিয়া আন্দোলন/২০১৭/চক্র ২/পৌঁছানো

From Meta, a Wikimedia project coordination wiki
This page is a translated version of the page Strategy/Wikimedia movement/2017/Cycle 2/Reach and the translation is 100% complete.

নতুনদের কাছে পৌঁছানো এটার উপর গুরুত্ব দেয় যে, আগামী ১৫ বছরে উইকিমিডিয়া ভবিষ্যৎ নির্ধারণে এর পূর্বে কৌশল আলোচনায় যেসব মুখের কথা শুনা যায়নি তাদের কাছে যাওয়া ও তাদের মতামতকে সঠিকভাবে তুলে ধরা। আমাদের লক্ষ্য:

  • আগামী ১৫ বছরে উইকিমিডিয়া আন্দোলনের লক্ষ্য ঠিক করতে বৈশ্বিক ও স্থানীয় প্রবণতাগুলোতে সংগ্রহ করা ও সেগুলো নিয়ে গবেষণা করা।
  • সম্ভাব্য ও বর্তমান পাঠকদের জন্য উইকিমিডিয়া প্রকল্প সঠিকভাবে তুলে ধরার জন্য ইতিমধ্যে বিদ্যমান সচেতনতাগুলোকেও একত্র করা।
  • স্থানীয় বিশেষজ্ঞ ও শিক্ষা প্রতিষ্ঠানের কাছ থেকে এ সম্পর্কে জ্ঞান লাভ করা ও তাদেরকে উইকিমিডিয়ার ভবিষ্যৎ নির্ধারনী আলোচনায় উৎসাহ দেওয়া।

এই কাজ বৈশ্বিকভাবে শেষ করার জন্য আমাদের দুটি দল আছে এই প্রকল্পে কাজ করার জন্য: উচ্চ সচেতনতা অঞ্চল (সাবেক ট্র্যাক সি) এবং নিম্ন সচেতনতা অঞ্চল (সাবেক ট্র্যাক ডি)। এছাড়াও আমরা স্থানীয় সম্প্রদায়কে তাদের স্থানীয় বিশেষজ্ঞ ও প্রতিষ্ঠানের সাথে আলোচনা করতে উৎসাহিত করছি।

  • "উচ্চ সচেতনতা অঞ্চল" বলা হয় সে অঞ্চলে উইকিমিডিয়া খুব বেশি পরিচিত বলে মনে করা হয়, যেমন, উত্তর আমেরিকা, পশ্চিম ইউরোপ এবং সতন্ত্র দেশ যেখানে উইকিমিডিয়ার প্রচারণা বেশি যেমন জাপান।
  • "নিম্ন সচেতনতা অঞ্চল" হল সে সব অঞ্চল যেগুলোতে উইকিপিডিয়া ও এর সহ প্রকল্পগলো খুব বেশি পরিচিত নয় বলেই বিশ্বাস করা হয়। সাম্প্রতিক নতুন পাঠক ফোন জরিপ থেকে পাওয়া তথ্য মতে সেসব অঞ্চলে উইকিপিডিয়া এখনো খুব পরিচিত নয়। উইকিপিডিয়ার সচেতনতার লেভেল ২০% থেকে ৫১% ও গড়ে ২৫%। সম্প্রতি গবেষণা মানচিত্র থেকে দেখা যায় নিম্ন সচেতনতা অঞ্চলগলোর মধ্যে রয়েছে মধ্য প্রাচ্য, আফ্রিকা, এশিয়া ও লাতিন আমেরিকা। গবেষণার মূল লক্ষ্য দেশগুলো হলো ভারত, ইন্দোনেশিয়া, নাইজেরিয়া, মিশর, মেক্সিকো ও ব্রাজিল।

কার্যক্রম:

নতুনদের মতামত সংগ্রহ করতে আমরা চারটি পন্থা অবলম্বন করছি:

  1. বিশেষজ্ঞ, প্রতিষ্ঠানের সাথে প্রায় ২০০ ব্যক্তিগত সাক্ষাৎকার গ্রহণ করছি।
  2. সম্প্রদায় কর্তৃক স্থানীয় বিশেষজ্ঞ ও প্রতিষ্ঠানের সাথে আলোচনা
  3. ছোট অনুষ্ঠান, স্যালোন ও মিটআপ
  4. গবেষণা
    1. ব্রাজিল ও ইন্দোনেশিয়ার নকশা গবেষণা (প্রক্রিয়াধীন)
    2. মেক্সিকো, নাইজেরিয়া, ভারতে নকশা গবেষণা (২০১৬ সালে শেষ)
    3. ব্র্যান্ড সচেতনতা, মনোভাব, উচ্চ মার্কেটে গবেষণা (প্রক্রিয়াধীন)
    4. ডেস্ক রিচার্স - তৃতীয় পক্ষ গবেষণা বৈশ্বিক প্রবণতা, জনসংখ্যা, এবং আরও (প্রক্রিয়াধীন)