Jump to content

ব্যবহারকারী নাম পরিবর্তন করা

From Meta, a Wikimedia project coordination wiki
This page is a translated version of the page Changing username and the translation is 100% complete.

উইকিমিডিয়া প্রকল্পের ব্যবহারকারীরা নিজেদের জন্য যে নাম বেছে নেয় তা আগে থেকে বাছাই করা হয় না। শুধুমাত্র স্টুয়ার্ড বা বৈশ্বিক নাম পরিবর্তনকারীই আপনার নাম পরিবর্তন করতে পারেন। আপনি এমন নামে পরিবর্তন করতে পারবেন, যা আগে রাখা হয়নি। বিস্তারিত জানতে যেকোনো বৈশ্বিক নাম পরিবর্তনকারীর সাথে যোগাযোগ করুন।

আপনার ব্যবহারকারী নাম পরিবর্তনের জন্য স্টেওয়ার্ড অনুরোধ/ব্যবহারকারী নাম-বদলে আপনি অনুরোধ জানাতে পারেন।

কিভাবে নাম পরিবর্তন করবেন

  • দয়া করে এই পাতায় নাম পরিবর্তনের আবেদন করবেন না।
  • আপনি যে নামে পরিবর্তন করতে চান দয়া করে সেই নামে নতুন একাউন্ট তৈরি করবেন না।

স্টুয়ার্ড অনুরোধ/ব্যবহারকারী নাম পরিবর্তন বা বিশেষ:বৈশ্বিক নাম পরিবর্তনের অনুরোধ পাতায় একটি অনুরোধ করুন।

কিভাবে এটি কাজ করে

অনুরোধক্রমে, স্টেওয়ার্ড বা বৈশ্বিক নাম পরিবর্তনকারীরা ব্যবহারকারীর নিবন্ধ-ইতিহাস ও অ্যাকাউন্ট সেটিংস, যার মধ্যে সব পুরোনো সম্পাদনাগুলো নতুন ব্যবহারকারীর নামে স্থানান্তর করে থাকেন। অতীতে এরকম অনেকবার করা হয়েছে, কোনো সময় স্বেচ্ছায় ও কোনসময় ব্যবহারকারী নামের নীতি অনুসরণ করে করা হয়েছে। উইকিমিডিয়া প্রকল্পে অ্যাকাউন্ট অপসারণ করা হয় না, যদি আপনি সম্পাদনা করার পর অজ্ঞাতনামা হয়ে যেতে চান, তবে ব্যবহারকারী নাম পরিবর্তনই একমাত্র উপায়।

যখন কোনও নাম পরিবর্তন করা হয়, তখন আগের অ্যাকাউন্টটি বন্ধ হয়ে যায় এবং ব্যবহারকারী অবিলম্বে নতুন নামে একই পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারেন। আলাপ পাতার স্বাক্ষরগুলি ইচ্ছা করলে পরিবর্তন করা যেতে পারে।

আর্কাইভ১ এবং আর্কাইভ২ তে দেখুন আগের কিছু অনুরোধের বিশদ বিবরণ, যখন বুরোক্র্যাটরা এই কাজটি করতেন।

আরও দেখুন