Jump to content

Fundraising 2011/Jimmy Letter 001/bn

From Meta, a Wikimedia project coordination wiki
Translation instructions
  • For pages marked "Missing" or "In progress", click the page title and start translating. When you are done, click "edit status" and change the status to proofreading.
  • For pages marked "Needs updating", compare the page to the source page and update the translation accordingly. When you are done, click "edit status" and change the status to proofreading.
  • It is important to have someone else proofread the translated page! If you have proofread a page and it is ready for publication, click "edit status" and change that page's status to ready.
  • If you are changing something that has already been published, change its status back to ready for it to be published again.

If you have any questions or feedback regarding the translation process, please post them here. Translation FAQ

আমি একজন স্বেচ্ছাসেবক।

উইকিপিডিয়ায় কাজ করার জন্য আমি এক পয়সাও পাই না, আর না পান আমাদের হাজার হাজার স্বেচ্ছাসেবক আর অবদানকারীদের কেউ। যখন আমি উইকিপিডিয়া প্রতিষ্ঠা করি, তখন আমি এটিকে বিজ্ঞাপনী ব্যানার দিয়ে সাজানো একটি মুনাফাভোগী কোম্পানি হিসেবে বানাতে পারতাম, কিন্তু আমি ব্যতিক্রম কিছু করার কথা ভেবেছিলাম।

ব্যবসা-বাণিজ্য ঠিক আছে। বিজ্ঞাপনও শত্রু নয়। কিন্তু এগুলোর স্থান এখানে নেই। উইকিপিডিয়ায় নেই।

উইকিপিডিয়া একটি বিশেষ কিছু। এটি একটি লাইব্রেরি কিংবা জনসাধারণের জন্য উন্মুক্ত একটি পার্কের মতো। এটি অনেকটা মস্তিষ্কের উপাসনালয়ের মতো। এটি এমন একটি স্থান, যেখানে আমরা চিন্তা করতে, শিখতে, বা আমাদের জ্ঞানকে অন্যদের মাঝে ছড়িয়ে দিতে যাই। এটি একটি স্বতন্ত্র মানব-প্রকল্প, যা মানুষের ইতিহাসে সর্বপ্রথম। এই গ্রহের প্রতিটি মানুষের কাছে বিনামূল্যে একটি উন্মুক্ত বিশ্বকোষ পৌঁছে দেওয়ার একটি মানবহিতৈষী প্রকল্প হচ্ছে উইকিপিডিয়া।

প্রতিটি মানুষের জন্য।

যদি উইকিপিডিয়ার ৪০ কোটি ব্যবহারকারীর প্রত্যেকে ৫ ডলার করে অনুদান দেন, তবে আমরা আমাদের প্রয়োজনের চেয়েও ১০০ গুণ বেশি অর্থ পেতাম। আমরা একটি ছোট সংগঠন, আর এটিকে ছোট কিন্তু দৃঢ় রাখতে আমি বছরের পর বছর কঠোর পরিশ্রম করেছি। আমরা আমাদের লক্ষ্য সম্পূর্ণ করি, আর তার নির্যাস রাখি অন্যদের জন্য।

বিজ্ঞাপনকে গ্রহণ করা ছাড়াই এসব করতে হলে, আপনাকে আমাদের প্রয়োজন। আপনিই হচ্ছেন সেই ব্যক্তি, যিনি আমাদের স্বপ্নকে বাঁচিয়ে রেখেছেন। আপনিই হচ্ছেন সেই ব্যক্তি, যিনি উইকিপিডিয়া তৈরি করেছেন। আপনিই হচ্ছেন সেই ব্যক্তি, যিনি বিশ্বাস করেন যে, শান্ত প্রতিফলন আর শিক্ষার যে ক্ষেত্র, তার পাওয়াই গুরুত্বপূর্ণ।

এবছর, তাই অনুগ্রহ করে ৫, ২০, ৫০ ডলার, বা যতটুকু আপনি পারেন, উইকিপিডিয়াকে টিকিয়ে ও বাঁচিয়ে রাখতে অনুদান দিন।

ধন্যবাদান্তে,

জিমি ওয়েলস

উইকিপিডিয়ার প্রতিষ্ঠাতা