Jump to content

Wikimedia chapters/Reports/Wikimedia Bangladesh/2010/bn

From Meta, a Wikimedia project coordination wiki

কার্যক্রম প্রতিবেদন: ২০১০

[edit]
ঢাকা সম্মিলন ৭
ঢাকা সম্মিলন ৮
ঢাকা ফটোওয়াক

উইকি সম্মিলন ঢাকা ৬

[edit]

২৮ জুলাই ২০১০, বুধবারে বাহাদুর শাহ পার্ক, লক্ষ্মীবাজার, ঢাকায় উইকিমিডিয়া বাংলাদেশ সম্প্রদায় একটি উইকি সম্মিলনের আয়োজন করে। এতে ৭ জন উইকিমিডিয়ান অংশগ্রহণ করেন।

উইকি সম্মিলন ঢাকা ৭

[edit]

১২ নভেম্বর, ২০১০, শুক্রবারে কেন্দ্রীয় শহীদ মিনার, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকায় উইকিমিডিয়া বাংলাদেশ সম্প্রদায় একটি উইকি সম্মিলনের আয়োজন করে। এতে ৭ জন উইকিমিডিয়ান অংশগ্রহণ করেন।

উইকি সম্মিলন ঢাকা ৮

[edit]

১১ ডিসেম্বর ২০১০, শনিবারে কম্পিউটার জগৎ সম্পাদকীয় কার্যালয়, হাউস: ২৯, রোড: ৬, এফ-এমএ, বাশাতি লিগ্যাসি, ধানমন্ডি, ঢাকায় উইকিমিডিয়া বাংলাদেশ সম্প্রদায় একটি উইকি সম্মিলনের আয়োজন করে। এতে ৮ জন উইকিমিডিয়ান অংশগ্রহণ করেন।

উইকিপিডিয়ার জন্য ফটোওয়াক

[edit]

এছাড়াও আমরা ৩১ ডিসেম্বর ২০১০-এ লক্ষ্মীবাজার, পুরান ঢাকায় একটি ফটোওয়াকের আয়োজন করি। এটি উইকিপিডিয়ার ১০ম জন্মদিনের পার্টির ঢাকার অংশ ছিল। এতে প্রায় ১৫ জন উইকিপিডিয়ান উপস্থিত ছিলেন এবং তারা উইকিমিডিয়া কমন্সের জন্য ছবি তোলেন।

আরও দেখুন

[edit]