Jump to content

Wikimedia Bangladesh/Online Meeting 2009-09-17

From Meta, a Wikimedia project coordination wiki

This is the log for the meeting at #wikimedia-bd at 16:00 GMT/UTC and 23:00 BDT (DST) on September 17, 2009.

Agenda

[edit]
  • Discussion on exchanged opinions through Wikimedia-BD mailing list in this week time.
  • General discussion on Wikimedia projects. Newcomers are free to ask.
  • Preparing a booklet to promote Bangla Wikipedia, and discussion about the success of this promotion.
  • Preventing vandalism and trolling in Bangla Wikipedia, and making a collection of verified information of Bangladesh.
  • General discussion on Wikimedia Bangladesh. How it will go on, review on previous tasks, and what to do to the next.

Decisions from previous meeting

[edit]
  • For the current week, another discussion about these agendas will take part through Wikimedia-BD mailing list.
  • We have to prepare a booklet to promote Bangla Wikipedia among the local community. To do so we need to find out required information to achieve this promotion; such as, how much copy to publish, how to distribute booklets, etc.
  • We will exchange ideas to develop Bangla Wikipedia; and to fix a certain goal. Discussion will take part through the mailing list.
  • Registered users of Wikimedia Bangladesh will make their effort virtually to inform people about Wikipedia and Wikimedia Bangladesh. They can use blog or social networking site (i.e., facebook, tweeter) to do this promotion. They will also provide additional information and help to the interested people personally.
  • By sending regular press release to the daily newspapers, about current and upcoming meeting and tasks; some members will help to do the promotion directly.

Decision from this meeting

[edit]
  • Through Wikimedia-bd IRC channel, a new service will start to give support those interested people who want to contribute in Wikipedia. A new page will be created in Bangla wikipedia which will enlist the interested helping hand with their available time. And those enlisted user will try to share that specific time with both Wikipedia and IRC channel.
  • Focusing this newly started service, a press release will be submitted in Bangladeshi media.
  • In mailing list, a discussion will take part about size and content of the booklet.

Participants

[edit]

আলোচ্য বিষয়

[edit]
  • গত সভায় আলোচিত বিষয়গুলোর ওপর মেইলিং লিস্টে অনুষ্ঠিত সপ্তাহব্যাপী মত আদান-প্রদানের ওপর আলোচনা।
  • উইকিমিডিয়া প্রকল্প সম্পর্কে সাধারণ আলোচনা। অর্থাৎ, নতুনরা প্রশ্ন করবে, পুরোনোরা উত্তর দিয়ে তাদের কৌতুহল মেটাবে।
  • বাংলা উইকিপিডিয়ার প্রচারণার জন্য বুকলেট তৈরি ও এর সাফল্যের সম্ভাবনা।
  • উইকিপিডিয়ায় ভ্যান্ডালিজম ও ট্রোলার প্রতিরোধ, এবং উইকিপিডিয়ায় বাংলাদেশের সঠিক তথ্যের সঙ্কলন বিষয়ক বিশেষ আলোচনা।
  • উইকিমিডিয়া বাংলাদেশ সম্পর্কে সাধারণ আলোচনা। উইকিমিডিয়া বাংলাদেশ কীভাবে এগোবে, পূর্বের কর্মকাণ্ডের পর্যালোচনা, ও আগামীতে কী করা যায়।

পূর্বের সভায় গৃহীত সিদ্ধান্ত

[edit]
  • সভার আলোচিত বিষয়গুলো নিয়ে উইকিমিডিয়া বিডি-এর মেইলিং লিস্টে এই সপ্তাহব্যাপী আলোচনা করা হবে, যেনো সভার বাইরের উইকিমিডিয়ানদের মতামত এ বিষয়য়ে পাওয়া যায়।
  • বাংলা উইকিপিডিয়ার প্রচারণার জন্য ও অবদানের সহায়িকা বিষয়ে একটি বুকলেট তৈরি করতে হবে ও সেটা মানুষের কাছে পৌঁছে দেবার জন্য প্রয়োজনীয় করণীয় কাজগুলো (যেমন: কতো কপি ছাপাতে হবে, কীভাবে দেওয়া হবে) তার সম্ভাব্যতা যাচাই করতে হবে।
  • বাংলা উইকিপিডিয়ার মানোন্নয়নে পরামর্শ নেওয়া হবে ও সুনির্দিষ্ট লক্ষ্য ঠিক করতে হবে, এবং সে বিষয়ে মেইলিং লিস্টে বিস্তারিত আলোচনা করা হবে।
  • উইকিমিডিয়া বাংলাদেশে নিবন্ধনকারীগণ ভার্চুয়ালভাবে নিয়মিত উইকিপিডিয়ার প্রচারণা চালিয়ে যাবেন, অর্থাৎ ব্যক্তিগতভাবে ব্লগে, ফেইসবুক, টুইটার প্রভৃতি নেটওয়ার্কিং সাইট ও মেইলের মাধ্যমে মানুষকে উইকিপিডিয়া সম্মন্ধে জানাবেন ও বাংলা উইকিপিডিয়ায় অবদানে আগ্রহী করে তুলবেন ও প্রয়োজনীয় সহায়তা দিবেন।
  • ভার্চুয়াল প্রচারণার পাশাপাশি আগ্রহী কিছু সদস্য সরাসরি প্রচারণা চালানো চেষ্টা করবেন। যেমন, এই সভা ও সামনের সভাগুলো ব্যাপারে বাংলাদেশের দৈনিক পত্রিকায় নিয়মিত আপডেট (প্রেসরিলিজ) দেওয়া।

বর্তমান সভায় গৃহীত সিদ্ধান্ত

[edit]
  • উইকিমিডিয়া বাংলাদেশের চ্যাটরুম আইআরসি (IRC) চ্যানেল-এ উইকিপিডিয়ায় অবদান রাখার ব্যাপারে আগ্রহী সেবাপ্রার্থীদের সরাসরি সেবা দেওয়া শুরু হবে। উইকিপিডিয়ায় এসম্পর্কিত একটি পাতা খোলা হবে এবং সেখানে আগ্রহী সেবাদানকারীরা তাঁদের সেবা নিজ নিজ পছন্দ মতো আইআরসি'তে উপস্থিত থাকার সময় জানিয়ে নাম নিবন্ধন করবেন ও সে সময়ে উপস্থিত থাকার চেষ্টা করবেন।
  • বুকলেটের আকার ও বিষয়বস্তুর ব্যাপারে পূর্বের সভা হওয়ার আগ পর্যন্ত মেইলিং থ্রেডে আলোচনা হওয়া।
  • গণমাধ্যমগুলোতে এই সেবা দানের ব্যাপারটাকে গুরুত্ব দিয়ে সংবাদ বিজ্ঞপ্তি দেওয়া।

Meeting log

[edit]

[22:40] <Wikitanvir> কেমন আছেন বেলায়েত ভাই?
[22:47] <@bellayet> ভাল আছি
[22:47] <@bellayet> কি খবর আপনার
[22:47] <Wikitanvir> আলহামদুল্লিলাহ ভালো
[22:47] <Wikitanvir> গত ২/৩ দিন উইকিতে অনেক খরা গেছে
[22:47] <Wikitanvir> কেউ নাই....
[22:48] <@bellayet> ঈদের আগের দিনগুলোতে সবারই কাজের বেশ চাপ থাকে
[22:48] <@bellayet> এ জন্য হয়তো কম ছিলো
[22:49] <@bellayet> নতুন ব্যবহারকারীরা রেজিষ্ট্রেশন করেছে
[22:49] <Wikitanvir> তা করেছে। বরং এই কয়েকদিনে বেশিই করেছে।
[22:49] <Wikitanvir> আমার মনে হয় প্রেস রিপোর্টটা এটুকু হলেও কাজ করেছে।
[22:50] <@bellayet> হ্যা খবরটা দুটো পত্রিকাতে ছেপেছে
[22:50] <Wikitanvir> সংবাদ আর প্রথম আলো?
[22:51] <@bellayet> হ্যা
[22:51] <@bellayet> আজকের আলোচনা ছোট করতে হবে
[22:51] <Wikitanvir> ঠিক
[22:52] <Wikitanvir> ও হ্যাঁ, আজকের আলোচনার মেটার পাতা করতে একটু দেরি হবে। কালকে পর্যন্ত অপেক্ষা করতে হবে। আজ রাতে পারবো না।
[22:52] <@bellayet> বুকলেটের আলোচনা আজকেও কোনো ফয়সালা হবে না মনে হয়, কারণ রাগিব ভাই থাকছেন না
[22:52] <@bellayet> সমস্যা নাই কালকেই করে দিয়েন
[22:53] <Wikitanvir> আমরা আমাদের মতো করি। মেইলিং থ্রেডে বাকিটুকু করবো
[22:53] <@bellayet> আমার মনে হয় বুকলেট না করে, আরও ছোট কিছু করা উচিত
[22:53] <Wikitanvir> ছোট কীভাবে করবেন? বুকলেট টাই তো ছোট
[22:53] <Wikitanvir> উইকির অনেক নিয়মকানুন। বুকলেটে সব আটবে না। অন্তত....
[22:54] <@bellayet> আমি লিঙ্ক দিচ্ছি
[22:54] <Wikitanvir> মার্কআপগুলো আর বেসিকগুলো তো দিতে হবে, সেটাই তো অনেক
[22:54] <Wikitanvir> কীভাবে একটা পৃষ্ঠা সম্পাদনা করবেন | পাতাটা দেখেছেন? বিশাল পাতা।
[22:54] <Wikitanvir> ঠিক আছে লিঙ্ক দেন
[22:55] <@bellayet> আসলে আমি এ ধরনের কিছু এখনই করতে চাইছি না
[22:55] <Wikitanvir> তাহলে?
[22:55] <@bellayet> আমাদের ক্যাপাসিটিটাও বিবেচনায় রাখতে হবে
[22:55] <Wikitanvir> একটু খুলে বলুন তো?
[22:56] <@bellayet> http://meta.wikimedia.org/wiki/File:Cheatsheet-en.png
[22:56] <@bellayet> এটা দেখুন
[22:56] <Wikitanvir> দেখছি....
[22:57] <Wikitanvir> আপনি কী ছবির মতো একটা লিফলেট দেয়ার কথা ভাবছেন?
[22:57] <@bellayet> এমন কিছু যা এক পাতাতেই হয়ে যায়
[22:57] <@bellayet> আমাদের এখনকার যে পরিস্থিতি তাতে এ রকম কিছু একটাই ভাল নয় কি?
[22:58] <Wikitanvir> কিন্তু এতে একটা কাজ করতে হবে, আমি মেইলিং লিস্টে বলেছিলাম
[22:58] <Wikitanvir> তা হচ্ছে, দেওয়ার আগে ভালোভাবে ব্রিফ করা। তারপর ব্যাপারগুলো মনে করিয়ে দেবার জন্য এটা দেওয়া
[22:58] <@bellayet> হ্যা তাই তো
[22:58] <@bellayet> ব্রিফ তো আপনাকে করতেই হবে
[22:59] <Wikitanvir> আরো কোনো প্রশ্ন কোথায় কীভাবে করতে হবে তার লিঙ্ক দেওয়া, প্রয়োজনীয় সব লিঙ্ক দিতে হবে।
[22:59] <@bellayet> ব্রিফ ছাড়া এ কাগজের বা বুকলেটের কোন মূল্য আছে নাকি?
[22:59] <Wikitanvir> না তা নেই, তবে সেখানে কম লাগতো, এখানে অনেক বেশি আর বিস্তারিত লাগবে
[22:59] <Wikitanvir> আর ব্রিফ মিস করলে বা কিছুটা না শুনলে অনেকে নাও বুঝতে পারে
[23:00] <@bellayet> আপনি যখন বলা শুরু করবেন, তখন কম বলে সারতে পারবেন না
[23:00] <@bellayet> ব্রিফ মিস করলে তার আসলে ব্রিফে আসার দরকার কি
[23:00] <Wikitanvir> ঠ্যাকা যে আমাদের....
[23:01] <@bellayet> আমাদের এখনকার যে অর্থনৈতিক অবস্থা, তাতে আমি মনে করি একপাতার কিছু একটা রেডি করার
[23:01] <@bellayet> এক পাতা করলে আরও সুবিধা হবে যারা হোস্ট হবে তারাই এটি প্রিন্ট করে নিতে পারবে
[23:01] <Wikitanvir> হ্যা, এক পাতায়, দুই সাইডে ফন্ট ছোট করলে কম তথ্য আটবে না
[23:01] <@bellayet> কারণ এক পাতার জিনিস ২০০ কপি করতে আর কত খরচ হবে
[23:01] <Wikitanvir> আর একটা কাজ করা যায়....
[23:02] <@bellayet> http://upload.wikimedia.org/wikipedia/commons/e/e8/Wikipedia-leaflet-en.pdf
[23:02] <@bellayet> এটা দেখুন
[23:02] <@bellayet> এমন কিছু হলেই কি যথেষ্ট নয়?
[23:02] <Wikitanvir> নিয়ম কানুন জানার জন্য অনেক গুলো না দিয়ে একটা লিঙ্ক দিলেই কিন্তু যথেষ্ট
[23:02] <Wikitanvir> দেখছি
[23:02] <@bellayet> হ্যা নিয়মকানুনের জন্য এখন বাংলা উইকিপিডিয়াতেই অনেক তথ্য পাওয়া যাবে
[23:03] <@bellayet> আর আজকে আমি একটি নতুন আইডিয়ার কথা তুলবো
[23:03] <@bellayet> মানে প্রস্তাব করবো
[23:03] <Wikitanvir> হ্যাঁ, যা করবো, একটা পাতা খুলবো আর সকল লিঙ্ক ঐখানে বিস্তারিত ভাবে দিয়ে দেবো
[23:03] <Wikitanvir> তাহলে বেশি লিঙ্ক দিতে হবে না
[23:04] <Wikitanvir> হ্যা, এটা ঠিক আছে, তবে আমাদের মতো করে করতে হবে।
[23:04] <Wikitanvir> এরকম ব্রশিয়ার করা যায়
[23:04] <@bellayet> আপাতত এমনটাই যথেষ্ঠ বলে আমার মনে হয়
[23:04] == rushafi [i=ca380774@gateway/web/freenode/x-xtryvcjqjzfznain] has joined #wikimedia-bd
[23:04] <Wikitanvir> স্বাগতম রুশাফি
[23:05] <Wikitanvir> মূল আলোচনা কী শুরু করবেন বেলায়েত ভাই?
[23:05] <rushafi> ধন্যবাদ :)
[23:05] <@bellayet> আমরা পরিচয় দিয়ে শুরু করি
[23:05] <Wikitanvir> কী পরিচয়?
[23:06] == lailatul [i=3a93a81a@gateway/web/freenode/x-crqpwzwdzsemdhmt] has joined #wikimedia-bd
[23:06] <Wikitanvir> স্বাগতম লাইলাতুল
[23:06] <rushafi> ব্যাক্তিগত পরিচয়?
[23:06] <@bellayet> আমরা সবাই অন্তত নিজের আসল নামটি বলি
[23:06] <rushafi> আমি রুশাফি
[23:07] <rushafi> নিক এবং আসল নাম একই
[23:07] <Wikitanvir> আমার নাম তানভির রহমান, ডাক নাম তানভির
[23:07] <@bellayet> আমি বেলায়েত, বাংলা উইকিপিডিয়া এবং উইকিসংকলনের প্রশাসক
[23:08] <Wikitanvir> আমি শুধুমাত্র ব্যবহারকারী, এবং খুবই নতুন ব্যবহারকারী। আর আমার পরিচয় আমার পাতায় বিস্তারিত আছে। এ নিকটাই ওখানে আছে।
[23:08] == bellayet_ [n=chatzill@202.168.252.173] has joined #wikimedia-bd
[23:08] <rushafi> আমিও আসলে কেবলমাত্র ব্যবহারকারী
[23:08] <bellayet_> আমি মনে হয় কিছু মিস করেছি
[23:08] <rushafi> দুই তিনটা এডিট করেছি
[23:09] <bellayet_> আমি লগ অফ করে আবার আসছি
[23:09] <Wikitanvir> না বেলায়েত_ খুব বেশি না
[23:09] <rushafi> একটা আর্টিকেল শুরু করেছিলাম
[23:09] <bellayet_> exit
[23:09] == bellayet_ [n=chatzill@202.168.252.173] has quit [Client Quit]
[23:09] <Wikitanvir> আচ্ছা রুশাফি ভাই, বলেন
[23:09] == bellayet_ [n=chatzill@202.168.252.173] has joined #wikimedia-bd
[23:09] <rushafi> আর কমন্সে কিছু ছবি আপলোড করেছি
[23:09] == bellayet_ [n=chatzill@202.168.252.173] has left #wikimedia-bd []
[23:10] <rushafi> অভিজ্ঞতা এটুকুই
[23:10] <rushafi> পেশায় ছাত্র
[23:10] == maktrix [i=caa8fcad@gateway/web/freenode/x-aelmmjvjexffcsxz] has joined #wikimedia-bd
[23:10] <Wikitanvir> আমিও ছাত্র । আমার অভিজ্ঞতা আরো কম। আমার অভিজ্ঞতা সম্ভবত উইকিতে অনেকক্ষণ থাকা
[23:10] <rushafi> কম্পিউটার প্রকৌশল, চতূর্থ বর্ষ
[23:10] == bellayet_ [n=chatzill@202.168.252.173] has joined #wikimedia-bd
[23:10] <Wikitanvir> স্বাগতম ম্যাকট্রিক্স
[23:11] <Wikitanvir> আমি বি.বি.এ. ১ম সেমিস্টার (একেবারে পিচ্চি :)...
[23:11] == bellayet_ [n=chatzill@202.168.252.173] has left #wikimedia-bd []
[23:11] <rushafi> ফ্রেশার ঃ)
[23:11] <maktrix> Wikitanvir: ধন্যবাদ
[23:11] <Wikitanvir> না কিছুদিন পর একটু সিনিয়র হবো
[23:12] <Wikitanvir> নতুন ব্যাচ আসছে
[23:12] == bellayet_ [n=chatzill@202.168.252.173] has joined #wikimedia-bd
[23:12] <rushafi> হুম খবরদারী করার সুযোগ তৈরি হবে
[23:12] <Wikitanvir> আমি তা করি না
[23:12] <Wikitanvir> :)
[23:12] <rushafi> যাই হোক এখানে আরও কয়েকজনকে দেখা যাচ্ছে
[23:13] <rushafi> একুশে
[23:13] <rushafi> লাইলাতুল
[23:13] <rushafi> ম্যাট্রিক্স

[23:13] <Wikitanvir> একুশে ভাই/বোন প্রায় ২/৩ ঘণ্টা ধরে আছে
[23:13] <Wikitanvir> তাঁকে সন্ধ্যা থেকে দেখলেও কোনো জবাব পাই নি
[23:13] <Wikitanvir> লাইলাতুল ও ম্যাট্রিক্স ভাই আপনাদের পরিচয়টা কাইন্ডলি দিন
[23:14] <Wikitanvir> আচ্ছা আজকের মিটিং হবে সংক্ষিপ্ত, তাই আলোচনা শুরু করবো
[23:14] <maktrix> আমি মাহে আলম খান, ইংরেজিতে আমার নামের ইনিশিয়াল mak, বন্ধুরা এবং FOSS কম্যুনিটিতে এই নামেই চেনে
[23:14] <Wikitanvir> ধারণা করেছিলাম। আচ্ছা রুশাফি ভাই রেডি? শুরু করি আমরা.... সবাই
[23:15] <maktrix> আমি অংঙ্কুর বাংলাদেশের সাধারণ সম্পাদক
[23:15] <rushafi> হ্যাঁ প্রস্তুত
[23:15] <rushafi> ম্যাক ভাই :)
[23:15] <maktrix> rushafi: :)
[23:16] <bellayet_> তানভির আমরা শুরু করি
[23:16] <Wikitanvir> প্রথম বিষয়, উইকিমিডিয়া বাংলাদেশের সম্পর্কে সাধারণ আলোচনা
[23:16] == bellayet [n=chatzill@202.168.252.173] has quit [Read error: 145 (Connection timed out)]
[23:16] == bellayet_ has changed nick to bellayet
[23:16] <Wikitanvir> কীভাবে এই সংগঠন এগোবে, পূর্বের কর্মকাণ্ড, ও আগামীতে কী করা যায়
[23:16] <Wikitanvir> মত দিন সবাই
[23:16] <maktrix> আমি গত দুইটি মিটিং মিস করেছি। আজকের টি করতে চাইনা
[23:16] <bellayet> তানভির আমাকে ১ মিনিট সময় দেওয়া লাগবে
[23:17] <Wikitanvir> আচ্ছা বেলায়েত ভাই আপনি আসেন আমরা চালাই
[23:17] <maktrix> বেলায়েতের সম্ভবত নেট সমস্যা হচ্ছে।
[23:17] <bellayet> আমার পিসি রিস্টার্ট দিতে হবে
[23:17] <Wikitanvir> ম্যাক ভাই, রুশাফি ভাই, মত দিন
[23:17] <maktrix> চালিয়ে যাওয়া উচিত
[23:18] <bellayet> আচ্ছা ঠিক আছে দিরকার নেই আমি আছি
[23:18] <Wikitanvir> আর হ্যাঁ, লাইলাতুল ভাই নতুন হলে প্রশ্ন করুন। আপনাদের প্রশ্নের জবাবও আজকের মিটিং-এ দেওয়া হবে
[23:18] <rushafi> প্রথম সংগঠনের কিছু মৌলিক কার্যক্রম শুরু করা প্রয়োজন
[23:18] <Wikitanvir> যেমন?
[23:18] <maktrix> আমি গত দুই মিটিং লগ পড়েছি, মোটামুটি কোন প্রশ্ন নেই, তবে প্রস্তাবনা রয়েছে। যা পরে বলবো
[23:18] <rushafi> অনলাইন মিটিং এর পাশাপাশি
[23:19] <rushafi> প্রথম কাজ হিসেবে আছে বুকলেট তৈরি করা
[23:19] <Wikitanvir> মেইলিং থ্রেডে কিন্তু অনেক কিছু মিস হয়, গত মিটিং-এও কিছু আলোচনার কথা হয়েছিলো, বারবার বলার পরেও যা হয়নি
[23:19] <Wikitanvir> রুশাফি ভাই, বুকলেট আলাদা বিষয় হিসেবে আছে। ওটার আলোচনা একটু পরে হবে। অন্য কিছু বলুন
[23:20] <bellayet> আমি আগে আমাদের কাজের আপডেট জানাতে চাই
[23:20] <Wikitanvir> জ্বি বেলায়েত ভাই জানান
[23:20] <Wikitanvir> সবাইকে একটু অ্যাকটিভ হওয়ার অনুরোধ। ২০ মিনিট হয়ে গেছে কিন্তু আলোচনা কিন্তু আগায় নি
[23:21] <Wikitanvir> খুব একটা
[23:21] <bellayet> আমাদের গত মিটিং এ সিদ্ধান্ত ছিল একটা প্রেস রিলিজ ছাড়া, সেমতে আমি দুটো বাংলা পত্রিকায় তা দিয়েছিলাম
[23:21] <bellayet> সে দুটো পত্রিকাতেই তা ছাপা হয়েছে
[23:21] <rushafi> প্রথম আলো আর?
[23:21] <bellayet> আমরা ব্লগে লেখার কথা বলেছিলাম
[23:21] <Wikitanvir> আর ব্যক্তিগত প্রচারণার কথা হয়ে ছিলো কারা কারা সেটা করেছেন?
[23:21] <Wikitanvir> সংবাদ
[23:22] <Wikitanvir> ব্লগে আমি লিখেছি।
[23:22] <bellayet> সংবাদ এবং প্রথম আলো
[23:22] <bellayet> তো আমাদের ব্লগ এবং ফেইসবুক, টুইটার এগুলোতে আরও একটিভ হতে হবে
[23:23] <bellayet> পাবলিক রিলেশন বলতে এই হয়েছে
[23:23] <rushafi> মানুষজনের সংশ্লিষ্টতা বাড়াতে হবে
[23:23] <Wikitanvir> হ্যা, ব্লগের লিঙ্ক ফেইবুকে দিলেই একটা কাজ হয়। আর ব্যক্তিগতভাবে আশেপাশে মানুষকে বলতে হবে
[23:23] <rushafi> আরও অনেক উইকিপিডিয়ান কিন্তু আছে
[23:23] <bellayet> এছাড়া আমি বেশ কিছু মেইলিং লিস্টে ইংরেজী প্রেস রিলিজটি ছেড়েছিলাম
[23:23] <Wikitanvir> যারা নেট ইউজ করেন ও বিশেষ করে ছাত্র
[23:23] <rushafi> হ্যাঁ
[23:23] <bellayet> সেখান থেকেও বেশ সাড়া পেয়েছি
[23:24] <bellayet> তবে আমাদের সক্রিয় জনতা খুব একটা বাড়ে নাই
[23:24] <Wikitanvir> হ্যা, আচ্ছা আর কিছু কী আপডেট আছে? নইলে ভবিষ্যৎ পরিকল্পনায় যাবো
[23:24] <bellayet> তা আমরা আজকের উপস্থিতি দেখেই বোঝা যাচ্ছে
[23:24] <rushafi> এই সাড়া পাবার হার যেন এক্সপোনেন্সিয়াল ভাবে বাড়ে সেজন্যে কাজ করতে হবে
[23:25] <Wikitanvir> আসলে এখানে ডেডিকেটিং এর ব্যাপার আছে
[23:25] <bellayet> রুশাফি, কাজ করার জন্য যে লোকবল তা আমাদের এখনও হয় নাই
[23:25] <rushafi> আচ্ছা কেউ বলতে পারবেন তারিফ কোথায়?
[23:25] <rushafi> হ্যাঁ
[23:25] == bm [i=ca860e06@gateway/web/freenode/x-mqudrhtdipjvffwr] has joined #wikimedia-bd
[23:25] <bellayet> লোকবল বাড়ানোর জন্যই আমাদের আগে কাজ করতে হবে
[23:25] == bm has changed nick to Guest37052
[23:25] <Wikitanvir> হ্যাঁ, তারিফ ভাইয়ের নাম শুনেছি, কিন্তু আমি আসার পর তাঁকে আর দেখি নাই
[23:26] <rushafi> সে একজন ডেডিকেটেড উইকিপিডিয়ান
[23:26] <bellayet> আমরা আলোচনায় ফিরে আসি
[23:26] <Wikitanvir> আচ্ছা বর্তমান কর্মকাণ্ড ও পূর্বেরটা শেষ...
[23:26] <Wikitanvir> এবার উইকিমিডিয়া বিডি-এর ভবিষ্যতে কী করা যায়?
[23:27] <rushafi> প্রথমেই লোকবল বাড়ানোর কথা ভাবতে হবে
[23:27] <bellayet> আমি বিশেষ করে যে পরিকল্পনা করেছিলাম, এ ধরনের অনলাইন মিটিং এ যাদের নিয়মিত পাওয়া যাবে, ধরে নেওয়া যায়
[23:27] <bellayet> সামনা সামনি মিটিং করলে তাদেরকে পাওয়া যাবে
[23:27] <Wikitanvir> কীভাবে?
[23:27] <rushafi> সেটা করার জন্য ছাত্রদেরকে নক করতে হবে সবচেয়ে বেশি
[23:27] <Wikitanvir> হ্যাঁ, তাঁদের সময় আছে
[23:28] <Wikitanvir> কাজের মানসিকতাও আছে
[23:28] <bellayet> আমি নতুনদের কথা বলছি না, আমি পুরনোদের কথা বলছি
[23:28] <rushafi> এবং এমন মানুষদের যারা নিয়মিত উইকি ব্যবহার করেন
[23:28] <bellayet> উইকিপিডিয়ার জন্য কাজ করা আর উইকিমিডিয়া বাংলাদেশের জন্য কাজ করা দুটো এক নয়
[23:28] <maktrix> bellayet: ধরে না নিয়ে, একটা সামনাসামনি মিটিং ঈদের পর কল করে দেখতে পারো
[23:28] <rushafi> আচ্ছা উইকিপিডিয়ানদের কোন লিস্ট আছে?
[23:28] <Wikitanvir> মেইলিং লিস্ট?
[23:28] <Wikitanvir> না কী ব্যবহারকারী লিস্ট?
[23:29] <bellayet> আমরা এখানে উইকিমিডিয়া বাংলাদেশের জন্য কারা কাজ করতে পারেন তাদের নিয়ে কথা বলবো
[23:29] <Wikitanvir> উইকিমিডিয়া বাংলাদেশের কাজ কিন্তু উইকিপিডিয়া সমৃদ্ধ করার জন্য বেশি বেশি অবদানকারী খোঁজা
[23:29] <bellayet> maktrix: আমার ইচ্ছে আছে ঈদের পরে একটি সামনা সামনি মিটিং করা
[23:30] <rushafi> কবে করা যায়?
[23:30] <Wikitanvir> এবং উইকি প্রচারণা করা
[23:30] <bellayet> হ্যা সেই কাজটি করার জন্য লোক না খুজলে কারা সেই অবদানকারী খুজবে???
[23:30] <Wikitanvir> ঠিক, কিন্তু বেলায়েত ভাই, লোক তো পাচ্ছি না
[23:30] <bellayet> তানভির আপনি বোধ হয় আবারও দুটোকে গুলিয়ে ফেলছেন
[23:30] <rushafi> শুরুতে কিন্তু আমাদের উইকিপিডিয়ান দেরকেই নক করতে হবে
[23:30] <Wikitanvir> আমাদের কে ডেকে খুব কিছু করতে পারবেন?
[23:31] <Wikitanvir> তাঁদেরকে তো উইকিতেই পাই না, আর কোথায় পাবো?
[23:31] <rushafi> তাদের মধ্য থেকে কয়েকজন উইকিমিডিয়াতে কাজ করার জন্য উৎসাহী হবেন
[23:31] <rushafi> কয়েকজন হবেন না
[23:31] <bellayet> আমাদের মনে রাখতে হবে, নতুনদের দিয়ে উইকিপিডিয়ায় নিবন্ধ লিখাতে পারবেন, কিন্তু উইকিপিডিয়ার জন্য মাঠে ঘাটে দৌড়া দৌড়ি করাইতে পারবেন না
[23:31] <rushafi> হ্যাঁ সেটা ঠিক আছে
[23:32] <Wikitanvir> তা লাগবে না। তবে কয়েকজন উইকিপিডিয়ানকে আমি এই চ্যাটে আসতে বলেছিলাম তাঁরা আসেন নাই
[23:32] <bellayet> যেমন?
[23:32] <Wikitanvir> বরং ব্লগে ব্লগ পড় কয়কেজন এসেছেন
[23:32] <bellayet> কাদের কাদের বলেছেন??
[23:32] <Wikitanvir> নাম বলতে চাই না, বেলায়েত ভাই
[23:32] <bellayet> নাম না বললে বুঝবো কিভাবে?
[23:32] <Wikitanvir> তাঁরা উইকিতেও খুব নিয়মিত নন
[23:32] <rushafi> না আসার পিছনে কোন কারন দেখিয়েছেন?
[23:33] <bellayet> এখানে নাম বলতে কোনো বাঁধা নাই
[23:33] <Wikitanvir> আচ্ছা বলি, ইয়াহিয়া বারি।
[23:33] <bellayet> এখানে কোনো দলাদলি নাই, তাই এমন কোনো সমস্যা নাই
[23:33] <maktrix> Wikitanvir: bellayet: তারা হয়তো আসতে পারেন নাই, কোন কারনে।
[23:33] <Wikitanvir> দুটো মিটিং হয়ে গেলো....
[23:33] == Guest37052 [i=ca860e06@gateway/web/freenode/x-mqudrhtdipjvffwr] has left #wikimedia-bd []
[23:33] <bellayet> সেটাই, তারা কি কোনো কারণ বলেছেন?
[23:33] <Wikitanvir> ম্যাক ভাই, আমাকে শুধু তানভির বললেই হবে
[23:33] <Wikitanvir> না
[23:33] <maktrix> উইকিমিডিয়ার বাংলাদেশের জন্য নিবেদিত সহকর্মি পেতে হলে, আপনাদের একটু বেশী ধৈর্য্য ধরতে হবে
[23:33] <Wikitanvir> তা ঠিক
[23:34] <Wikitanvir> রাগিব ভাইয়ের কথা মনে পড়ছে, ১০০০ জনকে বলে ২জন আসলেও লাভ
[23:34] <bellayet> একটু নয়, অনেক ধৈর্য্য ধরতে হবে
[23:34] <Wikitanvir> ধৈর্যের ব্যাপারে বেলায়েত ভাইয়ের মতো পুরোনোদের অনেক অভিজ্ঞতা ২/৩ হাজার থেকে ২০০০০ দেখেছেন
[23:34] <bellayet> আমি গত ৫ বছর ধরে এটা করছি :)
[23:34] == engineer__ [i=ca860e06@gateway/web/freenode/x-chbnarnpjwonkvjk] has joined #wikimedia-bd
[23:35] <Wikitanvir> স্বাগতম ইঞ্জিনিয়ার, সামু থেকে?
[23:35] <maktrix> আইআরসিতে নিক ধরে কথা বলতে হয়, আর ভাই টাই লাগানোর প্রয়োজন নাই। আমি W লিখে ট্যাব দিলে Wikitanvir অটোকমপ্লিট হয়, যে কোন নিক এর ক্ষেত্রেই এরকম
[23:35] <bellayet> তাই আমি বলবো অনেক কাঠ খড় পোরাতে হবে
[23:35] <rushafi> হ্যাঁ তা ঠিক
[23:36] <engineer__> হ্যাঁ, আগেও ছিলাম। গেস্ট নাম দিয়েছিল কেন জানি!
[23:36] <bellayet> আপাতত উইকিমিডিয়া বাংলাদেশ থেকে আমরা সামনে যা করতে পারি
[23:36] <Wikitanvir> ও আচ্ছা
[23:36] <Wikitanvir> বলেন বেলায়েত ভাই। ইঞ্জিনিয়ার ভাই শুনুন আর প্রশ্ন থাকলে প্রশ্ন করুন
[23:36] <bellayet> আমাদের এমন কিছু করতে হবে, যেন তা আমাদের এখনকার লোকবল দিয়েই সম্ভব হয়
[23:37] <Wikitanvir> যেমন? ছোট ক্যাম্পেইন?
[23:37] <bellayet> এবং তাতে আমরা যেন মোটামোটি মিডিয়াতে প্রচার পাই
[23:37] <bellayet> আমি বলি আগে
[23:37] <engineer__> উইকিতে আমার ইউজার নেম bm.riyadh। এখানে ডট মনে হয় সাপোর্ট করে না।
[23:38] <maktrix> engineer__: ফ্রীনোড সার্ভারে আপনার engineer নিক টা খুব সম্ভবত রেজিস্টার্ড তাই গেস্ট দিয়েছিলো
[23:38] <engineer__> না। তখন bm.riyadh দিয়ে ছিলাম।
[23:38] <Wikitanvir> আচ্ছা বেলায়েত ভাই, বলেন?
[23:39] <bellayet> ্োকে্রি
[23:39] <engineer__> যাই হোক। আপনারা যা বলছিলেন চালিয়ে যান।
[23:39] <maktrix> bellayet: চালিয়ে যাও, আমি (আমরা) একটু শুনি
[23:39] <bellayet> েকোর্ক
[23:40] == bellayet [n=chatzill@202.168.252.173] has left #wikimedia-bd []
[23:40] <Wikitanvir> বেলায়েত ভাই, এ কী বলেন? বুঝি না তো?
[23:40] <rushafi> আমার মনে হয় কোন একটা বিশ্ববিদ্যালয়ে একটা ওয়ার্কশপ/সেমিনার দিয়ে শুরু করা যায়
[23:40] <Wikitanvir> আচ্ছা, পরবর্তী বিষয়ের প্রস্তুতি নিন
[23:40] <rushafi> সেটা অনেক কার্যকর হবে
[23:40] <Wikitanvir> উইকিপিডিয়ায় ভ্যান্ডালিজম ও ট্রোলার প্রতিরোধ
[23:40] <maktrix> বেলায়েত এর পিসিতে সম্ভবত সমস্যা হচ্ছে
[23:41] <Wikitanvir> হ্যাঁ, চালিয়ে নিই আমরা
[23:41] <maktrix> ওয়ার্কশপ/সেমিনার কি বিষয় নিয়ে হতে পারে?
[23:41] <Wikitanvir> উইকিপিডিয়ায় ভ্যান্ডালিজম ও ট্রোলার নিয়ে সবার অভিজ্ঞতাটা বলুন
[23:42] <rushafi> এই বিষয় নিয়ে আমার তেমন কোন অভিজ্ঞতা নেই
[23:42] <Wikitanvir> maktrix: কিছু আছে?
[23:42] <rushafi> সুতরাং অভিজ্ঞদেরটা শুনতে চাই
[23:42] <rushafi> ম্যাক ভাই বলেন
[23:42] <Wikitanvir> গত মিটিং-এ যদি কেউ থেকে থাকেন তবে একটা ট্রোলার দেখতে পারতেন
[23:43] <maktrix> হ্যাঁ, বেলায়েত আমাকে প্রথম দিকে ট্রোলার মনে করেছিলো
[23:43] <rushafi> হ্যাঁ লগে দেখেছি
[23:43] <Wikitanvir> আমি feltu এর কথা বলছি....
[23:43] <rushafi> কিন্তু একজন অ্যাডমিন থাকলেই তো এসব সমাধান করা যায়
[23:43] <maktrix> আমার শুরু করা একটি নিবন্ধ নিয়ে ভুল বোঝাবুঝি হয়েছিলো :)
[23:43] <maktrix> পরে রাগিব ভাই ব্যাপারটি স্পষ্ট করে দিয়েছিলেন
[23:44] == bellayet [n=chatzill@202.168.252.173] has joined #wikimedia-bd
[23:44] <Wikitanvir> হ্যা, অ্যাডমিন পারেন, কিন্তু নতুনরাও যেহেতু আসেন তাই পরিবেশ নষ্ট হলে তাদের ওপর প্রভাব পড়ে
[23:44] <maktrix> সে তো আজকে নেই
[23:44] <bellayet> আমি দুঃখিত
[23:44] <bellayet> আমার সমস্যা হয়েছিল
[23:44] <Wikitanvir> বুঝতে পেরেছি, এখন চালিয়ে নিন
[23:45] <Wikitanvir> এখন আলোচনা চলছে ভ্যান্ডালিজম ও ট্রোলার প্রতিরোধ নিয়ে
[23:45] <bellayet> হ্যা আমরা যা করতে পারি
[23:45] <bellayet> আমরা অবশ্যই ছোট খাতো ক্যাম্পেইন করতে পারি
[23:46] <bellayet> কিন্তু আরও যা করতে পারি তা হল অনলাইনের মাধ্যমেই কিছু একটা করা
[23:46] == fuma8083 [i=737f0f03@gateway/web/freenode/x-btptqlxnhixzbnbi] has joined #wikimedia-bd
[23:46] <bellayet> যা হল ব্যবহারকারীদের জন্য লাইভ সাপোর্টের ব্যবস্থা করা
[23:46] <bellayet> যেমন আমাদের এই চ্যানেলটি আছে
[23:46] <bellayet> আমরা যারা নিয়মিত উইকিপিডিয়ায় কাজ করি
[23:46] <bellayet> তারা দিনে বেশ কিছু সময় উইকিপিডিয়াতে দেই
[23:47] <bellayet> আমরা যদি উইকিপিডিয়াতে কাজ করার সময়টাতে এই চ্যানেলেও লগ ইন করে থাকি
[23:47] <bellayet> তাহলে নতুন কেউ এখানে এসে সরাসরি তার সমস্যা কথা বলতে পারবে
[23:47] <bellayet> এবং তার উত্তর নিতে পারবে
[23:47] <fuma8083> সরি মাঝখানে থেকে ঢুকলাম গত এক ঘন্টার চ্যাটলগ কি কোথাও পাওয়া যাবে? ইন্টারেস্টিং অনেক টপিক মনে হয়ে মিস হয়ে গেছেঃ)
[23:48] <maktrix> উত্তম প্রস্তাব
[23:48] <Wikitanvir> পরে আপডেট পাবেন ফিউমা ভাই
[23:48] <bellayet> fuma8083: পাবেন
[23:48] <Wikitanvir> বিশাল বাধা আছে বেলায়েত ভাই
[23:48] <bellayet> এমনিতেতো আমরা উইকিপিডিয়াতে লগইন থাকিই
[23:48] <bellayet> সাথে চ্যানেলেও লগ ইন থাকলাম
[23:48] <rushafi> এখানে একটা সমস্যা
[23:48] <bellayet> Wikitanvir: কি বাধা
[23:48] == banditking [i=ca38076f@gateway/web/freenode/x-jbcxypnodcackvmi] has joined #wikimedia-bd
[23:49] <rushafi> এটা তো একটা ওপেন চ্যানেল
[23:49] <rushafi> সেজন্য ঝামেলা হতে পারেনা
[23:49] <Wikitanvir> উইকিতে মাঝে মাঝে একটা এডিট হয় দুপুর ১২টায়, আরেকটা হয় বিকাল ৩/৪টায়
[23:49] <bellayet> তাতে কি সমস্যা?
[23:49] <Wikitanvir> এই সময়ে এসে ফিরে যাবে তো... আর এটা প্রায়ই হয়
[23:49] <bellayet> এখানে যে আমাদের সব সময় থাকতে হবে তা কেন?
[23:49] <Wikitanvir> তবে কিছু লোক তো লাগবে যারা পালাক্রমে থাকবেন
[23:50] <bellayet> যদি কেউ থাকেন তাহলে তারা এই সুবিধা পাবেন, কেউ না থাকলে তো উইকিপিডিয়ায় আলাপের পাতায় বার্তা রাখার সুবিধাতো আছেই
[23:50] <rushafi> এখন আমাদের যা লোকবল তাতে তেমন একটা সম্ভব নয়
[23:50] <Wikitanvir> এটা করা যায়, ঘোষণা দেওয়া যায় এতটা থেকে এতটা প্রশ্ন করলে উত্তর পাবেন
[23:50] <rushafi> অথবা খুব স্বল্প পরিসরে সম্ভব
[23:50] <bellayet> কেন সম্ভব নয়
[23:50] <rushafi> হ্যাঁ সময় বলে দিতে হবে
[23:50] <bellayet> কেন সময়ের ঝামেলায় যাচ্ছেন?
[23:50] <Wikitanvir> ২/৩ ঘন্টা ডিউরেশন দিলেই হয়
[23:51] <bellayet> আমরা এখন কি করি?
[23:51] <banditking> ঢাকায় উইকিমিডিয়ার কোন অফিস আছে? থাকলে অফিসটি কোথায় জানতে পারি?
[23:51] == maktrix [i=caa8fcad@gateway/web/freenode/x-aelmmjvjexffcsxz] has quit [Ping timeout: 180 seconds]
[23:51] <Wikitanvir> নইলে অর্ডার থাকবে না বেলায়েত ভাই
[23:51] <bellayet> কোন প্রশ্ন থাকলে তা আলাপের পাতায় রাখি
[23:51] <bellayet> তাই না?
[23:51] <bellayet> প্রথমেই আলাপের পাতায় বার্তা রাখি
[23:51] <Wikitanvir> আলাপের পাতায় অনেকে লিখতে পারেন না, উইকিতে লেখার নিয়ম জানেন না
[23:51] <Wikitanvir> বাংলা দেখতেও অনেকের সমস্যা
[23:51] <bellayet> সেটা কবে নাগাদ উত্তর পাবো তার কি কোনো সময় নির্দিষ্ট আছে? না নাই
[23:52] <bellayet> Wikitanvir: বাংলা দেখা সমস্যা আপনি কিভাবে সমাধান করবেন!!!
[23:52] <Wikitanvir> banditking: না কোনো অফিস নেই
[23:52] <bellayet> Wikitanvir: তার পরের সমস্যা কথা চিন্তা করুন
[23:52] <Wikitanvir> এই আইআরসি তে ইংরেজিতে প্রশ্ন করলেন
[23:52] == LKabir [i=ca38076d@gateway/web/freenode/x-mlkgozpdajqkcqgz] has joined #wikimedia-bd
[23:52] <banditking> আমি কিন্তু বাংলা ঠিকমতো দেখতে পাচ্ছি।
[23:53] <Wikitanvir> তবে আমার ব্যক্তিগত মত সময় ধরে করাটা।
[23:53] <bellayet> banditking: ধন্যবাদ
[23:53] <bellayet> যা বলছিলাম
[23:53] <Wikitanvir> সেটা বড় বা ছোট ডিউরেশন হতে পারে, আর অন্য সময় যে একেবারই থাকবো না এমন নয়
[23:53] == maktrix [i=caa8fcad@gateway/web/freenode/x-flhgqrjetwymrqmi] has joined #wikimedia-bd
[23:54] <bellayet> ব্যবস্থাটি এমন হবে, যে ব্যবহারকারীরা এখন প্রথমেই তাৎক্ষণিক উত্তর পেতে এখানে দেখবে
[23:54] <maktrix> ping
[23:54] <bellayet> কাউকে পাওয়া গেলেতো তার কপাল ভাল;
[23:54] <Wikitanvir> হ্যাঁ, সেটা খুবই উত্তম
[23:54] <bellayet> না পাওয়া গেলে সে আগের নিয়মে আলাপের পাতায় বার্তা রাখবে
[23:55] <bellayet> তবে আমরা যে পরিমান সময় দেই, তাতে দিনের বেশ কিছু সময় কাভার হয়ে যাবার কথা
[23:55] <Wikitanvir> হয়তো, তবে লোক লাগবে। দিনে কয়জন উইকিপিডিয়ানকে কাজ করতে দেখা যায়, তাঁরা যদি থাকেন
[23:56] <bellayet> হ্যা সবাই কে বলতে হবে
[23:56] <bellayet> উৎসাহিত করতে হবে
[23:56] == saikat_ [i=740c2725@gateway/web/freenode/x-lgrjneyubbmcsmmu] has joined #wikimedia-bd
[23:56] <rushafi> আসলে আমরা যেটাই করি না কেন প্রথম ব্যাপার হচ্ছে মানুষ বাড়াতে হবে
[23:56] <bellayet> উইকিমিডিয়া বাংলাদেশ থেকে আমরা এই কাজটি কি করতে পারি না??
[23:56] <Wikitanvir> জ্বি, মূলকথা এটাই
[23:56] <Wikitanvir> ভার্চুয়াল বা সরাসরি। মানুষ আরো লাগবে
[23:57] <Wikitanvir> শিট, এখানে বট নাই :)
[23:57] <rushafi> সুতরাং আমাদের প্রথম প্রায়োরিটি হচ্ছে কিভাবে মানুষ বাড়ানো যায়
[23:57] <bellayet> সাথে সাথে কিছু কাজ তো করতে হবে যা উইকিমিডিয়া বাংলাদেশকে মিডিয়া প্রচারণা দিবে
[23:57] <Wikitanvir> যেমন?
[23:57] <banditking> আপনাদের প্রকাশিত কোন বুকলেট বা ই-বুকলেট আছে?
[23:58] <bellayet> আমরা এ কার্যক্রমটি চালু করতে পারলে, এ দিয়ে আমরা আবারও পত্রিকায় লিখতে পারবো
[23:58] <Wikitanvir> banditking: এখনো না
[23:58] <bellayet> banditking: আপাতত নাই, তিবে তা করার জন্যও আমরা কাজ করবো
[23:59] <Wikitanvir> বেলায়েত ভাই, আলোচনায় ফিরে যাই....
[23:59] <bellayet> অন্তত পত্রিকায় বলা যাবে আমরা এটি শুরু করেছি
[23:59] <engineer__> বেলায়েত ভাই, ব্লগে এখন আর তেমন লিখেন না। ব্লগ একটা ভাল মিডিয়া হতে পারে প্রচারের।
[23:59] <rushafi> আমার মনে হয় আমাদের যেকোন কার্যক্রম কে মিডিয়াতে প্রচার করা অত কঠিন হবে না
[23:59] <Wikitanvir> rushafi: কেনো?
[23:59] <bellayet> আমি যে কার্যক্রমের কথা বলেছি এটা সম্পর্কে বলুন
[23:59] <bellayet> Wikitanvir: please come to the discussion
[23:59] <rushafi> কঠিন হবে কেন?
[00:00] <Wikitanvir> আমি ডিসকাশনেই আছি
[00:00] <maktrix> ছোট খাট ইভেন্ট এর কথা বলা হচ্ছিলো, সেটিও ভাল ফলাফল দিতে পারে।
[00:00] <bellayet> rushafi: please not now
[00:00] <banditking> ঢাকার বাইরে উইকি বিষয়ে তেমন কোন প্রচারনা দেখিনা। স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে লিফলেট বা পোস্টার বিলি করলে কেমন হয়?
[00:00] <rushafi> bellayet: ok
[00:00] == feltu [i=3a93a81a@gateway/web/freenode/x-ppqykwxwwmwundij] has joined #wikimedia-bd
[00:00] <bellayet> আমাদের সংগঠন গুছিয়ে তোলার সাথে সাথে ছোট খাটো এ ধরনের কার্যক্রম করতে হবে
[00:01] <rushafi> banditking: কিন্তু এখনও খুব বেশি প্রচার নেই
[00:01] <Wikitanvir> কারণ করার লোক নেই
[00:01] <rushafi> banditking: *ঢাকাতেও কিন্তু এখনও খুব বেশি প্রচার নেই
[00:01] <maktrix> :p bellayet ট্রলার এলার্ট
[00:01] <bellayet> banditking: টাকারও অভাব রয়েছে
[00:01] <bellayet> maktrix: :)
[00:02] <Wikitanvir> :)
[00:02] == engineer__ [i=ca860e06@gateway/web/freenode/x-chbnarnpjwonkvjk] has quit [Ping timeout: 180 seconds]
[00:02] <bellayet> আমি একটি আইডিয়া দিলাম, আমরা কি তা করতে পারি??
[00:02] == saikat__ [n=saikat@116.12.39.37] has joined #wikimedia-bd
[00:02] <bellayet> আমার তো মনে হয় না এতে আমাদের বাড়তি কোনো কিছুর দরকার
[00:02] == saikat_ [i=740c2725@gateway/web/freenode/x-lgrjneyubbmcsmmu] has quit ["Page closed"]
[00:02] <rushafi> IRC তে সময় দেয়া?
[00:02] <bellayet> শুধু আমরা একটি সেবা যোগ করবো
[00:02] <rushafi> আমরা করতে পারি
[00:03] <bellayet> উইকিমিডিয়া বাংলাদেশের ব্যানারে এ সেবাটাই প্রথম সেবা
[00:03] <rushafi> তবে আমার মনে হয় একটা নির্দিষ্ট সময় রাখলে এটা আরও ফলপ্রসূ হবে
[00:03] <Wikitanvir> জ্বি, ঠিক ঠাক করে ঘোষোণা দিয়ে দিন। আমি আছি
[00:03] == feltu [i=3a93a81a@gateway/web/freenode/x-ppqykwxwwmwundij] has quit [Client Quit]
[00:03] <bellayet> যাতে কোনো টাকা পয়সার দরকার হচ্ছে না
[00:03] <maktrix> হ্যাঁ করা যেতে পারে।
[00:03] <bellayet> rushafi: সবাই স্বেচ্ছাসেবক কাউকে নির্দিষ্ট সময়ে বসে থাকতে চাপ দেওয়া যাবে না
[00:03] <maktrix> আমি থাকবো যতটা পারি, রাতের বেলায় হয়তো একটু বেশি
[00:03] <rushafi> আমরা নিশ্চিত করব সেই সময়টাতে এই সেবা অবশ্য পাওয়া যাবে
[00:04] <rushafi> bellayet: না তা অবশ্যই না
[00:04] <Wikitanvir> তবুও নির্দিষ্ট সময় বলে না দিলে মানুষ ফিরে যেতে পারে, সেটা ভালো হবে না
[00:04] == feltu [i=3a93a81a@gateway/web/freenode/x-lmokeovtsyxgahtp] has joined #wikimedia-bd
[00:04] <banditking> সে অর্থে হয়তো প্রচার নাই কিন্তু কোন কিছু খোজ করার সময় কিন্তু সবাই ঠিকই উইকিতে প্রথমে আসে, সেটা ইংরেজী হোক আর বাংলা। অনেকের ধারনা এটা বোধহয় কেউ তৈরী করে রেখে দিয়েছ
[00:04] <rushafi> নির্দিষ্ট সময়ে যে থাকতে পারবে সে থাকবে
[00:04] <bellayet> আমরা মানুষকেও বলতে পারি না যে আপনি অমুক সময় উইকিপিডিয়াতে আসুন
[00:05] <Wikitanvir> তা হলে কি বলবো, যেকোনো সময় আসুন.... আর সে না পেয়ে ফিরে যাবে?
[00:05] <bellayet> banditking: আপনার কথা সঠিক
[00:05] <rushafi> bellayet: আমরা এভাবে বলতে পারি আপনার কোন জিজ্ঞাসা থাকলে আপনি এই সময়ে সরাসরি প্রশ্ন করতে পারবেন
[00:05] <maktrix> আর যে যখন থাকবে, সে চেষ্টা করবে যথাসম্ভব ধৈর্য্য সহকারে সমাধান দেবার।
[00:05] <rushafi> অথবা এই ঠিকানায় মেইল করতে পারবেন
[00:05] <Wikitanvir> হ্যাঁ, আমারো তাই মত
[00:05] <bellayet> ভাই এটা যে কোন টাকায় কেনা সেবা নয় এটা তো ঠিক
[00:05] <fuma8083> বাংলা উইকির পিচ্চি ৩০-৬০ সেকেন্ডের কয়েকটা সুন্দর ট্যুটরিয়াল ইউটিউবে রাখলে মনে হয় চমৎকার হয়। দেশের বৎখত স্পীডে এক মিনিট পর্যন্ত চলে এর বেশী হলেই অচল
[00:06] <maktrix> bellayet: এজন্য স্বেচ্ছাসেবকদের উইকি চিটশীট মহড়া করতে হবে।
[00:06] <bellayet> কেন আমরা বলি না, যে এ সময় অন্য কেউ লগইন অবস্থা থাকলে আপনি এ সেবা পাবেন
[00:06] <Wikitanvir> ভালো বুদ্ধি। কনগ্র্যাটস fuma8083
[00:06] == engineer__ [i=ca860806@gateway/web/freenode/x-bcaaqqsukgmqbkou] has joined #wikimedia-bd
[00:06] <maktrix> fuma8083: খুবই চমৎকার প্রস্তাব। উইকিমিডিয়া বাংলাদেশ নামে চ্যানেল খোলা যেতে পারে।
[00:06] <bellayet> আপনি সাড়া দিন এ সেবা পেতে পারেন, যদি এ সময় কোনো ব্যবহারকারী চ্যানেলে উপস্থিত থাকেন
[00:06] <fuma8083> থ্যাঙ্ক্যু!
[00:06] <rushafi> bellayet: কারন সেক্ষেত্রে সেবা পাওয়ার ক্ষেত্রে একটা অনিশ্চয়তা চলে আসে
[00:07] <saikat__> উইকিতে আগ্রহী যে যখন অনলাইনে থাকবে সে irc তে থাকলে ভালো হয়
[00:07] <Wikitanvir> এটা করা যায়, তবে যদি বেশ কিছু সাহায্যপ্রার্থী ফিরে যান তবে বলে বেড়াবেন উইকিতে লোক নাই, আর সেটা সঠিকও
[00:07] <bellayet> fuma8083: http://bellayet.wordpress.com এখানে কিছু আছে
[00:07] == bangla [i=3a93a81a@gateway/web/freenode/x-gdazggedsjuhdldl] has joined #wikimedia-bd
[00:07] <fuma8083> দেখি
[00:07] <saikat__> অনেক সমস্যার সমাধান সরাসরি দরকার হয়
[00:07] <rushafi> আমরা একটা নির্দিষ্ট সময় ঠিক করে ৩/৪ জন ভলান্টিয়ার কে অ্যাসাইন করতে পারি
[00:07] <maktrix> bellayet: সহমত
[00:08] == bangla [i=3a93a81a@gateway/web/freenode/x-gdazggedsjuhdldl] has quit [Client Quit]
[00:08] <saikat__> অর্থাৎ ঠিক ঐ সময়টাতেই দরকার
[00:08] == BanglaBHAI [i=3a93a81a@gateway/web/freenode/x-otxpfmejdjyaqiok] has joined #wikimedia-bd
[00:08] <saikat__> তবে মেইল করার জন্য বেশী উৎসাহিত করা উচিত
[00:08] <maktrix> Wikitanvir: তাহলে ঘোষণা দেবার পর হতে পর্ববর্তী সাত দিন রোস্টার করে পিক আওয়ারে এক জনের থাকা নিশ্চিত করা যেতে পারে।
[00:08] <rushafi> saikat__: কিন্তু সেসময়ে কেউ থাকবে সেই নিশ্চয়তা লোকবল বাড়ার আগে দেওয়া সম্ভব নয়
[00:09] <Wikitanvir> হ্যা, তা করা যেতে পারে
[00:09] <bellayet> আমি ব্যক্তিগত ভাবে কাউকে উইকিপিডিয়ার ব্যপারে চাপ প্রয়োগ করতে চাই না
[00:09] <bellayet> আমি চাই সবাই যার যার সময় সুযোগ মত কাজটা করুন
[00:09] <saikat__> সেই সময় থাকলে ভালো কিন্তু সেই সময় ছাড়াও আলার সমস্যা হইতে পারে
[00:09] <saikat__> সেটার সমাধান কে দেবে ?
[00:09] <rushafi> maktrix: এক জনের বেশি রাখতে হবে
[00:09] <Wikitanvir> তবে ভালোবাসা থাকলে চাপে কিছু মনে করা উচিত নয়
[00:10] <bellayet> সমস্যা হইলে উইকিপিডিয়ার আলাপের পাতাতো আছে
[00:10] <bellayet> সেটা তো হারায়া গেলো না
[00:10] <maktrix> আপাতত আজকে যারা রয়েছেন তারা মেইলিং লিস্টে তাদের প্রাপ্যতার সময় জানিয়ে দিতে পারেন।
[00:10] <rushafi> saikat__: কেউ থাকলে দিবে, না থাকলে মেইল করবে
[00:10] <saikat__> আমি বলছি হয়তো আপনি উইকিতে কোন পাতা সম্পাদনা করছেন সেই সময় আইআরসি তে থাকলেন
[00:10] <bellayet> আরে ভাই ভালবাসা থাকলে এ সেবা দিতে আপনি সারাদিনই পরে থাকবেন
[00:10] <Wikitanvir> bellayet: আছে, কিন্তু অতো ঝামেলা করার ইচ্ছা অনেকের নাই
[00:11] <Wikitanvir> আমি কিন্তু প্রায় সময় সারাদিন-রাতই থাকি
[00:11] <BanglaBHAI> Allah Hoo Akbar
[00:11] <rushafi> saikat__: হ্যাঁ সেটা থাকলাম, কিন্তু থাকবোই যে সেটার ত নিশ্চয়তা নেই
[00:11] <rushafi> saikat__: যদি থাকি তাহলে অবশ্যই জবাব দেবো
[00:11] <BanglaBHAI> Arabic Wikipedia koi?
[00:11] <fuma8083> বেলায়েত ভাইয়ের ব্লগ তো দেখি উইকি ট্রিভিয়ার বিশ্বকোষ! এই ধরনের বিভিন্নজনের লেখাগুলো wikihelp.com.bd বা এই ধরনের একটা ডোমেইনে আনলে মন্দ হয়না
[00:11] <maktrix> আর আসুন আমরা চেষ্টা করি ঘোষণা পর্বর্তী সপ্তাহে একটু সময় দেবার
[00:11] <bellayet> আপনারা চালিয়ে যান, আমি খেদায়া লই
[00:12] <saikat__> উইকিতে নিয়মিত কাজ করে এমন একজন সবসময়ই অনলাইনে থাকে
[00:12] <banditking> http://bellayet.wordpress.com/ সাইটটা বেশ লাগলো।
[00:12] <Wikitanvir> কে কীভাবে সময় দিতে চান?
[00:12] <maktrix> :P
[00:12] <Wikitanvir> বলেন....
[00:12] <saikat__> এটি আমি লগ দেখতেই বুঝতে পারবেন
[00:13] <maktrix> আর চ্যানেল টপিকে লিখে রাখতে হবে, If no one is here to help you, please mail to us
[00:13] <Wikitanvir> জ্বি....
[00:13] <bellayet> maktrix: সেটা লেখা যাবে
[00:13] <Wikitanvir> তবে কে কোন সময় টা দিতে পারবেন?
[00:13] <bellayet> আগে এ সেবার জন্য উইকিপিডিয়া নামস্থানে একটি পাতা তৈরি করি
[00:14] <banditking> BanglaBHAI ছাগলটারে গদাম দেন
[00:14] <bellayet> সেখানে নাম নিবন্ধনের জায়গা রাখি
[00:14] <rushafi> হ্যাঁ
[00:14] <Wikitanvir> ভালো প্রস্তাব, তবে নিবন্ধন করে থাকতেও হবে
[00:14] <saikat__> তাহলে কে কখন সময় দিতে াপরবে সেটি ও জানা যাবে
[00:14] <bellayet> সেখানে কে কে সম্ভাব্য কখন অনলাইনে থাকেন তা লিখে দিবেন
[00:15] <maktrix> হ্যাঁ নিবন্ধন করার আগে ভেবে চিন্তে নিবন্ধন করতে হবে
[00:15] <BanglaBHAI> Namaj pari cholen sobai meilla
[00:15] <bellayet> খালি আপনি সাধারণত কখন অনলাইনে থাকেন তা লিখে দিবেন, সাথে আপনার IRC নিকটা বলে দিবেন
[00:15] <BanglaBHAI> aaj lailatul kadar
[00:15] <maktrix> BanglaBHAI: জ্বী ধন্যবাদ। আপনি যান আমরা আসতেছি
[00:16] <Wikitanvir> আচ্ছা আমার মনে হয় পরবর্তী আলোচনায় যাওয়া যাক
[00:16] <Wikitanvir> ভ্যান্ডালিজম ও ট্রোলার প্রতিরোধ। সময় কম
[00:16] <Wikitanvir> একটা সিদ্ধান্ত কিন্তু এখানে হয়েছে
[00:16] <rushafi> আমার যেতে হবে আজকে :(
[00:17] <rushafi> আশা করি পরবর্তী মিটিং এ আবারো দেখা হবে
[00:17] <rushafi> ধন্যবাদ সবাইকে
[00:17] <Wikitanvir> যারা আছেন, তারা কথা বলুন।
[00:17] <banditking> খুব ভাল লাগছে আলোচনা...
[00:17] == amiwiki [i=3a93a81a@gateway/web/freenode/x-ldbcwovrmnbkauof] has joined #wikimedia-bd
[00:18] == rushafi [i=ca380774@gateway/web/freenode/x-xtryvcjqjzfznain] has left #wikimedia-bd []
[00:18] == engineer__ [i=ca860806@gateway/web/freenode/x-bcaaqqsukgmqbkou] has quit [Ping timeout: 180 seconds]
[00:18] == mode/#wikimedia-bd [+o bellayet] by ChanServ
[00:18] <Wikitanvir> আচ্ছা, এটা নিয়ে কথা মনে হচ্ছে কেউ বলবেন না....
[00:19] <maktrix> আপনারা চালিয়ে যান, মিটিংলগ পরে নিবো পরে।
[00:19] == mode/#wikimedia-bd [+b BanglaBHAI!*@*] by bellayet [00:20] <Wikitanvir> এখন সময় ১২:২০, কেউ আছেন মিটিং-এ?
[00:20] <@bellayet> achi
[00:20] <Wikitanvir> জ্বি, বেলায়েত ভাই আমি আর আপনি নাকি?
[00:20] <saikat__> আমার এই বিষয়টি সম্পর্কে পরিষ্কার ধারনা নাই
[00:21] <Wikitanvir> ও আচ্ছা, বেলায়েত ভাই তাহলে বলেন
[00:21] <maktrix> এখনও আছি :)
[00:21] <maktrix> শীঘ্র শেষ করুন
[00:21] <Wikitanvir> কীভাবে ট্রোলার ঠেকাবেন, সঙ্গে ভ্যান্ডালিজম। আমার মনে হয় ব্যাপারটা পুরো অ্যাডমিনদের হাতে
[00:22] <amiwiki> o ALLAH go eita ki hoilo
[00:22] <Wikitanvir> ইউজারদের কিছু করার নাই
[00:22] <@bellayet> আরে শান্ত হন কি হইছে?
[00:22] <Wikitanvir> বেলায়েত ভাই, আমারে বলতেছেন? আমার কিছু হয় নাই
[00:23] <@bellayet> তাইলে সবাই এমন হই হুলোর শুরু করলো কেন?
[00:24] <Wikitanvir> কেউ হইহুল্লোড় করে নাই amiwiki ভাই একাই বলছেন
[00:24] <Wikitanvir> বেলায়েত ভাই.... একটা কথা
[00:24] <@bellayet> আজকের আলোচনা এটুকুই রাখেন, সিদ্ধান্ত জানিয়ে মিটিং আজকের মত শেষ করেন
[00:24] <maktrix> আই আর সিতে ভ্যান্ডাল ও ট্রোলারদের দুষ্টামি নিয়ে কথা বলছেন কি?
[00:24] <Wikitanvir> আমিও মিটিং শেষের কথা বলতে যাচ্ছিলাম
[00:25] <Wikitanvir> অনেকে অনুপস্থিত
[00:25] <Wikitanvir> সবার-ই একটু তাড়া।
[00:25] <@bellayet> হা করেন
[00:25] <Wikitanvir> আচ্ছা সিদ্ধান্তগুলো বলছি
[00:25] <@bellayet> শেষ করেন
[00:25] == amiwiki [i=3a93a81a@gateway/web/freenode/x-ldbcwovrmnbkauof] has quit ["Page closed"]
[00:25] <saikat__> না থাকলেও তো কিন্তু লগইন করা তো অনেকে
[00:25] <@bellayet> পরবর্তী মিটিং ১ অক্টোবর
[00:26] <Wikitanvir> ১. উইকিপিডিয়ায় একটি নতুন পাতা খোলা ও সে পাতায় আই.আর.সি. তে কারা কারা চ্যাটের মাধ্যমে সেবার দিতে প্রস্তুত তাদের নাম নিবন্ধন করা
[00:26] == mode/#wikimedia-bd [+b *!*@gateway/web/freenode/x-otxpfmejdjyaqiok] by bellayet
[00:26] == BanglaBHAI was kicked from #wikimedia-bd by bellayet [bellayet]
[00:26] == feltu was kicked from #wikimedia-bd by bellayet [bellayet]
[00:26] <Wikitanvir> ২. বুকলেটের সাইজ ও বিষয়বস্তুর ব্যাপারে মেইলিং থ্রেডে আলোচনা হওয়া
[00:27] <Wikitanvir> আর কিছু যোগ করার আছে?
[00:27] == feltu_ [i=3a93a81a@gateway/web/freenode/x-vorcavspmyihujgv] has joined #wikimedia-bd
[00:27] <banditking> আপনাদের সবাইকে স্যালুট। বাংলা উইকির সাফল্য কামনা করি।
[00:27] <Wikitanvir> ৩. মিডিয়ায় এই সেবা দানের ব্যাপারটা ফোকাস করে প্রেস রিলিজ দেওয়া
[00:27] <Wikitanvir> আর কিছু থাকলে সবাই বলেন
[00:28] == mode/#wikimedia-bd [+b *!*@gateway/web/freenode/x-vorcavspmyihujgv] by bellayet
[00:28] == feltu_ was kicked from #wikimedia-bd by bellayet [bellayet]
[00:28] == feltu_ [i=3a93a81a@gateway/web/freenode/x-allfcwyieezhcmbm] has joined #wikimedia-bd
[00:28] <feltu_> kaaj ta bhalo korlen na bellayet
[00:28] <saikat__> প্রথমের দিকে কি নিয়ে আলোচল হয়েছে?
[00:28] == mode/#wikimedia-bd [+b *!*@gateway/web/freenode/x-allfcwyieezhcmbm] by bellayet
[00:28] == feltu_ was kicked from #wikimedia-bd by bellayet [bellayet]
[00:28] <Wikitanvir> বেলায়েত ভাই, রাখেন। এখন মিটিং শেষ করে দেবো, ও থাকে থাকুক....
[00:28] <saikat__> আমি আসার পরই তো এগুলি নিয়ে কথা হচ্ছিলো
[00:29] <@bellayet> আগামী মিটিং এর ডেট টা জানিয়ে দিন
[00:29] <Wikitanvir> saikat__: মিটিং লগ দেখে নিয়েন
[00:29] <Wikitanvir> অক্টোবর ১ তারিখ, বৃহস্পতিবার রাত ১১:০০টা (বাংলাদেশ)
[00:29] <saikat__> আমি সেটা বলিনাই সেই সময়ে কোন সিদ্ধান্ত হয়েছি কি না জানতে চাচ্ছিলাম
[00:30] <Wikitanvir> না সিদ্ধান্ত এখনই হলো
[00:30] == feltu_ [i=3a93a81a@gateway/web/freenode/x-fuetduvhgciwgiip] has joined #wikimedia-bd
[00:30] <Wikitanvir> আচ্ছা শেষে কারো কোনো প্রশ্ন আছে?
[00:30] <feltu_> aaj ke kintu kaaj ta bhalo korlen na .ALLAH maloom
[00:30] <Wikitanvir> মিটিং এর আপডেট কালকে http://meta.wikimedia.org/wiki/Wikimedia_Bangladesh/Online_Meeting_2009-09-17 এখানে জানতে পারবেন
[00:31] <saikat__> আর কোন প্রশ্ন না থাকলে শেষ করে দেন
[00:31] <feltu_> bellayet apnar ki dharona appne ekai CSE porchen
[00:31] <saikat__> আর কেউ নাই বলে মনে হচ্ছে
[00:31] == feltu_ was kicked from #wikimedia-bd by bellayet [bellayet]
[00:31] <Wikitanvir> বেলায়েত ভাই তো আছেন, কিন্তু ট্রোলার নিয়ে-ই ঝামেলায় পড়েছেন
[00:31] <Wikitanvir> বেলায়েত ভাই, মিটিং শেষ করবো। কথা বলেন
[00:31] <@bellayet> আমি আছি
[00:32] <saikat__> হা তাই দেখছি
[00:32] <@bellayet> অন্যদের কোনো প্রশ্ন আছে?
[00:32] <Wikitanvir> সিদ্ধান্ত বলে দিয়েছি। মোট ৩টা আর কিছু আছে?
[00:32] <maktrix> না
[00:32] <@bellayet> তাহলে সবাইকে ঈদের শুভেচ্ছা
[00:33] <Wikitanvir> তাহলে মিটিং-এর ইতি টানছি। সবাইকে ঈদ মোবারক
[00:33] <@bellayet> আমাগী মিটিং এ থাকার আমন্ত্রণ জানাচ্ছি, তবে আগামী মিটিং এ আরও কিছু লোককে ট্রোলার খেদানোর ক্ষমতা দিতে হবে মনে হচ্ছে
[00:33] <maktrix> সবাইকে ঈদের শুভেচ্ছা
[00:33] <Wikitanvir> আজকের মিটিং-এ ছিলেন ১৪ জন
[00:33] <Wikitanvir> সবাইকে ঈদের আগাম শুভেচ্ছা। এবং বিদায়।
[00:33] <saikat__> লোক বাড়ছে প্রতিদিন
[00:34] <saikat__> সবার জন্য ঈদের শুভেচ্ছা
[00:34] <saikat__> বিদায়