Wikimedia Bangladesh/Online Meeting 2009-09-10
This is the log for the meeting at #wikimedia-bd at 16:00 GMT/UTC and 23:00 BDT (DST) on September 10, 2009.
Before the beginning
[edit]Agenda
[edit]- General discussion on Wikimedia projects.
- General discussion on Wikimedia Bangladesh.
- What should do next to build up the team.
- Arranging outreach program to promote Wikipedia.
Decisions from previous meeting
[edit]- উইকিপিডিয়ানদের একটি আলাদা সংগঠন হবে যার নাম হবে "উইকিমিডিয়া বাংলাদেশ" বা ইংরেজীতে "Wikimedia Bangladesh"।
- এ সংগঠনের নিয়মিত অনলাইন সভা হবে প্রতি বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ১১:০০টায়।
- সংগঠনের প্রচারে, যারা সংগঠনের সাথে জড়িত হবে বলে একমত তারা উইকিপিডিয়া বিষয়ক যেকোনো ইমেইলে নিজের নামের নিচে "উইকিমিডিয়া বাংলাদেশ" বা "Wikimedia Bangladesh" কথাটি এবং http://meta.wikimedia.org/wiki/Wikimedia_Bangladesh লিঙ্ক লিখবে এবং মেটা উইকিতে Wikimedia Bangladesh পাতায় নাম নিবন্ধন করবে।
- ব্যক্তিগত ভাবে পরিচিত উইকিপিডিয়ানদের এ সংগঠন সম্পর্কে জানানো হবে এবং সংগঠনের নিয়মিত অনলাইন সভায় অংশ নেওয়ার অনুরোধ করা হবে।
- উইকিমিডিয়া চ্যাপ্টার সম্পর্কে আরও জানার জন্য এ সংক্রান্ত যে সকল পাতার লিঙ্ক আলোচনার সময় দেওয়া হয়েছে তা পড়ে দেখতে হবে।
Possible Participants
[edit]About the meeting
[edit]Discussion Summary
[edit]এই সভায় উইকিপিডিয়া সম্পর্কিত বেশকিছু সাধারণ বিষয় আলোচনা হয়েছে। ব্লগ-এ সভার ব্যাপারে প্রচারণা হওয়ায় উইকিমিডিয়ান পরিবারের বাইরে বেশ কিছু আগ্রহী সদস্যও এখানে যোগ দিয়েছেন। সভার বেশ আগেই আলোচনাটি শুরু হওয়ায় তাঁদের একেবারে প্রাথমিক কিছু প্রশ্নের জবাবও দেওয়া হয়েছে। যেমন, কীভাবে ব্রাউজারে বাংলা দেখা ও লেখা যায়, কমন্সে ছবি যোগ করতে হলে কী করতে হবে, ইত্যাটি। আলোচনার অন্যতম প্রধান আকর্ষণীয় বিষয় ছিলো, উইকিমিডিয়া ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবক সমন্বয়কারী ক্যারি বাজ-এর যোগদান। তিনি সদস্যদের কিছু প্রশ্নের উত্তর প্রদান করেন। এজেন্ডা ছাড়াও যে বিষয়টি আলোচনায় বারবার গুরুত্বসহকারে এসেছে, তারমধ্যে আছে বাংলা উইকিপিডিয়ার মানোন্নয়ন ও মানুষের কাছে এর আস্থা বাড়ানো। বাংলাদেশে উইকিপিডিয়ার প্রচারণা বিষয়ে বেশকিছু কার্যকর কৌশলের ব্যাপারে এই সভায় আলোচনা হয়েছে এবং প্রাথমিকভাবে কিছু সিদ্ধান্তও নেওয়া হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, আলোচনার শেষদিকে প্রচারণার ব্যাপারে একটি বুকলেট তৈরির ব্যাপারে সদস্যরা নীতিগতভাবে একমত হয়েছেন। প্রাথমিকভাবে এই বুকলেটটি কিছু টোকেন মূল্যের মাধ্যমে প্রচারণার জন্য বাংলাদেশের বিভিন্ন সভায় ও অনুষ্ঠানে তা বিতরণের ব্যাপারে আলোচনা হয়েছে। সভায় আগ্রহী অংশগ্রহণকারীদের মধ্যে উল্লেখযোগ্য একটি বিষয় ছিলো, উইকিপিডিয়ার প্রতি তাঁদের ভালোবাসা ও কাজ করার ইচ্ছা।
Ideas, have shared to promote Bangla Wikipedia
[edit]- ভার্চুয়াল বা অনলাইনের মাধ্যমে প্রচারণা
- বাংলা কমিউনিটির ব্লগিং ওয়েবসাইটগুলোতে ব্লগ লিখে
- মেইলিং লিস্টগুলোতে মেইল করে
- এছাড়াও ব্যক্তিগতভাবে পরিচিতদের মেইল করে
- সরাসরি প্রচারণা
- মানুষের আস্থা বাড়ানো ও দৃঢ়তার সাথে কাজ করার জন্য সংগঠন সৃষ্টি
- কাজ করার জন্য, উইকিপিডিয়াকে ভালোবাসেন এমন নিয়মিত ও স্থিতিশীল সদস্য তৈরি
- বাংলা উইকিপিডিয়া ও উইকিসংকলনে অবদান রাখার জন্য নিয়মাবলী, রীতি, প্রভৃতি একটি বুকলেটে সংযোজন করে বিভিন্ন অনুষ্ঠানে তা বিলি করা
Bindings, have discussed to promote Bangla Wikipedia
[edit]- উইকিমিডিয়া বাংলাদেশের জন্য কাজ করতে পারেন এমন নিয়মিত সদস্য খুব কম
- বাংলা উইকিপিডিয়ার মান ততোটা আস্থাপূর্ণ না হয়ে ওঠা
Decisions from the meeting
[edit]- সভার আলোচিত বিষয়গুলো নিয়ে উইকিমিডিয়া বিডি-এর মেইলিং লিস্টে এই সপ্তাহব্যাপী আলোচনা করা হবে, যেনো সভার বাইরের উইকিমিডিয়ানদের মতামত এ বিষয়য়ে পাওয়া যায়।
- বাংলা উইকিপিডিয়ার প্রচারণার জন্য ও অবদানের সহায়িকা বিষয়ে একটি বুকলেট তৈরি করতে হবে ও সেটা মানুষের কাছে পৌঁছে দেবার জন্য প্রয়োজনীয় করণীয় কাজগুলো (যেমন: কতো কপি ছাপাতে হবে, কীভাবে দেওয়া হবে) তার সম্ভাব্যতা যাচাই করতে হবে।
- বাংলা উইকিপিডিয়ার মানোন্নয়নে পরামর্শ নেওয়া হবে ও সুনির্দিষ্ট লক্ষ্য ঠিক করতে হবে, এবং সে বিষয়ে মেইলিং লিস্টে বিস্তারিত আলোচনা করা হবে।
- উইকিমিডিয়া বাংলাদেশে নিবন্ধনকারীগণ ভার্চুয়ালভাবে নিয়মিত উইকিপিডিয়ার প্রচারণা চালিয়ে যাবেন, অর্থাৎ ব্যক্তিগতভাবে ব্লগে, ফেইসবুক, টুইটার প্রভৃতি নেটওয়ার্কিং সাইট ও মেইলের মাধ্যমে মানুষকে উইকিপিডিয়া সম্মন্ধে জানাবেন ও বাংলা উইকিপিডিয়ায় অবদানে আগ্রহী করে তুলবেন ও প্রয়োজনীয় সহায়তা দিবেন।
- ভার্চুয়াল প্রচারণার পাশাপাশি আগ্রহী কিছু সদস্য সরাসরি প্রচারণা চালানো চেষ্টা করবেন। যেমন, এই সভা ও সামনের সভাগুলো ব্যাপারে বাংলাদেশের দৈনিক পত্রিকায় নিয়মিত আপডেট (প্রেসরিলিজ) দেওয়া।
Participants of the meeting
[edit]
|
|
|
Meeting Log
[edit][22:13] <bellayet> Hello
[22:17] <Wikitanvir> বেলায়েত ভাই, আমি আসছি
[22:17] == Faisal [i=737f0f05@gateway/web/freenode/x-hacmyrirybzqtpsd] has joined #wikimedia-bd
[22:17] <Wikitanvir> স্বাগতম ফয়সাল ভাই
[22:17] == bellayet changed the topic of #wikimedia-bd to: উইকিপিডিয়া সংক্রান্ত সাধারণ আলোচনা
[22:18] <bellayet> ১১টা তো বাজে নাই
[22:18] <Faisal> শুভেচ্ছা
[22:18] <Wikitanvir> বেলায়েত ভাই....
[22:18] <Faisal> আমি আসলে দেখতে আসছিলাম...
[22:18] <Faisal> কী অবস্থা।
[22:18] <Wikitanvir> সামহোয়ারে ১০:৩০ টায় একটা ব্লগ পোস্ট করবো এখানে আসার আমন্ত্রণ জানিয়ে, চলবে না?
[22:18] <Wikitanvir> আর দশ মিনিট
[22:19] <bellayet> চলবে তবে সাধারণ আলোচনার জন্য এখনই আসলে ভাল হয়
[22:19] <bellayet> আমরা আছি, কারো কোন প্রশ্ন থাকলে উত্তর দেওয়া যেত
[22:19] <Faisal> আচ্ছা বেলায়েত ভাই......
[22:19] <Wikitanvir> ব্লগ রেডি, পোস্ট করে দিবো?
[22:20] <bellayet> ব্লগে লিখে দাও, উইকিপিডিয়া সম্পর্কে কারও কিছু জানার থাকলে, লাইভ আলোচনায় অংশ নিন
[22:20] <Faisal> মাঝে মাঝে নেট দিসকানেক্ট হয়ে গেলে আর কথাবার্তা দেখা যায় না কেন?
[22:20] <Wikitanvir> উদ্দেশ্যসহ সব বলা আছে... এখনি দিচ্ছি...
[22:20] <Faisal> মানে পরবর্তী আলোচনা আর আপডেট হয় না...
[22:20] <bellayet> আমাদের মূল আলোচনার আগে এ সাধারণ আলোচনা শেষ করতে হবে
[22:21] <Faisal> আবার লগয়াউট করলে আগের কিছু থাকেনা।
[22:21] <Faisal> এইটার সমাধান কী?
[22:22] <bellayet> এইটার কোনো সমাধান নাই
[22:22] <Wikitanvir> দিয়েছি। প্রথম পাতার সংকলিত পাতায় শো করতেছে। চাইলে দেখে আসেন....
[22:22] <Faisal> ??
[22:22] <bellayet> লিঙ্ক দাও
[22:23] <Faisal> আর একটা জিনিস...
[22:23] <Wikitanvir> http://www.somewhereinblog.net/
[22:24] <Faisal> পোস্টটা ভালো হয়েছে।
[22:24] <bellayet> Share the blog at facebook
[22:24] <Wikitanvir> ধন্যবাদ
[22:25] <Faisal> আপনিই যে গল্যাহাস তানভীর এইটা জানা ছিল না!
[22:25] <Wikitanvir> ও!?
[22:26] == Goutam [i=ca380770@gateway/web/freenode/x-uyzburnxreedknkl] has joined #wikimedia-bd
[22:26] <Wikitanvir> স্বাগতম গৌতমদা
[22:26] <bellayet> Welcome Goutom
[22:26] <Goutam> ধন্যবাদ।
[22:26] <Goutam> ঠিকমতো ঢুকলাম কিনা বুঝতে পারছিলাম না।
[22:27] <Wikitanvir> ফেসবুকে শেয়ার করেছি
[22:27] <Goutam> আপনাদের দেখে ভালো লাগলো
[22:27] <bellayet> গৌতম: হ্যা আপনি ঠিক মতই ঢুকেছেন
[22:27] <Goutam> ধন্যবাদ বেলায়েত ভাই
[22:28] <bellayet> গৌতম: গৌতম আপনার পরিচয়টা ছোট্ট করে বলেন
[22:28] <Goutam> আমি একটা এনজিওতে কাজ করি
[22:28] <Goutam> গবেষণা ও মূল্যায়ন বিভাগে
[22:28] == Jhamela [i=d201f86a@gateway/web/freenode/x-dmzwigldjicjhyfs] has joined #wikimedia-bd
[22:28] <Goutam> মাঝেসাঝে উইকিপিডিয়ায় লিখি
[22:28] <Goutam> খুব কম
[22:29] <bellayet> ঝামেলাঃ স্বাগতম
[22:29] <bellayet> গৌতম: বাংলা উইকিপিডিয়ায় নাকি ইংরেজী তে?
[22:29] <Goutam> বাংলায়
[22:29] <Goutam> বাংলা উইকিপিডিয়াতে
[22:29] <bellayet> খুবই ভাল
[22:30] <Jhamela> ki
[22:30] <Jhamela> How can I write Bangla
[22:30] <bellayet> গৌতম: বাংলা উইকিপিডিয়া সম্পর্কে আপনার কি মনে হয়? মানে উইকি ব্যাপারটি আপনার কেমন লাগে?
[22:30] <Goutam> এখন জগদীশচন্দ্র বসুর লেখাগুলো দিচ্ছি উইকিসংকলনে
[22:30] <bellayet> গৌতম: আচ্ছা আপনি উইকিসংকলনেও লেখেন!!
[22:30] <Wikitanvir> বেলায়েথ ভাই, ছোট কথায় সমাধান দেন
[22:30] <Goutam> বেলায়েত ভাই, প্রশ্নটা আমার কাছে ক্লিয়ার না। আরেকটু নির্দিষ্ট করবেন প্লিজ।
[22:31] <Wikitanvir> ঝামেলা ভাইয়ের প্রশ্নর
[22:31] <Goutam> ঝামেলা, আপনি কি অভ্র ব্যবহার করেন?
[22:31] <bellayet> গৌতম: সহজ কথায় উইকিপিডিয়া আপনার কেমন লাগে?
[22:31] <Jhamela> How r u writing in Bangla??
[22:31] <Jhamela> I cant
[22:31] <bellayet> গৌতম: এখানে অবদান রাখতে আপনার কেমন লাগে
[22:32] <Goutam> বেলায়েত, ভালো লাগে। ভালো লাগে বলেই কাজ না করতে পারলেও উইকিটা দেখে আসি
[22:32] <Goutam> বিশেষ করে বাংলাটা
[22:32] <bellayet> ঝামেলাঃ ইংরেজীতেই বলেন
[22:32] == saeed [i=ca41ab30@gateway/web/freenode/x-xgzlohymsligmutm] has joined #wikimedia-bd
[22:32] <Goutam> তবে ফিচার্ড আর্টিকেল কম
[22:32] <Faisal> হ্যা।
[22:32] <Wikitanvir> ঝামেলা ভাই অভ্র ব্যবহার না করলে বাংলা লেখাটা একটু সময় সাপেক্ষ। আপনি এখন আপাতত ইংরেজিতেই লেখেন
[22:32] <Faisal> বাংলা উইকিতে নির্বাচিত নিবন্ধ খুবই কম।
[22:32] <Wikitanvir> স্বাগতম সাইদ
[22:33] <Faisal> মাত্র তিনটা।
[22:33] <Jhamela> where is the OSRO??
[22:33] <Wikitanvir> অরসো না, অভ্র Avro
[22:33] <Faisal> তাই প্রায় দুই বছর ধরে প্রধান পাতায় সত্যজিত রায় ঝুলছেন।
[22:33] <bellayet> গৌতম: আপনার কি মনে হয়, বাংলা উইকিপিডিয়াতে অবদানকারী কম হবার উল্লেখযোগ্য কারণ কি?
[22:33] <Wikitanvir> ঝামেলা ভাই, আপনি কি বাংলা দেখতে পাচ্ছেন?
[22:34] == abc_ [i=ca380772@gateway/web/freenode/x-wstiqinjczddkiri] has joined #wikimedia-bd
[22:34] <Wikitanvir> বেলায়েত ভাই, কাজ করার মানসিকতা নাই, বিশেষ করে অন্যের জন্য
[22:34] <Wikitanvir> স্বাগতম abc_
[22:34] == abc_ has changed nick to Guest10617
[22:35] == Goutam [i=ca380770@gateway/web/freenode/x-uyzburnxreedknkl] has quit [Ping timeout: 180 seconds]
[22:35] <Jhamela> ha
[22:35] <Jhamela> dekhte passi
[22:35] <Wikitanvir> তাহলে বাংলায় দেখুন আর এখন এভাবে ইংরেজিতে লিখুন। শেষে আপনার সমাধান দিচ্চি
[22:35] == goutam [i=ca380770@gateway/web/freenode/x-mormxeyronbkouzf] has joined #wikimedia-bd
[22:36] <Jhamela> ok
[22:36] <goutam> নেট লাইন আবার ঝামেলা শুরু করলো
[22:36] == Guest10617 [i=ca380772@gateway/web/freenode/x-wstiqinjczddkiri] has quit [Client Quit]
[22:37] <bellayet> গৌতম: ব্যাপার না এগুলো নিয়েই আমাদের কাজ করতে হবে
[22:37] <goutam> সেটাই
[22:37] <Wikitanvir> ঝামেলা ভাই, আপনি http://bn.wikipedia.org/wiki/উইকিপিডিয়া:Bangla_script_display_and_input_help এই লিঙ্কে যান
[22:37] <goutam> উইকির বিষয়ে আমার একটা প্রস্তাব আছে
[22:37] <Wikitanvir> বলেন
[22:37] <goutam> সেটা হলো, যেহেতু আমাদের ফিচার্ড আর্টিকেল কম, তাই যারা ভালো অনুবাদ পারেন
[22:38] <goutam> তারা ইংরেজি আর্টিকেলগুলোকে বাংলাতে অনুবাদ শুরু করতে পারেন
[22:38] <Wikitanvir> ঠিক ঠিক...
[22:38] <goutam> এতে খুব তাড়াতাড়ি বেশ কিছু ফিচার্ড আর্টিকেল পাওয়া যাবে
[22:38] <Wikitanvir> ফিচার্ড আর্টিকেল বাংলা উইকির গ্রহণযোগ্যতা বাড়াবে
[22:38] <goutam> প্রয়োজনে হাতের পাঁচের মতো এ ধরনের আরেকটি কর্মসূচি নেওয়া যেতে পারে
[22:39] <goutam> তাছাড়া ব্লগসাইটগুলোতে এ ব্যাপারে ঘোষণা দিলে আরো কয়েকজন অনুবাদক পাওয়া যেতে পারে
[22:39] <bellayet> গৌতমঃ কিন্তু এ কাজ করবে কে?
[22:39] <bellayet> এ কাজে কিভাবে মানুষকে উৎসাহিত করা যায়?
[22:39] <goutam> আমি একটা শুরু করেছিলাম
[22:39] <Wikitanvir> বেলায়েত ভাই,উইকিতে যারা নিয়মিত সবাই তো একটা না একটা কাজে অকুপায়েড।
[22:39] <goutam> পুরো ইংরেজিটা কপি করে আস্তে আস্তে এক প্যারা করে অনুবাদ শুরু করেছিলাম
[22:40] <bellayet> গৌতমঃ এভাবেই আসলে করা উচিত
[22:40] == Andhar [i=ca860806@gateway/web/freenode/x-uxovrndcirqjuszq] has joined #wikimedia-bd
[22:40] <bellayet> আপনার সময় সুযোগ মত উইকিপিডিয়াতে সময় দিলেন
[22:40] <Wikitanvir> স্বাগতম আন্ধার
[22:40] <Faisal> ফিচার্ড আর্টিকেলের মানদন্ড বড়ই কঠোর!
[22:41] <Wikitanvir> কিন্তু মান দেখার মতো লোক তো মনে হয় আছে।
[22:41] <goutam> প্রথমে ট্রায়াল হিসেবে 'কুবুন্টু' 'গনোম' লেখাগুলৌ অনুবাদ করেছিলাম
[22:41] <Wikitanvir> একজন তার সর্বোচ্চটা দিলেন এক্সপার্ট সংশোধন করে দিলেন
[22:41] <goutam> পরে ইংরেজি ফিচার্ড আর্টিকেল 'অপেরা'টা শুরু করেছিলাম
[22:41] <Faisal> রীতিমতো সাত সমুদ্র তের নদী পার হয়ে ফিচার্ড আর্টিকেল হয়।
[22:42] <goutam> অপেরা (ওয়েব ব্রাউজার)
[22:42] <goutam> ফয়সল ভাই, শুরু তো করতে হবে। ফিচার্ড হোক বা না হোক, এভাবে চেষ্টা করলে ভালো একটা আর্টিকেল দাড় করানো যায়
[22:42] <Wikitanvir> তা ঠিক
[22:43] <Wikitanvir> বর্তমান অবস্থায় আমার মনে হয় ভয় পাবার কিছু নেই।
[22:43] <bellayet> কিছুক্ষণের মধ্যে এখানে উইকিমিডিয়া ফাউন্ডেশনের ভলান্টিয়ার কো অর্ডিনেটর যোগ দিতে পারেন
[22:43] <goutam> তানভীর ভাই, আপনি কি আজ সামহোয়্যারে পোস্ট দিয়েছিলেন এখানে আসার ব্যাপারে?
[22:43] <Wikitanvir> জ্বি
[22:43] <Wikitanvir> এখনো সংকলিত পাতায় আছে
[22:43] <Andhar> সবাইকে শুভেচ্ছা
[22:43] <Faisal> রাগিব ভাই কী থাকবেন?
[22:43] <bellayet> তিনি যখক্ষণ থাকবেন আমরা আলোচনা ইংরেজীতে করার চেষ্টা করবো
[22:43] <Faisal> মুনির হাসান?
[22:44] <Wikitanvir> ok
[22:44] == cary [n=rapture@wikimedia/Bastique] has joined #wikimedia-bd
[22:44] <bellayet> Hi Cary
[22:44] <cary> Oh hello!
[22:44] * cary waves @ bellayet, goutam
[22:44] <Andhar> সামু থেকে দাওয়াত পেয়ে এলাম
[22:44] <goutam> Welcome cary
[22:44] == LKabir [i=771e241a@gateway/web/freenode/x-hlbvobfjszypwtzp] has joined #wikimedia-bd
[22:44] <Faisal> hello cary!!
[22:44] <goutam> ধন্যবাদ আন্ধার
[22:44] <Wikitanvir> জ্বি, আন্ধার ভাই,
[22:45] <cary> hello Faisal :)
[22:45] <Faisal> how are you doing?
[22:45] <Wikitanvir> Welcome LKabir
[22:45] <bellayet> Cary: actually we are now discussing some general issues about wikipedia
[22:45] == Jhamela [i=d201f86a@gateway/web/freenode/x-dmzwigldjicjhyfs] has quit ["Page closed"]
[22:46] <LKabir> welcome wikitanvir
[22:46] <cary> I am well. I told Bellayet that i would lurk here but it does not seem that I must :)
[22:46] <LKabir> Hello bellayet bhai
[22:46] <bellayet> Cary: It's ok :D
[22:46] <Faisal> well u r here after all!!
[22:46] <Wikitanvir> important thing is u r here
[22:47] <bellayet> Cary: We are discussing about, how we can motivate people about Wikipedia at his own language
[22:47] <bellayet> Cary: we want to know your views
[22:48] <cary> This is interesting. I have tried to get Haitian Creole going. We have one very active contributor there.
[22:48] <cary> And not much else
[22:49] <bellayet> Cary: Here many people contributing at English wikipedia, but not that much interested for their mother language.
[22:49] <cary> Yes, especially in India :)
[22:50] <bellayet> :) we are more or less in same position.
[22:50] <cary> I think Wikimedia India and Wikimedia Bangladesh are good starts
[22:50] <bellayet> ok
[22:51] <bellayet> in Bangladesh the main contributors are student
[22:51] == mahmud_ [i=7512e720@gateway/web/freenode/x-omwenfnsejkehury] has joined #wikimedia-bd
[22:52] <bellayet> so don't you think that could be a problem to run any non-profit organization
[22:52] <bellayet> ?
[22:52] <bellayet> Cary?
[22:52] <Wikitanvir> welcome Mahmud
[22:52] <mahmud_> kemon asen sobai ??
[22:54] <bellayet> To all: Do you have any thing to know about Wikipedia?
[22:54] == protikkhito [i=771e2405@gateway/web/freenode/x-zduwypbjwrjcfnpy] has joined #wikimedia-bd
[22:54] <Wikitanvir> Welcome, protikkhito,
[22:55] <bellayet> আপনাদের উইকিপিডিয়া সম্পর্কে জানার থাকলে প্রশ্ন করতে পারেন
[22:55] <cary> or Wikisource :)
[22:55] == lavluda [i=ca943825@gateway/web/freenode/x-tmrrylaypqyxvymm] has joined #wikimedia-bd
[22:55] <bellayet> :) yes Wikisource also
[22:55] <Wikitanvir> welcome to lavluda
[22:56] <bellayet> আমাদের সাথে উইকিমিডিয়া ফাউন্ডেশনের ভলান্টিয়ার কোর্ডিনেটর ক্যারি বাজ আছেন
[22:56] <protikkhito> please say something about wikimedia
[22:56] <bellayet> আপনাদের কিছু জানার থাকলে তাকে সরাসরি প্রশ্ন করতে পারেন
[22:58] == chareles [i=7832b17a@gateway/web/freenode/x-cautyeqvicpojnyd] has joined #wikimedia-bd
[22:59] <Wikitanvir> welcome chareles
[22:59] == musabbir [i=d2044d19@gateway/web/freenode/x-mkrkezmqsegarubp] has joined #wikimedia-bd
[22:59] <bellayet> আপনাদের কোনো প্রশ্ন না থাকলে আমিই আপনাদের একটি প্রশ্ন করি
[22:59] <Wikitanvir> Just 2300 may the discussion start officially?
[23:00] <Wikitanvir> জ্বি বেলায়েত ভাই....
[23:00] == FOYSAL [i=7b313d16@gateway/web/freenode/x-qazykcbbodgthduf] has joined #wikimedia-bd
[23:00] <Wikitanvir> welcome FOYSAYL
[23:00] <bellayet> ঊইকিপিডিয়া ব্যাপারটি সম্পর্কে আপনাদের মতামত কি?
[23:01] <bellayet> সবাইকে অন্তত এক লাইন করে লেখার অনুরোধ করছি
[23:01] == chareles [i=7832b17a@gateway/web/freenode/x-cautyeqvicpojnyd] has quit [Ping timeout: 180 seconds]
[23:01] <Wikitanvir> উইকিপিডিয়া হচ্ছে একটা মুক্ত বিশ্বকোষ, যেখানে জ্ঞান ও তথ্য মুক্ত। আর বাংলা উইকি হচ্ছে বাংলা (মাতৃভাষায়) সেই জ্ঞান ছড়িয়ে দেবার প্রচেষ্টা।
[23:02] == Ali_ [i=771e2416@gateway/web/freenode/x-exgsuiewotzdwvqk] has joined #wikimedia-bd
[23:02] <mahmud_> সুনে খুব ভাল লাগসে, বাংলা নিয়া এটা ভাল
[23:02] <Wikitanvir> welcome ali
[23:02] <protikkhito> wikipedia is a very informative site
[23:02] == Azim-Charles [i=3a93aaa3@gateway/web/freenode/x-exnyptsnjsgvpvnl] has joined #wikimedia-bd
[23:02] == mahmud_ [i=7512e720@gateway/web/freenode/x-omwenfnsejkehury] has quit ["Page closed"]
[23:02] <musabbir> উইকডিপিয়া এবং উইকিপিডিয়ার পার্থক্য কি?
[23:02] <FOYSAL> আচ্ছা ব্লগার রাগিব ভাই কই ?? উনাকে মেইল করেন নাই ??
[23:03] <Wikitanvir> সবাইকেই করা হয়েছে।
[23:03] <Wikitanvir> যারা যারা মেইলিং লিস্টে ছিলেন।
[23:03] <bellayet> রাগিব ভাই হয়তো সময় করতে পারেন নাই
[23:03] <Ali_> এটা কতক্ষণ চলবে?
[23:03] <Wikitanvir> apprx. 1hr
[23:03] <FOYSAL> বাংলাপিডিয়ার লেখা গুলো আরো বড় ফন্টে দেখতে পারলে ভাল হত।
[23:04] <bellayet> বাংলাপিডিয়া নয় বাংলা উইকিপিডিয়া
[23:04] <Ali_> একমত
[23:04] <Wikitanvir> ফন্ট প্রবলেম ব্রাউজারে। আমার যা মনে হয়। আর বাংলাপিডিয়া আরেকটি বিশ্বকোষ।
[23:04] <musabbir> সরি লেখতে ভুল হয়ে গেছে প্রশ্নটি আবার করছি, উইকিপিডিয়া এবং উউকিমিডিয়ার মধ্যে তফাত কি?
[23:04] <bellayet> বাংলা উইকিপিডিয়ার ফন্টের সমস্যা আসলে বাংলা উইকিপিডিয়ার নয়
[23:04] <goutam> বেলায়েত ভাই, এইমাত্র আমি অপেরা (ওয়েব ব্রাউজার) ভুক্তিটা দেখলাম, যেটা ইংরেজি থেকে অনুবাদ করছিলাম। সেখানে ইংরেজিটা হাইড করা ছিলো কিন্তু সেটা আপনি মুছে দিয়েছেন। ইংরà
[23:04] <FOYSAL> ও দুখিত
[23:04] <bellayet> আমরা একটা একটা করে প্রশ্নের উত্তর দেই
[23:05] <Wikitanvir> উইকিপিডিয়া একটা বিশ্বকোষ, এবং উইকিমিডিয়া ফাউন্ডেশনের একটা প্রকল্প
[23:05] == Andhar [i=ca860806@gateway/web/freenode/x-uxovrndcirqjuszq] has quit [Ping timeout: 180 seconds]
[23:05] <bellayet> প্রথম FOYSAL এর সমস্যার সমাধান দেই
[23:05] <Ali_> এখন যে ফনেটিক টাইপিং এড করা হয়েছে তার সাথে ইউনিবিজয় এড করা যেতে পারে কি?
[23:05] <goutam> ওকে
[23:06] <Azim-Charles> সাবাই কেমন আছেন??
[23:06] <Wikitanvir> মূল আলোচনা শুরু হয়েছে। তাই কোনো স্বাগতম বা কুশলাদি বার্তার দরকার নেই। সরাসরি বর্তমান আলোচনায় অংশগ্রহণের অনুরোধ
[23:06] <Azim-Charles> বেলায়েত ভাই কেমন আছেন??
[23:06] <FOYSAL> আসলেই বাংলায় সবার সাথে চ্যাট করার মজাই আলাদা।.... ধন্যবাদ
[23:07] <bellayet> ফয়সাল যদি মজিলা ফায়ারফক্স ব্যবহার করে থাকেন তাহলে এই ব্লগটি দেখুন, http://www.somewhereinblog.net/blog/bellayetblog/28962686
[23:07] <bellayet> এবার Ali এর প্রশ্ন কি ছিল?
[23:07] <Wikitanvir> আলি ভাইয়ের প্রশ্ন: এখন যে ফনেটিক টাইপিং এড করা হয়েছে তার সাথে ইউনিবিজয় এড করা যেতে পারে কি?
[23:07] == Andhar [i=ca860806@gateway/web/freenode/x-taiynskizoovnkgk] has joined #wikimedia-bd
[23:08] == maruf [i=7832b74b@gateway/web/freenode/x-krrywnwotwwvuxqp] has joined #wikimedia-bd
[23:08] <bellayet> হ্যা এটা যুক্ত করা সম্ভভ কিন্তু তা সময় সাপেক্ষ ব্যাপার
[23:08] <bellayet> মুসাব্বিরের প্রশ্ন ছিল, উইকিপিডিয়া এবং উইকিমিডিয়ার মধ্যে পার্থক্য কি?
[23:09] <bellayet> উইকিমিডিয়া ফাইন্ডেশন যা উইকিপিডিয়া, উইকিসোর্স, উইকিবুক, উইকশনারী সহ আরও প্রকল্প হোষ্ট করে
[23:10] == FOYSAL [i=7b313d16@gateway/web/freenode/x-qazykcbbodgthduf] has quit [Ping timeout: 180 seconds]
[23:10] <bellayet> গৌতমঃ হ্যা আমি হাইড করা ইংরেজীগুলো মুছে দিয়েছি।
[23:11] <musabbir> আমি বেশ কিছু ছবি তুলেছিলাম পাহাড়পুর বিহারের যা সাধারন ডিজিটাল ক্যামেরায় তোলা - আমি যদি এ ছবিগুলো দিতে চাই তাহলে কি করতে হবে?
[23:11] <bellayet> কারণ এতে নিবন্ধের আকার বড় হচ্ছিলো কিন্তু আসলে নিবন্ধের আকার ছোট হওয়া উচিত
[23:11] <goutam> এটা রাখা দরকার, না হলে বারবার সেগুলো কপি-পেস্ট করতে হয়
[23:12] <Wikitanvir> হ্যা, বেলায়েত ভাই, বা বারবার ইংরেজি উইকিটা দেখতে হয়
[23:12] <goutam> তাছাড়া খেই হারিয়ে ফেলারও আশঙ্কা থাকে
[23:12] <bellayet> গৌতমঃ আপনি যে অংশ নিয়ে কাজ করবেন তা পেষ্ট করে নিবেন
[23:12] == Niaz [i=cbdf5e01@gateway/web/freenode/x-bwkodhpsepowuydn] has joined #wikimedia-bd
[23:12] <bellayet> গৌতমঃ পুরো নিবন্ধ পেষ্ট করার দরকার নাই
[23:13] <bellayet> গৌতমঃ পরামর্শ হল যে অনুচ্ছেদ নিয়ে কাজ করা হবে শুধু তা পেষ্ট করে নিলেই তো হয়। পুরোটা করার দরকার কি?
[23:13] <Wikitanvir> এটা চলে
[23:13] <goutam> কারণ আগেরটার সাথে পরেরটার সংযোগ থাকে
[23:13] <Niaz> Salam to all
[23:13] <goutam> অনেক সময় আগে-পরের লেখাগুলো পড়তে হয়
[23:13] == Edi [i=710b2138@gateway/web/freenode/x-lmyhyjicbpoxalca] has joined #wikimedia-bd
[23:14] <goutam> তাছাড়া বিভিন্ন ধরনের লিংক থাকে- যেমন তথ্যসূত্র বা বিভিন্ন বক্স আইটেম ইত্যাদি
[23:14] <Wikitanvir> অলাইকুম সালাম। সালাম ভাই, সরাসরি আলোচনায় যোগ দিন।
[23:14] <goutam> আর যেটুকু অনুবাদ করা হয়েছে, সেটুকু তো মুছেই যাচ্ছে
[23:14] <bellayet> পুরো নিবন্ধ পেষ্ট করার যে সমস্যা হয় তা হল, এমন নিবন্ধ অনেক দিন ধরে পরে থাকলে, উইকিপিডিয়ার সার্ভারে নিবন্ধের আকার অনেক বড় দেখায়। যা অনেক সময় ভুল তথ্য...
[23:14] <bellayet> ...প্রদর্শন করে
[23:14] <Edi> আসসালামু ওয়াআলাইকুম :)
[23:15] <goutam> আচ্ছা
[23:15] <goutam> অনেকদিন ধরে পরে থাকলে সেটা অবশ্য সমস্যা
[23:15] <bellayet> অনুবাদ করার জন্য গুগুল সুন্দর একটি টুল দিচ্ছে
[23:15] <goutam> কোনটা?
[23:15] <bellayet> যদিও ওটাতে বাংলার জন্য করা হয় নাই
[23:15] == FOYSAL [i=7b313d16@gateway/web/freenode/x-fsegrvulkbshhgoc] has joined #wikimedia-bd
[23:16] <FOYSAL> আমার সমস্যার সমাধান করার জন্য ধন্যবাদ।
[23:16] <Edi> বঙ্গানুবাদের টুল আছে গুগলে?
[23:16] <Ali_> অনুবাদে সতর্ক হওয়া উচিৎ, সবচাইতে ভাল উপায় হল সাধারন ওয়ার্ড প্রসেসরে কপি করে নিয়ে সময় নিয়ে অনুবাদ করে একসাতে বাংলা উইকিতে দেয়া
[23:16] <Wikitanvir> সেটা অনেকটা অফলাইন কাজ হয়ে যায়। রেগুলারদের জন্য দরকার নাই। প্রাকদর্শন তো আছে।
[23:16] <bellayet> গুগুলে অনুবাদের জন্য টুল আছে কিন্তু বঙ্গনুবাদের জন্য নাই
[23:17] <Edi> আচ্ছা।
[23:17] == bmriyadh [i=ca380768@gateway/web/freenode/x-rpdabbdqkbljzpnp] has joined #wikimedia-bd
[23:17] <Niaz> bangla lakbo kibhabay?
[23:17] <Edi> আমি অভ্র দিয়ে লিখছি।
[23:17] <goutam> Niaz, অভ্র ব্যবহার করতে পারেন
[23:17] <Niaz> tai
[23:18] <Wikitanvir> ভাই অভ্র না থাকলে ইংরেজি ক্যারেক্টার দিয়েই লেখেন এখন আপাতত। অভ্র ইন্সটল করতে ছুটতে হবে না
[23:18] <Niaz> font
[23:18] <Niaz> ok
[23:18] <Niaz> ?
[23:18] <Wikitanvir> ফন্ট সবচে ভালো হবে আদর্শলিপি
[23:18] <Niaz> tnx
[23:18] <Wikitanvir> বেলায়েত ভাই, এজেন্ডাগুলো এক এক করে আলোচনা শুরু করেন
[23:19] <Wikitanvir> প্রায় বিশ মিনিট হয়ে গেছে।
[23:19] <Edi> আলোচনা কি শেষ? মিস করলাম মনে হয়। :(
[23:19] <bellayet> অনুবাদ কাজ করার জন্য গুগুলে ট্রান্সলেট টুলকিট ব্যবহার করতে পারেন, ঠিকানা translate.google.com/toolkit
[23:19] <Ali_> উত্তম
[23:19] == FOYSAL [i=7b313d16@gateway/web/freenode/x-fsegrvulkbshhgoc] has quit [Ping timeout: 180
seconds]
[23:19] <Ali_> এটা কিভাবে কাজ করে?
[23:19] <Edi> বেলায়েত ভাই, ধন্যবাদ।
[23:19] <bmriyadh> বাংলা অনুবাদ গুগল টুলকিটে???
[23:19] <bellayet> তানভীর এজেন্টা অনুযায়ী এখন উইকিপিডিয়া বিষয়ক সাধারণ আলোচনাই হওয়া উচিত
[23:19] <bellayet> অন্য কোন ভাষায় ফেলে করতে হবে
[23:20] <bellayet> বাংলা এখনও সমর্থন করে না
[23:20] <Ali_> ও
[23:20] <bmriyadh> আমিও তো তাই জানতাম!
[23:20] <musabbir> আমি বেশ কিছু ছবি তুলেছিলাম পাহাড়পুর বিহারের যা সাধারন ডিজিটাল ক্যামেরায় তোলা - আমি যদি এ ছবিগুলো দিতে চাই তাহলে কি করতে হবে? এর সমাধান তো এখনো পেলাম না
[23:20] <bellayet> মুসাব্বিরঃ আপনার ছবি গুলো উইকিমিডিয়া কমন্সে দিতে পারেন
[23:21] <bellayet> http://commons.wikimedia.org/wiki/Main_Page
[23:21] <goutam> বেলায়েত ভাই, আজকের আলোচনার নির্দিষ্ট এজেন্ডা কী ছিলো?
[23:21] <goutam> যদি থেকে থাকে, সেগুলো ধরে আলোচনা শুরু করতে পারেন
[23:21] <Niaz> ami new ...amak wikimedia ki? ta bolan plz..
[23:21] <Wikitanvir> জ্বি শুরু করেন প্রথমেই যেটা ছিলো...উইকিমিডিয়ার প্রকল্প সম্পর্ক সাধারণ আলোচনা, যা একটু শুরু হয়েছিল
[23:21] <musabbir> যদি এ রকম ছবি আগে থাকে তাহলে কি আমারটা নেয়া হবে?
[23:22] <Wikitanvir> নিয়াজ ভাই আলোচনায় যোগ দিন বা শুনুন। প্রশ্নগুলো আলাদা স্থানে মার্ক করুন সব প্রশ্নের উত্তর অন্তত আমি ব্যক্তিগতভাবে দেবো
[23:22] <LKabir> kivabe wikipedia te entry deoa jabe seta jante chai..?
[23:22] <Wikitanvir> মুসাব্বির ভাই, কমন্সে একই নামে থাকলে রিনেম করে দেবেন আর অবশ্যই নিবে
[23:23] <LKabir> erjonn ki tools lagbe seta bolle valo hoy..
[23:23] <bellayet> এজেন্ডাগুলো http://meta.wikimedia.org/wiki/Wikimedia_Bangladesh/Online_Meeting_2009-09-10 এখানে দেখুন
[23:23] <Niaz> sonbo kibabay? kono link thakla den... plz.........
[23:23] <musabbir> ধন্যবাদ উইকিতানভির ভাইকে
[23:23] == maruf_ [i=7832b74b@gateway/web/freenode/x-qoasdietwzbsgqnt] has joined #wikimedia-bd
[23:24] == maruf [i=7832b74b@gateway/web/freenode/x-krrywnwotwwvuxqp] has quit ["Page closed"]
[23:24] <bellayet> আমরা আর ১০ মিনিট প্রথম এজেন্ডায় থাকবো, উইকিমিডিয়া প্রকল্পগুলো সম্পর্কে আমি বেশ কিছু প্রশ্নের উত্তর দিলাম
[23:24] <bellayet> আর কোন প্রশ্ন?
[23:24] <Wikitanvir> নিয়াজ ভাই, ও এলকবির ভাই, http://bn.wikipedia.org/wiki/ব্যবহারকারী_আলাপ:Wikitanvir এই লিঙ্কে আপনাদের প্রশ্নগুলো রাখুন
[23:24] <Wikitanvir> মেটা-উইকি সম্পর্কে একটু বলেন। এটার প্রয়োজনীয়তা ও উদ্দেশ্য আর কীভাবে ব্যবহার করতে হবে
[23:25] <bellayet> মেটা উইকি হচ্ছে উইকিমিডিয়া ফাউন্ডেশনের প্রকল্পগুলো কোর্ডিনেট করার জন্য একটি উইকি প্রজেক্ট
[23:26] <bellayet> যেখানে উইকিমিডিয়া প্রকল্প গুলোর জন্য হেল্প থেকে শুরু করে মার্কেটিং সব বিষয়ে আলোচনা করা হয় এবং
[23:26] <bellayet> স্বেচ্ছাসেবকদের জন্য গাইডলাইন থাকে
[23:26] <bellayet> এটার প্রয়োজনীয়তা অনেক
[23:26] <musabbir> ইংরেজী উইকিপিডিয়া থেকে কোন ভুক্তি যতি আমি অনুবাদ করে বাংলা উইকিপিডিয়ায় দিতে চাই তাহলে সেটা গ্রহণযোগ্য হবে কিনা আর অনুবাদের মান কেমন হতে হবে?
[23:27] <Wikitanvir> মূলগুলো বলেন আর ব্যবহার করার টাস্কটা মেইনলি, যাতে আমরা সেখানে থেকেই জানতে পারি
[23:27] <bellayet> তানভীরের প্রশ্নের উত্তর শেষ করি
[23:27] <Wikitanvir> বেলায়েত ভাই আপনি উত্তর দেন, আমি সামলাচ্ছি
[23:28] <Wikitanvir> মুসাব্বির ভাই, আপনি অবশ্যই পারেন। তবে এই প্রশ্নগুলো দয়া করে http://bn.wikipedia.org/wiki/ব্যবহারকারী_আলাপ:Wikitanvir এই লিঙ্কে আপনার প্রশ্নগুলো রাখুন
[23:28] <bellayet> মেটাতে বিভিন্ন ইস্য্যুতে আলোচনা হয়, যেমন ফান্ড রাইজিং, চ্যাপ্টার, ট্রান্সলেশন ইত্যাদি
[23:28] <bellayet> এছাড়াও প্রকল্পগুলোর জন্য পলিসিও থাকে
[23:29] <Wikitanvir> আমি ব্যক্তিগতভাবে আপনার প্রশ্নের উত্তর দেবো। ঐ পাতায় গেলে আপনি প্রশ্ন করার লিঙ্ক পাবেন।
[23:29] <bellayet> কারণ অনেক ছোট উইকিপিডিয়া বা অন্য প্রকল্প থাকে যারা শুরুতেই এই পলিসিগুলো তৈরি করতে পারে না
[23:29] == goutam [i=ca380770@gateway/web/freenode/x-mormxeyronbkouzf] has quit [Ping timeout: 180 seconds]
[23:29] <bellayet> তাদের সাহায্যার্থে এই মেটা
[23:29] <bellayet> পরের প্রশ্ন
[23:30] <Wikitanvir> মেটাতে থেকেই ব্যবহারের উপায়টা?
[23:30] <bellayet> কি ব্যবহারের কথা বলছেন?
[23:31] <Wikitanvir> মানে বাংলা উইকিপিডিয়া সম্পর্কে যেমন বাংলা উইকিপিডিয়া থেকেই জানা যায়, কীভাবে ব্যবহার, অবদান রাখতে হবে, ঠিক তেমনি মেটাতে এই ব্যাপারগুলো
[23:31] <bellayet> মেটাতে আসলে আপনার দরকার অনুযায়ী ব্যবহার করবেন
[23:31] <musabbir> উইকিপিডিয়ার সার্ভার এবং এগুলোর সব খরচ কারা বহন করেন
[23:31] == goutam [i=ca380770@gateway/web/freenode/x-woeskijyuzgpadrx] has joined #wikimedia-bd
[23:31] <bellayet> এগুলো উইকিমিডিয়া ফাউন্ডেশন বহন করেন
[23:32] <Wikitanvir> ফাউন্ডেশনের অর্থ আসে বিভিন্ন ডোনেশান থেকে।
[23:32] == maruf_ [i=7832b74b@gateway/web/freenode/x-qoasdietwzbsgqnt] has quit ["Page closed"]
[23:33] <bellayet> মেটাতে যেমন বিভিন্ন সাইট নোটিশ অনুবাদ করার অনুরোধ আসে, যা বিভিন্ন ভাষার কমিউনিটি থেকে লোক তা অনুবাদ করে দেয়
[23:33] <Wikitanvir> এটা কী মিডিয়াউইকি মেসেজ?
[23:33] <musabbir> বাংলাদেশ থেকে কেউ ডোনেশন ( পরিমাণ হয়ত" খুব বেশী না) দিতে চাইলে কোথায় যোগাযোগ করতে হবে?
[23:33] <bellayet> আরও যেমন উইকিম্যানিয়া আয়োজনের জন্য স্থান নির্ধারণের সকল আলোচনা মেটা উইকি তে হয়
[23:34] <Wikitanvir> http://wikimediafoundation.org/wiki/Donate এই লিঙ্কে যান
[23:34] <bellayet> বাংলাদেশ থেকে ডোনেশন দিতে চাইলে এখনও সরাসরি উইকিমিডিয়া ফাউন্ডেশনে যোগাযোগ করতে হবে
[23:35] <bellayet> তানভীর তোমার পাতায় আর কি প্রশ্ন আছে?
[23:35] <bellayet> অন্যরা কি প্রশ্ন করেছিল?
[23:35] <Wikitanvir> আপাতত না, দ্বিতীয় এজেন্ডা... উইকিমিডিয়া বাংলাদেশের ব্যাপারে আলোচনা
[23:36] <Wikitanvir> এটা একটু বড়ো হওয়া দরকার
[23:36] <bellayet> মুসাব্বিরঃ বাংলাদেশ উইকিমিডিয়া চ্যাপ্টার "উইকিমিডিয়া বাংলাদেশ" হয়ে গেলে বাংলাদেশেও দিতে পারবেন
[23:36] <bellayet> শেষ কোনো প্রশ্ন থাকলে করতে পারেন
[23:36] <bellayet> না হলে দ্বিতীয় এজেন্ডাতে যাবো
[23:37] <Wikitanvir> বেলায়েত ভাই, উইকিমিডিয়া বাংলদেশের চ্যাপ্টার না খোলা হইছে?
[23:37] <Ali_> উইকিমিডিয়া বাংলাদেশে যোগদিতে হলে কি শুধু ওই পাতায় গিয়ে নাম লিখালেই হবে?
[23:37] <Wikitanvir> জ্বি, নাম নিবন্ধন ও নিয়মিত কর্মকাণ্ডগুলোতে অংশগ্রহণ
[23:38] == Edi [i=710b2138@gateway/web/freenode/x-lmyhyjicbpoxalca] has quit ["Page closed"]
[23:38] == bmriyadh [i=ca380768@gateway/web/freenode/x-rpdabbdqkbljzpnp] has left #wikimedia-bd []
[23:38] == usamurai [i=737f046a@gateway/web/freenode/x-cbmnzrazqyywfoxl] has joined #wikimedia-bd
[23:38] <Ali_> কিন্তু সবার সাথে যোগাযোগের উপায় কি?
[23:38] <bellayet> আপাতত ঐ পাতাতে নাম নিবন্ধন করুন, ঐ পাতায় আরও যে সকল লিঙ্কগুলো আছে, বিশেষ করে নিচের দিকে লিঙ্ক গুলো পড়ুন
[23:38] == musabbir [i=d2044d19@gateway/web/freenode/x-mkrkezmqsegarubp] has left #wikimedia-bd []
[23:39] <bellayet> আমাদের এই সভা নিয়মিত প্রতি সপ্তাহে হবে তাতে নিয়মিত থাকার চেষ্টা করুন
[23:39] <bellayet> বাংলা উইকিপিডিয়ায় কাজ করা শুরু করুব
[23:39] <Wikitanvir> আর উইকিমিডিয়া বিডি মেইলিং লিস্টে যোগ দিন
[23:40] <Wikitanvir> যোগ দিতে https://lists.wikimedia.org/mailman/listinfo/wikimedia-bd এই লিঙ্কে যান
[23:40] == Musabbir [i=d2044d19@gateway/web/freenode/x-ymwiysvvgafinkel] has joined #wikimedia-bd
[23:40] <bellayet> মেইলিং লিস্টে যোগ দিন এবং বিভিন্ন আলোচনায় সক্রিয় হোন
[23:41] == mode/#wikimedia-bd [+o bellayet] by ChanServ
[23:41] == feltu [i=3a93a81a@gateway/web/freenode/x-lkcpylzqbuwbtqlr] has joined #wikimedia-bd
[23:41] == bellayet changed the topic of #wikimedia-bd to: উইকিমিডিয়া বাংলাদেশ সম্পর্কিত আলোচনা
[23:42] <Wikitanvir> প্রথম প্রশ্ন, উইকিমিডিয়া বাংলাদেশের শুরু কবে?
[23:42] <@bellayet> আমি গত সভাতে উপস্থিত সবাইকে উইকিমিডিয়া চ্যাপ্টার সম্পর্কে জানার জন্য কিছু লিঙ্ক দিয়েছিলাম
[23:43] <@bellayet> শুরুর আগে জানতে হবে আপনারা এটি সম্পর্কে কতটুকু জানেন
[23:43] <@bellayet> এ সম্পর্কে আপনাদের ধারণা কতটুকু
[23:43] <Faisal> belayet ভাই
[23:43] <@bellayet> মেটা উইকিতে "উইকিমিডিয়া বাংলাদেশ" চ্যাপ্টারের জন্য নির্ধারিত পাতার ঠিকানা http://meta.wikimedia.org/wiki/Wikimedia_Bangladesh
[23:44] <feltu> hello
[23:44] <Faisal> আমরা তো চ্যাপ্টার তৈরির একেবারে প্রথম ধাপে আছি তাই না?
[23:44] <@bellayet> নতুনদের জন্য যারা উইকিমিডিয়া চ্যাপ্টার সম্পর্কে এখনও জানেন না তারা এ পাতাটি এবং এ পাতায় অন্যান্য লিঙ্কগুলো ভাল করে দেখবেন এবং বোঝার চেষ্টা করবেন
[23:45] <Faisal> তো মেটার পাতায় পড়ে দেখলাম চ্যাপ্টারের জন্যে নিজস্ব বাইলজ লিখতে হয়।
[23:45] <Wikitanvir> আপনার মেইলের পরে আমি ভালোভাবে আবার পড়েছি, আশা করছি তাল মেলাতে পারবো
[23:45] <@bellayet> যে কোনো সংগঠনের জন্যই তা লিখতে হয়
[23:45] <@bellayet> প্রশ্ন
[23:45] <Faisal> সেটা আবার দেশের সংবিধান পড়ে লিখতে হয়...
[23:46] <@bellayet> দেশে মধ্যে থাকতে হলে তো তা মানতে হবেই
[23:46] <@bellayet> অফিসিয়ালি চ্যাপ্টার হতে হলে দেশের সরকারের অনুমোদন লাগবে
[23:47] <Faisal> এই বাইলজ লিখাটা তো সেকেন্ড স্টেপ।
[23:47] <@bellayet> না তা না
[23:47] <@bellayet> দ্বিতীয় স্টেপ তাদের জন্য যারা প্রথমটি সম্পর্কে কনফিডেন্ট
[23:48] <@bellayet> চ্যাপ্টার করার জন্য অন্তত ১২ থেকে ১৫ জন লোক দরকার
[23:48] <@bellayet> যারা চায় এমন একটি সংগঠন হোক
[23:48] <Faisal> হ্যা।
[23:49] <@bellayet> আমার প্রশ্ন হলো আমরা কতজন?
[23:49] <Faisal> আমাদের কী তা নেই?
[23:49] <Wikitanvir> নিয়মিত খুব বেশি হলে ৭/৮জনা
[23:49] <@bellayet> কোথায় আছে বের করেন
[23:49] <Faisal> আমরা তো আলোচনায় অনেকজন থাকি।
[23:49] <Wikitanvir> কিন্তু এখানে কাজ করার লোক দরকার
[23:49] <Faisal> কিন্তু যোগ্যতার মাপকাঠিটা কী?
[23:50] <Wikitanvir> ভালো প্রশ্ন...
[23:50] <Faisal> কোন ভিত্তিতে বলবেন আমরা এত জন?
[23:50] <@bellayet> উইকিমিডিয়া প্রকল্পকে ভালবাসতে হবে
[23:50] <Faisal> কিন্তু সেটা তো আর মাপা যায় না!
[23:50] <@bellayet> উইকিমিডিয়া প্রকল্পগুলোর জন্য বাস্তব জীবনে সময়, শ্রম এবং অর্থ খরচ করার ইচ্ছা
[23:51] <Wikitanvir> এটা অনেক বড়ো একটা ব্যাপার। এটা থাকলে আর কিছু লাগে না আসলে
[23:51] <@bellayet> কার কার আছে?
[23:51] <Wikitanvir> সাহায্য করার লোক তো প্রচুর আছে। মানসিকতা নাই
[23:51] <Wikitanvir> আমার আছে
[23:51] <Faisal> সময় এবং শ্রম আমরা সম্পাদকেরা কমবেশী দিচ্ছি...
[23:51] <Faisal> তবে সবার তো আর অর্থ নেই।
[23:52] <Faisal> তাহলে কী এইটা অযোগ্যতা?
[23:52] <@bellayet> সবার অর্থের দরকার নাই, ইচ্ছা আছে কি না সেটাই বড় কথা
[23:52] <@bellayet> বাস্তবিক জীবনে কাজ করার ইচ্ছা বা সুযোগ আছে?
[23:52] <Ali_> বিডি মেইলিং লিস্টে সাবস্ক্রাইব করলাম, এর পর কি?
[23:52] <Faisal> আজকে সৈকত ভাই নাই যে?
[23:53] <@bellayet> উইকিমিডিয়া প্রকল্পের প্রচারে দৌড়া দৌড়ি করতে পারবেন, এমন লোক কয়জন আছেন?
[23:53] <Faisal> সেটা অবশ্য ঠিক।
[23:54] <@bellayet> উইকিমিডিয়া বাংলাদেশ চ্যাপ্টারের জন্য এ ধরনের লোক দরকার
[23:54] <Faisal> বাসায় বসে লেখা আর মাঠে নেমে দৌড়াদৌড়ি করা এক জিনিস না।
[23:54] <@bellayet> এখন বলুন এ রকম লোক আমরা কয়জন আছি?
[23:54] <Ali_> ব্যাপারটা এতটা কঠিন ভাবে দেখা উচিৎ না, ইচ্ছা থাকলে সময় ম্যানেজ হয়ে যাবে
[23:54] <Faisal> এইটা অর্গানাইজারদের কাজ।
[23:54] == Andhar [i=ca860806@gateway/web/freenode/x-taiynskizoovnkgk] has quit [Ping timeout: 180 seconds]
[23:54] <Wikitanvir> আমি সাহস করে বলি, আমি ইনশাল্লাহ থাকবো। আর হ্যাঁ, আলি ভাই ঠিক বলেছেন। আগে নামতে হবে
[23:55] == mehrab [i=ca38076d@gateway/web/freenode/x-xvwmzpnqynoidlrr] has joined #wikimedia-bd
[23:55] <Wikitanvir> ১৫/২০ জনের জন্য অর্গানাইজার একজনই এনাফ। বেলায়েত ভাই হতে রাজি?
[23:55] <Faisal> তার মানে আমরা এখনো প্রথম স্টেপে আছি।
[23:55] <@bellayet> অর্গানাইজার হবে উইকিমিডিয়া চ্যাপ্টারের সদস্যরাই
[23:55] <Faisal> হ্যা তাতো বটেই।
[23:56] <Faisal> আমি বলছিলাম অর্গানাইজার এর কাজ আর এডিটরের কাজ এক রকম না।
[23:56] <Faisal> মেটার পাতাতে লেখা আছে চ্যাপ্টারের কাজ ওই উইকির লোকজনই করবে।
[23:56] <@bellayet> এডিটরের কাজের বাইরে যারা সময় দিতে পারবেন তাদেরই তো এখানে বেশি দরকার, আমি তো এটাই বোঝানোর চেষ্টা করলাম এতোক্ষণ
[23:57] <@bellayet> উইকির লোকজন করবে কারণ তাদেরইতো উইকির প্রচারে বেশি উৎসাহ থাকার কথা
[23:57] <Faisal> তা স্বাভাবিক।
[23:57] == goutam [i=ca380770@gateway/web/freenode/x-woeskijyuzgpadrx] has quit ["Page closed"]
[23:57] <@bellayet> এখন বলেন আমরা কোন স্টেপে আছি?
[23:57] <Ali_> চাকরি করে এডিট করার জন্য সময় দিতে পারলে অর্গানাইজের জন্যও সময় বের করা যাবে
[23:58] <Faisal> উইকির জন্যে খাটাখাটি করতে পারলে তার জন্যে দোউড়াদৌড়িও করা যাবে।
[23:58] <@bellayet> ধন্যবাদ আলি, আপনার কথা অনুপ্রেরণা জোগাচ্ছে
[23:58] <@bellayet> এ ধরনের লোক আমাদের এখনও তেমন নাই
[23:59] <@bellayet> যারা নিয়মিত চাঁদা দিয়ে সংগঠন চালাবে এবং সংগঠনের জন্য সময় এবং শ্রম দিবে
[23:59] <Faisal> আমাদের তাহলে নতুন কাজ যোগ হল।
[23:59] <Ali_> শুরু তো করতেই হবে
[23:59] <Wikitanvir> চাঁদার ব্যাপারটা ক্লিয়ার করেন বেলায়েত ভাই
[00:00] <@bellayet> এখনও এটা ক্লিয়ার করার সময় না, কারণ এখনই আমাদের চাঁদার দরকার নাই
[00:00] <feltu> faltu
[00:00] <Faisal> কেন?
[00:00] <@bellayet> আমাদের এখন দরকার, আমাদের মতের সাথে মিলে এমন লোক খুজে বের করা
[00:00] <@bellayet> তাদের আমাদের সাথে আনা
[00:01] == Andhar [i=ca860806@gateway/web/freenode/x-jfjxifpfbqzathjc] has joined #wikimedia-bd
[00:01] <@bellayet> এর জন্য যা করতে হবে, আগে আমাদের জানতে হবে আমরা কি চাই?
[00:01] <feltu> tk kaor dhanda
[00:01] <@bellayet> আমরা যা চাই তা সম্পর্কে আমরা তা নিজেরা জানি কিনা?
[00:01] <@bellayet> আমরা যদি ব্যাপারটা জানি তাহলে অন্যকে বলতে পারবো
[00:02] <feltu> aajaairaa pachaaaal
[00:02] <Wikitanvir> না ফেল্টু ভাই, মত দিয়েছেন ভালো একটু শুনেন, ভুল ধারণা আপাতত, চলে যাবে।
[00:02] <feltu> chandaa kelaaa chaaaaas
[00:02] <Wikitanvir> আমার মতে প্রথম স্টেপ একেবারে প্রাথমিক হওয়া উচিত। আমার মতে বাংলা উইকিপিডিয়াকে তথ্যসূত্র হিসেবে কীভাবে ভালো একটা অবস্থানে নেওয়া যায়?
[00:02] <@bellayet> আমরা প্রথমত একটি সংগঠন করবো, তবে তা হবে অনানুষ্ঠানিক
[00:03] <Wikitanvir> আমি লক্ষ্য-এর কথা বলেছিলাম। বেলায়েত ভাই বলেন....
[00:03] == nurul [i=cbdf5e01@gateway/web/freenode/x-wbpgewinkxchxtta] has joined #wikimedia-bd
[00:03] <@bellayet> উইকিপিডিয়ার সম্পাদনা করাকে এখানে মেলালে হবে না
[00:04] <@bellayet> উইকিপিডিয়াকে এগিয়ে নেওয়ার জন্যই সংগঠন
[00:05] <@bellayet> এ সংগঠন যত ভাল ভাবে কাজ করবে উইকিপিডিয়া অগ্রগতি তত তাড়াতাড়ি হবে
[00:05] == Musabbir [i=d2044d19@gateway/web/freenode/x-ymwiysvvgafinkel] has quit ["Page closed"]
[00:05] <@bellayet> আমাদের নিয়মিত আলোচনাতে যারা নিয়মিত যোগ দিবেন আমরা ধরে নিতে পারি তারা আমাদের সাথে থাকবেন
[00:06] <@bellayet> এর মধ্যেই আমরা আরও লোকজনকে আমন্ত্রণ জানাবো
[00:06] <@bellayet> বিভিন্ন ভাবে উইকিমিডিয়া বাংলাদেশের কথা অন্যদের জানানোর চেষ্টা করবো
[00:06] <Wikitanvir> হ্যা, কীভাবে টিম বিল্ডআপ হবে আর প্রচারণা কীভাবে চলবে বা শুরু হবে এটাও আজকের এজেন্ডার অংশ ছিলো।
[00:06] <@bellayet> এখন আসি সে কথাতেই
[00:07] <Andhar> সম্মিলিত প্রচেষ্টায় অনেক ভালো জিনিস করা সম্ভব, আমি মনে করি।
[00:07] <@bellayet> গত সভায় সিদ্ধান্ত ছিল যারা আমাদের সাথে থাকতে চান তারা উইকিমিডিয়া বিষয়ক যে কোনো ইমেইল বার্তায় তার নামের নিচে উইকিমিডিয়া বাংলাদেশ কথাটি লিখবেন এবং...
[00:07] <@bellayet> ...মেটার লিঙ্ক ব্যবহার করবেন
[00:08] <@bellayet> প্রচারণার কাজ আমরা আরও বিভিন্ন ভাবে করতে পারি
[00:08] == ifte [i=771e240d@gateway/web/freenode/x-enfaxndmoekcegft] has joined #wikimedia-bd
[00:08] <@bellayet> নিয়মিত ব্লগ লিখে, প্রিন্ট মিডিয়াতে লিখে, ফেইসবুক, টুইটারে লিখে
[00:09] <Wikitanvir> বেলায়েত ভাই, আমার মতে সরাসরি প্রচারণা দরকার
[00:09] <@bellayet> সরাসরি প্রচারণা আয়োজনের জন্য সংগঠন দরকার
[00:09] == Nila [i=771e2414@gateway/web/freenode/x-eolvrldxwkknzpzo] has joined #wikimedia-bd
[00:09] <Wikitanvir> বিশেষ করে এলাকা ভিত্তিক। আমিও আগেও মেইলে বলেছি, বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোতে
[00:09] <Ali_> বাংলা উইকিপিডিয়াতে এ সংক্রান্ত ঘোষনা প্রথম পাতায় দেয়া যেতে পারে, কেননা বাংলা উইকিপিডিয়া নিয়ে যাদের
আগ্রহ বেশি তাদের এখানেই পাওয়া যাবে
[00:09] <@bellayet> আমি আপনি একা একা যা সম্ভব নয়
[00:10] <Wikitanvir> কিন্তু একেবারে প্রান্তিকভাবে আমার মনে হয় শুরু করা যায়
[00:10] <@bellayet> আমাদের আগে দল গঠন করতে হবে
[00:10] <@bellayet> আমরা একেবারে প্রান্তিক পর্যায়েই আছি
[00:10] <Wikitanvir> সংগঠন তো থাকবেই। তবে খুব যে অর্গানাইজ হতে হবে তেমনটা আমার এখন মনে হচ্ছে না
[00:10] <@bellayet> আমি এ ব্যাপারটাতে আসছি
[00:11] <@bellayet> আগে উইকিমিডিয়া বাংলাদেশের প্রচারণা কিভাবে করা যেতে পারে তা বলে নেই
[00:11] <@bellayet> http://www.facebook.com/home.php#/pages/Wikimedia-Bangladesh/124780066238?ref=ts
[00:11] <@bellayet> উপরের লিঙ্কটা একটি ফেইসবুক লিঙ্ক
[00:11] <@bellayet> এটি উইকিমিডিয়া বাংলাদেশ সংগঠনের জন্য একটি ফ্যান পেজ
[00:11] <@bellayet> এটির প্রচার করুন
[00:12] == protikkhito [i=771e2405@gateway/web/freenode/x-zduwypbjwrjcfnpy] has quit [Ping timeout: 180 seconds]
[00:12] <@bellayet> এটা হতে পারে একটি পদ্ধতি
[00:12] <@bellayet> নিয়মিত বাংলা ইংরেজী ব্লগ লিখুন
[00:13] == ifte [i=771e240d@gateway/web/freenode/x-enfaxndmoekcegft] has quit ["Page closed"]
[00:13] <@bellayet> যাদের সাথে মিডিয়ার সাথে সম্পর্ক আছে তারা চেষ্টা করুন মিডিয়াকে বোঝাতে উইকিপিডিয়া, উইকিমিডিয়া বাংলাদেশ এগুলো সম্পর্কে প্রতিবেদন করতে
[00:13] <Wikitanvir> গেলাম, ফ্যান হলাম
[00:13] <@bellayet> ধন্যবাদ
[00:14] <@bellayet> আপনার সাথেই যারা উইকিপিডিয়াতে বা অন্য প্রজেক্টে কাজ করেন, কিন্তু এখনও মেইলিং লিস্টে বা সভায় আসেন না বা যারা জানেন না তাদের জানানোর চেষ্টা করুন
[00:14] <@bellayet> আপনারা কি মনে করেন?
[00:14] <@bellayet> আর কি ভাবে করা যেতে পারে?
[00:14] <Wikitanvir> বেলায়েত ভাই, আজ শুক্রবারের প্রথমআলোতে উইকিম্যানিয়া নিয়ে একটা খবর থাকবে যতোদূর জানি। প্রজন্ম ডট কমে
[00:15] <feltu> chandaa kelaaa chaaaaas
[00:15] <Wikitanvir> ফেল্টুদা, কেউ চাঁদা চায়নি
[00:16] <Wikitanvir> আপনি খামোখাই, এই প্রসঙ্গের অবতারণা করেছেন। আপনি পূর্বের লগটা ভালোভাবে দেখুন
[00:16] <feltu> যারা নিয়মিত চাঁদা দিয়ে সংগঠন চালাবে এবং সংগঠনের জন্য সময় এবং শ্রম দিবে যারা নিয়মিত চাঁদা দিয়ে সংগঠন চালাবে এবং সংগঠনের জন্য সময় এবং শ্রম দিবেযারা নিয়মিত চাঁদা দিà§
[00:16] == mode/#wikimedia-bd [+o bellayet] by ChanServ
[00:17] == Anisuzzaman [i=caa8e9c8@gateway/web/freenode/x-vliyjplbccimzxhp] has joined #wikimedia-bd
[00:17] <Wikitanvir> হ্যা, পরেই বলা হয়েছে, চাঁদার এখন প্রয়োজন নেই।
[00:17] <Wikitanvir> আপনি হয়তো সেটা লক্ষ্য করেন নি।
[00:18] <feltu> chandaaaa kono din di naaaaaaaaaaaaaa
[00:18] <Wikitanvir> আচ্ছা, কোনো দরকার নেই দেবার। আপনি মাথা ঠাণ্ডা করুন।
[00:19] <Wikitanvir> আপনার ভালোবাসা ও সহযোগীতা চাওয়া হয়েছে এবং সেটা চাঁদা না দিয়ে খুবই সম্ভব।
[00:19] <Wikitanvir> বেলায়েত ভাই, আছেন? আলোচনা কন্টিনিউ করেন
[00:19] <feltu> kamer kotha kaan
[00:20] <@bellayet> হ্যা আছি
[00:20] <Ali_> ফেইসবুকে ফ্যান হলাম
[00:20] <Wikitanvir> বলুন ফেল্টুদা আপনার প্রশ্ন বলুন
[00:20] <@bellayet> আলি ধন্যবাদ, অন্যদেরও জানান
[00:21] <@bellayet> তাহলে এখানে সিদ্ধান্ত কি হবে?
[00:21] <Wikitanvir> কোথায়?
[00:21] <Wikitanvir> একটু মনে করিয়ে দিন
[00:21] <feltu> website banan aar update den
[00:21] == Faisal_ [i=737f0f05@gateway/web/freenode/x-yslatxkbvejnmjvt] has joined #wikimedia-bd
[00:21] <Ali_> আমার ফেইসবুকের ইমেইল আইডি আর বিডি মেইলিং লিস্টের ইমেইল আইডি কি এক হতে হবে?
[00:21] == Faisal [i=737f0f05@gateway/web/freenode/x-hacmyrirybzqtpsd] has quit [Ping timeout: 180 seconds]
[00:22] <@bellayet> আমরা কিভাবে "উইকিমিডিয়া বাংলাদেশ" এর কথা অন্যদের জানাবো? এবং কিভাবে আরোও কার্যকর লোক দলে আনবো?
[00:22] <@bellayet> আলি, না
[00:22] <Ali_> তাই ভাল
[00:22] <Wikitanvir> ফেল্টুদা, wikitanvir@hotmail.com -এ আপনার প্রশ্নগুলো মেইল করে দিন। আমি উত্তর দিয়ে দেবো শীঘ্রই।
[00:22] <feltu> amar : mostofaanwar@gmail
[00:23] <Wikitanvir> আমি সরাসরি প্রচারণা ছাড়া কার্যকর উপায় দেখি না।
[00:23] <Ali_> আমরা কি সামনা সামনি কোন মিটিং করতে পারি এ ব্যাপারে?
[00:23] <Wikitanvir> হ্যা, সেটাই দরকার
[00:23] == Maksud [i=cbdf5e01@gateway/web/freenode/x-youzylxsplvldvew] has joined #wikimedia-bd
[00:23] <Wikitanvir> একেবারে ছোটপরিসরে হলেও চলবো
[00:23] <Wikitanvir> সরি চলবে
[00:24] <feltu> kii korbo kii korbo ei pachaal ttai khali paren ken
[00:24] <Wikitanvir> কারণ আমরা সেটা ঠিক করতেই এখানে এসেছি।
[00:24] <Ali_> কোন কিছু শুরুর আগেই একটা কোর দরকার হয়, তা যত ছোটই হোক না কেন
[00:24] == Ekushey [i=russell@ubuntu/member/ekushey] has joined #wikimedia-bd
[00:24] <Faisal_> সামনা সামনি মিটিং করার সময় এখনো আসেনি
[00:24] <feltu> eita kortei ettkhooonnnnnnn lollllllllllllllll
[00:25] <Wikitanvir> তবে প্রচারণা কী শুধু ভার্চুয়াল-ই থাকবে?
[00:25] == Nila [i=771e2414@gateway/web/freenode/x-eolvrldxwkknzpzo] has quit ["Page closed"]
[00:25] <@bellayet> শুধু এতোক্ষণ না আরও অনেক অনলাইন মিটিং এর দরকার
[00:25] <Faisal_> আচ্ছা আমাদের চ্যাপ্টার করার জন্যে তো একটা কমিটি লাগবে।
[00:25] <Ali_> দেখেন ভার্চুয়ালি সব কিছু হয় না
[00:25] <Faisal_> সেটার ব্যাপারে কী হবে?
[00:25] <@bellayet> আমি জানি ভার্চুয়ালি সব কিছু হয় না
[00:26] == Andhar [i=ca860806@gateway/web/freenode/x-jfjxifpfbqzathjc] has quit ["Page closed"]
[00:26] <@bellayet> এখনই আমি একটি সরাসরি মিটিং ডাকলে কেউই আসবে না
[00:26] <@bellayet> এটা আমার অভিজ্ঞতায় বলে
[00:26] <Faisal_> আমারো!!
[00:26] <feltu> na aile e abar kemon tam
[00:26] <Maksud> হুম... ঠিক
[00:26] <Wikitanvir> তা ঠিক তবে কর্মপন্থাটা তো ঠিক করতে হবে, আর যদি নাই আসি তো কিসের ভালোবাসা?
[00:26] <@bellayet> আর অনলাইন মিটিং এ যে নিয়মিত হবে, আমার বিশ্বাস সরাসরি মিটিং এও সে নিয়মিত হবে
[00:26] <Ali_> নেট এ একজন না না ভাবে উপস্হিত হতে পারে, কিন্তু যখন আপনি প্রচারে নামবেন তখন মানুষ লাগবেই
[00:27] <@bellayet> আগে ভালবাসা ভার্চুয়ালি দেখান
[00:27] <Wikitanvir> তা তো অবশ্যই
[00:27] <@bellayet> সরাসরি দেখানোর অনেক সুযোগ পাওয়া যাবে
[00:28] <@bellayet> আর আমাদের পক্ষে কারোরই সময় নাই সপ্তাহে একটি করে সরাসরি মিটিং করার
[00:28] <Wikitanvir> তো এখন ভার্চুয়াল কর্মপন্থাটা কী হবে?
[00:28] <@bellayet> আমাদের অনলাইন মিটিং এর উপরেই ভরসা করতে হবে
[00:28] <Faisal_> বেলায়েত ভাই, অন্যান্য চ্যাপ্টারের প্রস্তুতি সময় কতদিনের হয় (সাধারণত)?
[00:29] <@bellayet> তবে সরাসরি মিটিং অবশ্যই জরুরী, তবে আলি ভাইয়ের মতে একটা কোর তৈরি হলে
[00:29] <Ali_> মাসে একটা শুক্রবার বের করাই যায়, সপ্তাহে না পারলেও
[00:29] <@bellayet> ২ বছর, ৩ বছর
[00:29] <Wikitanvir> কী
[00:29] <@bellayet> আরও বেশি হয়
[00:30] <Faisal_> ভারতে ও কী এতদিন লেগেছে?
[00:30] <Wikitanvir> ও আচ্ছা
[00:30] <Faisal_> বেশ লম্বা সময়।
[00:30] <Faisal_> অবশ্য এটা দীর্ঘমেয়াদী কাজ।
[00:30] <@bellayet> আপনাদের লিঙ্ক দেওয়া হয়েছে, এগুলো ঘেটে দেখুন
[00:30] <@bellayet> আবারও দিচ্ছি http://meta.wikimedia.org/wiki/Wikimedia_Bangladesh
[00:30] == Ragib [i=62de3b80@gateway/web/freenode/x-mkuctdunfsxrctio] has joined #wikimedia-bd
[00:30] <Ragib> hello everyone
[00:31] <Ragib> দেরী করে ফেললাম
[00:31] <Wikitanvir> তবে বেলায়েত ভাই, যটাই করি না কেন, লেগে থাকতে হবে। কারণ, এই লেগে থাকার অভাবেই অনেক কিছু সফলতার মুখ দেখেনি
[00:31] <Faisal_> স্বাগতম রাগিব ভাই।
[00:31] <Ragib> আশা করি আপনাদের সভা ভালো হচ্ছে
[00:31] <@bellayet> স্বাগতম রাগিব ভাই
[00:31] <Wikitanvir> প্রচুর সাড়া পেয়েছি
[00:31] <@bellayet> আলোচনায় ফিরে আসি
[00:32] <@bellayet> তো নিয়মিত এ ধরনের সভাতেই বোঝা যাবে আসলে কে কি করতে চায়
[00:32] <feltu> chapter naa chaptaa
[00:33] <@bellayet> কে কে এক সাথে উইকিমিডিয়া প্রকল্পগুলোর জন্য কাজ করতে চাব
[00:33] <Wikitanvir> আমি চাই।
[00:33] <@bellayet> তাদের নিয়েই আমরা সরাসরি সভা করবো
[00:33] <Faisal_> বাংলাদেশের পত্রিকা গুলোতে ভালোমত লেখালেখি করা দরকার।
[00:33] <Faisal_> আজকে জার্মান রেডিওর অনুষ্ঠান শুনলাম,কিন্তু...
[00:34] <Wikitanvir> লেখালেখি কিন্তু কমবেশি হচ্ছে আমি প্রথমআলোতে প্রায়ই নিউজ হচ্ছে এমন কী আজকের প্রথম আলোতেও আছে
[00:34] <@bellayet> ফয়সাল আলোচনা অন্য দিকে যাচ্ছে
[00:34] <Ragib> নিউজ ঠিকমত হবার জন্য আমাদের নিজেদেরকেই একটা নিউজ স্টোরি লিখতে হবে
[00:35] <Ragib> মানে, সাংবাদিকদের দেয়ার জন্য একটা হ্যান্ড-আউট জাতীয় কিছু।
[00:35] <Ragib> তাতে কাজ অনেক সহজ হয়ে যায়, সাড়াও বেশী পাওয়া যেতে পারে।
[00:35] <feltu> reliability hoibo too
[00:35] <Faisal_> মানে উইকিপিডিয়ার আপডেট ধরণের কিছু?
[00:35] <Faisal_> পরিসংখ্যান ইত্যাদি?
[00:35] <feltu> deikhhen ho jo bo ro lo
[00:36] <Wikitanvir> এগুলো তো উইকিপেজেই আছে। দেবার প্রয়োজন তো নেই
[00:36] <Ragib> উইকির আপডেট না ... উইকি কী, কীভাবে কাজ করে, বিভিন্ন ইস্যু, বাংলা উইকির পরিসংখ্যান, ইত্যাদি ইত্যাদি
[00:36] <Ragib> উইকিপেইজে কেউ কষ্ট করে যাবে না @তানভীর
[00:36] <Wikitanvir> তা হলে তাদেরকে মেইল করে দেবো?
[00:36] <Wikitanvir> পিডিএফ ডকুম্টে?
[00:36] <Wikitanvir> সরি ডকুমেন্টে?
[00:36] <Wikitanvir> প্রিন্ট কপি অফিসে গিয়ে ধরিয়ে দেবো?
[00:36] == mehrab [i=ca38076d@gateway/web/freenode/x-xvwmzpnqynoidlrr] has quit [Ping timeout: 180 seconds]
[00:37] <Ragib> মিডিয়াতে প্রচার চাইলে থালায় সাজিয়ে তাদের পিডিএফ/বা ওয়ার্ড বা দরকার হলে প্রিন্টেড কপি ধরিয়ে দিতে হবে
[00:37] <Wikitanvir> আমি এ কাজ খুব ভালোভাবে পারবো
[00:37] <Wikitanvir> আমাকে ডকুমেন্টের সংকলন ধরিয়ে দিলে আমি প্রিন্ট করে দিয়ে আসবো তাদের কাছে
[00:37] <Faisal_> আমাদের সুলিখিত নিবন্ধ গুলো ছাপানো গেলে একটা কাজের কাজ হত।
[00:38] <Ali_> ভাল প্রস্তাব ফয়সাল
[00:38] <Ragib> বিজ্ঞান প্রজন্মে কিন্তু মাঝে মাঝে বেরিয়েছে আমাদের সুলিখিত ভুক্তিগুলো
[00:38] <Faisal_> এইটা হত একটা ভালো প্রচার হতে পারে।
[00:38] <Wikitanvir> এটা অনেক কাজের, কিন্তু সময়সাপেক্ষ অনেক
[00:38] <Ragib> সমস্যা একটা আছে, সুলিখিত ভুক্তিগুলোর আকার অনেক বড়
[00:38] <Ragib> তাই পত্রিকাতে ছাপালে সারমর্ম ছাপাতে হবে
[00:38] <Faisal_> সেটা ঠিক
[00:38] <Faisal_> তবে সঠিক অকেশানে তা ছাপানো যেতে পারে।
[00:39] <@bellayet> আমি দুঃখিত আপনাদের আলোচনায় বাঁধা দিবো
[00:39] <@bellayet> আমাদের মূল যে আলোচনা তার সিদ্ধানগুলো নিয়ে তা শেষ করি আগে
[00:39] <@bellayet> তারপর এ আলোচনা আবার করবো
[00:40] <feltu> too mny cook spoil the broth lolllllll
[00:40] <@bellayet> আমরা যারা একসাথে জোট হতে চাই তারা কিভাবে অন্যদের জোটে আনবো?
[00:40] <@bellayet> কে কিভাবে এ ব্যাপারে সাহায্য করবেন তা বলুন
[00:41] <Wikitanvir> কীভাবে সাহায্য চাচ্ছেন?
[00:41] <@bellayet> যে কোনো ভাবে??
[00:41] <Wikitanvir> অর্থাৎ একটু পয়েন্টআউট করুন
[00:41] <Faisal_> আমরা ব্যক্তিগত ভাবে যার যার মত প্রচারণা করতে পারি ব্লগ ইত্যাদি লিখে।
[00:41] <@bellayet> আমাদের আরও লোক এক সাথে করতে হবে
[00:41] <Maksud> যারা ব্লগ লিখেন, তারা ভাল সাহায্য করতে পারবেন। সামহোয়ার বা সচলায়তনে...
[00:41] <Ali_> আগে নিজেদের জোট গঠন করতে হবে
[00:42] <@bellayet> কিভাবে করতে পারবেন সেটা বলুন
[00:42] <Faisal_> যা হয়তো এর মধ্যে অনেকেই করছেন।
[00:42] <Ali_> তারপর জোট বড় হবে বা নতুনেরা আসবে
[00:42] <Wikitanvir> ব্লগ-এ আমি আছি।
[00:42] <@bellayet> আর?
[00:42] <Wikitanvir> ব্লগ কমিউনিটিটা একটু অরগানাইজ করা দরকার। রাগিব ও বেলায়েত ভাই অনেক পুরোনো, তাঁরা সাহায্য করতে পারবেন আশা করি
[00:43] <Ali_> ব্লগে আগে চেষ্টা করে দেখা হয়েছে
[00:43] <Ali_> সবাই ভাল ভাল কমেন্ট দেয় শুধু
[00:43] <Wikitanvir> তা ঠিক, নতুনভাবে পত্রিকায় বা কোনো সংগঠনে নিজে হাজির হওয়া ছাড়া আর কোনো উপায় আছে?
[00:44] <Wikitanvir> সেটা তো সংগঠনভিত্তিক কাজ হবে, ব্যক্তিগতভাবে পাত্তা পাবো না
[00:44] <@bellayet> উইকিমিডিয়া বাংলাদেশ জোটের জন্য আপনারা কে কি করতে পারেন?
[00:44] <Ragib> বিভিন্ন সংগঠন, যেমন বিশ্ব সাহিত্য কেন্দ্রের পাঠচক্রের সাথে এজন্য যোগাযোগ করা যেতে পারে
[00:45] <Ali_> কী কী করা দরকার তা আগে ঠিক করতে হবে
[00:45] <Wikitanvir> দারূণ, তবে ঐ যে, সংগঠন লাগবে, বিসাকে-এর সাথে আমি এক সময় ছিলাম
[00:45] <Faisal_> তারপর প্রথম আলো বন্ধুসভা।
[00:45] <Wikitanvir> বিডিওএসএন তো আছে, সেটাকে সাথে নিয়ে কতোদূর আগানো যায়?
[00:45] <@bellayet> আমার মনে হয় আমরা উইকিপিডিয়ার প্রচারের মধ্যেই ঘুরপাক খাচ্ছি
[00:46] <@bellayet> এটা একদিকে ভাল...
[00:46] <Wikitanvir> এটাই তো এখনকার আলোচনার বিষয়, আর কী চাচ্ছেন?
[00:47] <@bellayet> চালিয়ে যান
[00:48] <Wikitanvir> সবাই চুপ?
[00:48] <Faisal_> আমরা উইকিপিডিয়ানরা বিভিন্ন প্রতিষ্ঠানে অনুষ্ঠান করতে পারি।
[00:48] <Wikitanvir> সেই সাথে বিভিন্ন অকেশনে
[00:49] <Faisal_> এভাবে যদি কিছু প্রচার হয়।
[00:49] <@bellayet> আগামী মাসে বাগেরহাটে একটি জ্ঞান মেলা আছে
[00:49] <Ragib> ফয়সাল, বিডিওএসএন এর আগে এরকম ওয়ার্কশপ করেছে। মূল সমস্যা হলো, অনেকেই সাইন আপ করে, তার পর আর আগ্রহ পায় না।
[00:49] <@bellayet> আমরা সেখানে কিভাবে অংশ নিতে পারি
[00:49] <Faisal_> হ্যা এর মধ্যেই বিডিওএসএন একুশে ফেব্রুয়ারিতে র্যা লি করে।
[00:49] <Ragib> আমার মনে হয় এর বড় কারণ তাদের হাতে লিখিত কিছু দেয়া হয় না।
[00:49] <Ragib> যা তারা বাসায় নিয়ে যেতে পারে
[00:49] <Faisal_> rally
[00:49] <Ragib> বুকলেটটা বড়োই দরকার
[00:50] <Wikitanvir> রাগিব ভাই একটু খুলে বলবেন? কিসের বুকলেট?
[00:50] <Faisal_> হ্যা একটা লিখিত প্রচারপত্র হলে ভালো হয়।
[00:50] <Wikitanvir> উইকি কী, উইকিপিডিয়ার উদ্দেশ্য?
[00:50] <feltu> bangali r khali boro boro katha
[00:50] <Faisal_> নইলে সবই মুখে মুখে মনে হয়।
[00:50] <Ragib> উইকির উপরে বাংলায় একটা সংক্ষিপ্ত বুকলেট প্রায় কম্পলিট আছে
[00:50] <feltu> ehono kii korbo eitai oje naa
[00:51] <Ragib> ওটা বেলায়েত, আমি, আর তারিফ মিলে লিখেছিলাম।
[00:51] <Faisal_> ওইটা ছাপানো যায় না?
[00:51] <Ragib> কীভাবে সম্পাদনা করতে হবে ইত্যাদি ইত্যাদি
[00:51] == Niaz [i=cbdf5e01@gateway/web/freenode/x-bwkodhpsepowuydn] has quit [Ping timeout: 180 seconds]
[00:51] <Faisal_> কবে লেখা হয়েছিল ওটা?
[00:51] <Ragib> আমার মনে হয় ওটা এখন যে অবস্থায় আছে, সেভাবেই ছাপিয়ে দেয়া হতে পারে
[00:51] <Wikitanvir> হালনাগাদ দরকার নাই?
[00:51] <Ragib> গত বছর লেখা, মূল বিষয় সব ঠিকই আছে।
[00:51] <Faisal_> আপনার ব্লগে যেটা আছেসেটা নাকি?
[00:52] <Ragib> মানে রেজিস্ট্রেশন, আপডেট ইত্যাদি।@ফুয়সাল, না আমার ব্লগে যা আছে তা তো মাত্র ২ পাতা
[00:52] <Ragib> এই বুকলেটটা সম্ভবত ২০-২৫ পাতার
[00:52] <Faisal_> বেশ মোটাসোটা!!
[00:53] <Wikitanvir> আচ্ছা ছাপানোর ব্যাপারে আসি, সবাই রাজি?
[00:53] <Faisal_> এত বড় বুকলেট সবাইকে ঢালাও দেয়া যাবে কী?
[00:53] <Ragib> @ফয়সাল, খুব বড় কিন্তু না। প্রতি চ্যাপ্টার হলো ১ বা দেড় পাতার।
[00:53] <Wikitanvir> এ ছাড়া উপায় কী আছে? পিডিএফ তো সরাসরি দেয়া যাবে না
[00:53] <Faisal_> আর গাছের মাঝে না অরণ্য হারিয়ে যায়!!
[00:53] <Ragib> পিডিএফ দিলে কাজ হয় কম।
[00:54] <Ragib> বুকলেটটাতে এই কারণেই খুব গভীরে যাওয়া হয়নি @ ফয়সাল
[00:54] <Wikitanvir> পিডিএফ ভার্সন ব্যক্তিগত মেইল অ্যাটাচমেন্ট প্রচারণার কাজে লাগে
[00:54] <Faisal_> একবার দেখা গেলে ভাল হত।
[00:54] <Ragib> বেলায়েতের কাছে সফট কপি থাকতে পারে
[00:55] <Faisal_> বেলায়েত ভাই, আছে নাকি সফট কপি?
[00:55] <@bellayet> সফট কপটা অনলাইনে ছিল
[00:55] <Ragib> না হলে আমি ইমেইল ঘেঁটে কপি বের করতে পারি। সম্ভবত তারিফ মাস দুয়েক আগে ইমেইলে পাঠিয়েছিলো।
[00:55] <@bellayet> গুগুল ডক্স এ ছিলো
[00:56] <Wikitanvir> সম্পূর্ণ ওকে থাকলে উইকির মেইলিং লিস্টে অ্যাটাচমেন্ট হিসেবে দেন
[00:56] <Ragib> গুগল ডক্সে বেশ পুরানোটা ছিলো। যাহোক, আমার মনে হয় ওটা নিয়ে পিডিএফ বা প্রিন্টাউট করে দেয়া যেতে পারে।
[00:56] <Ragib> যেখানেই প্রচারণা চালানো হয়, সেখানেই এটা হাতে ধরিয়ে দিলে পাবলিকের মনে থাকবে।
[00:57] <@bellayet> ইমেইল ঘাটতে হবে
[00:57] <Faisal_> এই বুকলেটটা ফাইনাল করে বিভিন্ন অনুষ্ঠানে বিতরণ করা যায়।
[00:57] <Wikitanvir> আচ্ছা, প্রিন্টের ফান্ড আসবে কো্ত্থেকে?
[00:57] <Faisal_> যেমন গণিত অলিম্পিয়াড,
[00:57] <feltu> public ere kii sharbot banaiyyaa kaoiyya dite hoibo naki
[00:57] <Wikitanvir> কপি তো অনেক করতে হবে
[00:57] <Faisal_> জ্ঞান উৎসব ইত্যাদি।
[00:57] <feltu> chandaa dimo naaaa
[00:58] <feltu> chanda kela chanda kela chanda kela chanda kela chanda kela chanda kela chanda kela chanda kela chanda kela chanda kela
[00:58] <cary> :)
[00:58] <Wikitanvir> welcome back
[00:58] <Wikitanvir> @cary
[00:58] == cary [n=rapture@wikimedia/Bastique] has left #wikimedia-bd ["Leaving"]
[00:58] == cary [n=rapture@wikimedia/Bastique] has joined #wikimedia-bd
[00:58] <feltu> lol cary
[00:59] <cary> I fell out of the channel
[00:59] <cary> laughing
[00:59] <cary> I don't even know what i am laughing at.
[00:59] <@bellayet> :)
[00:59] <feltu> jim cary
[00:59] <feltu> jim cary showwwwwwwwwwwwwwwwwwwwwwwwww
[01:00] <Wikitanvir> ফেল্টুদা, উনি অতিথি, আশা করবো মন্তব্যে একটু সাবধান থাকবেন।
[01:01] <Wikitanvir> সবার কী হলো?
[01:01] <Ragib> @cary, please ignore feltu, he's a troll.
[01:01] <feltu> aamra sobai rajaa amader ei rajaar ratteeee
[01:01] <feltu> aamra sobai rajaa amader ei rajaar rajatteeee
[01:02] == Faisal_ [i=737f0f05@gateway/web/freenode/x-yslatxkbvejnmjvt] has quit [Ping timeout: 180 seconds]
[01:03] <feltu> then mr. ragib should be nerd
[01:03] <Ragib> যাই হোক, আমি এখন যাই, সভার ট্রান্সক্রিপ্ট পরে দেখে নিবো।
[01:03] <Wikitanvir> Ragib or Bellayet B, pls continue with what we're talking
[01:03] <cary> Ragib: we can silence him if you like
[01:04] == Faisal [i=737f0f05@gateway/web/freenode/x-srfpwfcerelytwpm] has joined #wikimedia-bd
[01:04] <Ragib> @cary, please go ahead and remove feltu from this chat. He's just trolling here since the start of the session.
[01:04] == feltu was kicked from #wikimedia-bd by bellayet [#wikimedia-bd]
[01:04] == mode/#wikimedia-bd [+o cary] by ChanServ
[01:05] == mode/#wikimedia-bd [+b *3a93a81a@*!*@*] by cary
[01:05] == mode/#wikimedia-bd [+b *!*3a93a81a@*] by cary
[01:05] <@bellayet> তানভীর আলোচনা চালিয়ে যান
[01:05] <Wikitanvir> জ্বী বেলায়েত ভাই
[01:05] == mode/#wikimedia-bd [-b *3a93a81a@*!*@*] by cary
[01:06] <@bellayet> কি করতে চাইলেন?
[01:06] <Ragib> বেলায়েত, এই সভার একটা রিপোর্ট কিংবা এই জাতীয় কিছু প্রেস রিলিজ হিসাবে বিভিন্ন পত্রিকায় পাঠিয়ে দিতে পারো
[01:06] <Ragib> সংক্ষেপে সারমর্মটা লিখতে হবে।
[01:06] <Wikitanvir> বেলায়েত ভাই, বুকলেট প্রিন্টের যে কথা হলো, প্রিন্টের ফান্ড আসবে কো্ত্থেকে? মানে কপি তো অনেক
[01:06] <@bellayet> আমি এ সভার কোনো সারমর্ম এখনো পাই নাই
[01:07] <Wikitanvir> সারাংশটা লিখতে হবে
[01:07] <Azim-Charles> হুম রাগিব ভাই ভাল কথা বলেছেন......এতে মানুষ জন জানবে কাজ হচ্ছে
[01:07] <Ragib> তানভীর - শুরুতে অল্প কিছু কপি ছেপে নিতে হবে, প্রিন্টারে করলেই চলবে।
[01:07] <@bellayet> আমি এখানে আজকের সভার কোনো সিদ্ধান্ত পাই নাই
[01:07] <Wikitanvir> কতো কপি, বলেন তো একটু
[01:07] <Azim-Charles> হুম
[01:08] <Ragib> আর কপি মাগনা না দিয়ে ৫/১০ টাকা দিলে সেটার দাম পাবলিক দিবে।
[01:08] <Ragib> :)
[01:08] <Ragib> পরে কারো থেকে একটা স্পন্সরশীপ পেলে ১ পাতার বিজ্ঞাপন দিয়ে আসল ছাপাখানা থেকে ছাপানো যেতে পারে।
[01:08] <Wikitanvir> কিন্তু এটা মটোর সাথে কী খাপ খাচ্ছে? উইকিপিডিয়া, দ্য ফ্রি এনসাইক্লোপিডিয়া....
[01:08] <Azim-Charles> টাকা কালেক্ট করলে চেক দিতে হবে নাকি ?? ঃ)
[01:08] <Faisal> হ্যা তবে পারলে মাগনা দিলেই ভাল হয়।
[01:09] <Faisal> বাট নট বুকলেটস!!
[01:09] <Azim-Charles> কিন্তু প্রিন্ট তো মাগ্না করা যাবে না
[01:09] <Ragib> ফয়সাল/তানভীর , ফ্রি মানে কিন্তু মাগনা না, ফ্রি = মুক্ত
[01:09] <Azim-Charles> এই কথা টা বার বার ভুলে জাই :(
[01:09] <Wikitanvir> যা বলেছেন, বাংলাদেশের মানুষ চিনতে কী আর বাকী আছে আপনার?
[01:10] <Ragib> আর মাগনা জিনিষের গুরুত্ব মানুষে দেয় না। সম্ভবত উইকিসিডির দাম রাখার পরেও এর চাহিদা ব্যাপক ছিলো
[01:10] <Wikitanvir> মাগনা দিলে বাসায় ফেলে রাখবে, বেচলে কিনবে না
[01:10] <Ali_> আবার আসলাম
[01:10] <Ragib> দামটা ৫ টাকা রাখলে কিনবে। মানে খুব অল্প, টোকেন দাম।
[01:10] <Faisal> একটা ন্যুনতম দাম রাখা যায়।
[01:10] <Wikitanvir> আমার মনে হয় দেওয়াল পত্রিকা হলে চলে
[01:10] <Wikitanvir> পাঁচটাকাও চলে
[01:11] <Faisal> হ্যা টোকেন প্রাইস।
[01:11] <Ragib> আমার ল্যাপটপের ব্যাটারি শেষ, যাই তাহলে। ভালো থাকুন সবাই।
[01:11] == saikat__ [i=740c2725@gateway/web/freenode/x-khtrtqlxsmhfnqcn] has joined #wikimedia-bd
[01:11] == Ragib [i=62de3b80@gateway/web/freenode/x-mkuctdunfsxrctio] has left #wikimedia-bd []
[01:11] <Azim-Charles> ভাল থাকুন রাগিব ভাই
[01:11] <Wikitanvir> যেমন: ভার্সিটির ডিপার্টমেন্টের নোটিশ বোর্ডে টাঙাতে পারি
[01:11] <Azim-Charles> আগামী সপ্তাহে আবার দেখা হবে আশা করি
[01:11] <@bellayet> প্রিন্ট করার দায়িত্ব কে নিলেন?
[01:11] <Faisal> আমরা সামনের বাগেরহাট জ্ঞান উৎসব কী ধরতে পারি?
[01:12] <Wikitanvir> কয় কপি তো বললেন না?
[01:12] <Wikitanvir> পেপার সাইজ রয়্যাল হলে চলেবে, তা হলে পৃষ্ঠা কম হবে
[01:12] <@bellayet> আগে আপনাকে বুকলেটটা দেখতে হবে
[01:13] == Maksud [i=cbdf5e01@gateway/web/freenode/x-youzylxsplvldvew] has quit ["Page closed"]
[01:13] <Wikitanvir> পাঠিয়ে দেন। আমি দেখে জানিয়ে দেবো
[01:13] <@bellayet> ভাল
[01:13] <@bellayet> বাগেরহাটের অনুষ্ঠানটিতে দিতে হলেও অন্তত ৫০ কপিতো লাগবেই
[01:13] <Wikitanvir> পৃষ্ঠা একশর মধ্যে থাকলে আমার সাধ্যের মধ্যে পুরোপুরি। মানে প্রায় পাঁচ কপি প্রায়
[01:13] <@bellayet> আরও বেশি হলে আরও ভাল
[01:14] <Wikitanvir> আরা করা যাবে
[01:14] <@bellayet> আমার মনে হয় আমাদের মিটিং শেষ করা দরকার
[01:14] <Wikitanvir> আমার পরিচিতদের বলে দেখতে পারি। উইকিতে অবদান না রাখলেও এটা করতে পারেন
[01:14] <@bellayet> অনেক রাত হয়েছে
[01:14] <@bellayet> তানভীর এর শেষ টানুন
[01:14] <Faisal> বিজ্ঞাপন দেয়া হবে কী?
[01:14] <@bellayet> সিদ্ধান্ত গুলো বলে ফেলুন
[01:14] <Azim-Charles> জ়ী বেলায়েত ভাই রাইত হইছে
[01:15] <Wikitanvir> সিদ্ধান্তগুলো প্রায় অস্পষ্ট, কারণ অনেক দিক জড়িত। আমার যা বলার আমি বলছি।
[01:15] <@bellayet> সার্বিক ভাবে বলুন
[01:16] <@bellayet> যাতে এটি রিপোর্তে লেখা যাউ
[01:16] <@bellayet> যায়
[01:16] <@bellayet> অন্তত মেটা উইকি পাতায় গুছিয়ে লেখা যায়
[01:16] <Wikitanvir> প্রথমত... যে আলোচনাটা হয়েছে তার সারাংশও ও তৈরি হওয়া আইডিয়াগুলো এক সেকশনে ভাগ করতে হবে
[01:16] <@bellayet> এক এক করে বলে যান
[01:16] <Wikitanvir> তারপর বুকলেটের ব্যাপারটায় একটা সিদ্ধান্ত আসতে হবে। কতো কপি ও কীভাবে তার ওপর। মেইলিং থ্রেডে আলোচনা হতে পারে।
[01:17] <@bellayet> তাহলে আজকের সভায় কি আলোচনা হলো?
[01:17] <Wikitanvir> বলছি। প্রচারণার আইডিয়া গুলো ভাগ করতে হবে দুই ভাবে: ১. ভার্চুয়াল ও ২. সরাসরি
[01:17] <Wikitanvir> আর আজকের সভার আলোচনা হচ্ছে....
[01:17] <Ali_> কী সিদ্ধান্ত হলো?
[01:18] <@bellayet> ভার্চুয়ালে কি হয়েছে?
[01:18] <Wikitanvir> ব্লগ, মেইলের মাধ্যমে প্রচারণা
[01:18] <Ali_> একটা কোর করতে হবে
[01:18] <Wikitanvir> এ ব্যাপারে যে কথাগুলো এসেছে
[01:19] <Wikitanvir> আজকের মূল আলোচনা হয়েছে.... প্রথমত উইকিমিডিয়া ফাউন্ডেশনের প্রকল্প নিয়ে, বিশেষ করে মেটা-উইকি বিষয়ে
[01:19] <Wikitanvir> সারমর্মে মেটা-উইকির ছোট বর্ণনা দিতে হবে
[01:19] <Wikitanvir> দ্বিতীয়ত, উইকিমিডিয়া বাংলাদেশের গোষ্ঠী তৈরি কীভাবে করা যায় তা নিয়ে
[01:19] <@bellayet> সাধারণ আলোচনায় যা হয়েছে তা বাদ দিতে পারেন
[01:19] <@bellayet> কারণ ওগুলো কোনো সিদ্ধান্ত নয়
[01:20] <Wikitanvir> এজন্য প্রতিবন্ধকতা, সম্ভাবনা এগুলো কি কি?
[01:20] <Wikitanvir> আমি আলোচানার বিষয়গুলো বলছি
[01:20] <@bellayet> আমাদের আগামী করণীয় কি?
[01:20] <Wikitanvir> সিদ্ধান্তে আসচি
[01:21] <Wikitanvir> প্রথম করণীয়: এই আলোচনার বিষয়গুলো নিয়ে সামনের সভায় আবার আলোচনা করা ও মেইলিং থ্রেডে এক সপ্হাতে রেসপন্স নেওয়া
[01:21] <Wikitanvir> দ্বিতীয় সিদ্ধান্ত: বুকলেটটার সম্ভাব্যতা যাচাই করা
[01:22] <@bellayet> আর কিছু?
[01:22] <Wikitanvir> ৩. মেটার চ্যাপ্টারটা নিয়েও একটা সিদ্ধান্ত দরকার, যা আলোচনা হয়েছে তার ওপর। এটা বেলায়েত ভাই বলবেন
[01:22] <@bellayet> চ্যাপ্টার নিয়ে আজকে আমি তেমন কোনো আলোচনা দেখছি না
[01:23] <Wikitanvir> ৪. উইকিপিডিয়ার মানোন্নয়ের ব্যাপারে পরামর্শ ও লক্ষ্য। কারণ এটাই সবকিছুর মূলে।
[01:23] <Wikitanvir> চ্যাপ্টারের ব্যাপারে আমি লিঙ্কের কথা বলছি, আরো জানার জন্য
[01:23] <Wikitanvir> এই চারটা ই আমার মাথায় এসেছে।
[01:24] <Wikitanvir> বেলায়েত ভাই বলেন
[01:24] <@bellayet> চ্যাপ্টার সম্পর্কে আমার এটুকুই পরামর্শ http://meta.wikimedia.org/wiki/Wikimedia_Bangladesh এই পাতাটি দেখুন
[01:24] <@bellayet> এবং এর সব লিঙ্ক গুলো খুলে পড়ে দেখার চেষ্টা করুন
[01:25] <@bellayet> আমাদের আরও অনেক পথ যেতে হবে
[01:25] <Faisal> আজকের নতুন আলোচনার প্রেস রিলিজ পত্র - পত্রিকায় দেয়া হবে কি?
[01:25] <Wikitanvir> আর সবাইকে বলছি, ব্লগে আপডেট দিন সবসময়
[01:25] <Faisal> তাহলে সেটা লিখা।
[01:25] <@bellayet> দায়িত্ব কে নিচ্ছেন?
[01:25] <Faisal> কিসের?
[01:26] <@bellayet> আমি তানভীর এবং ফয়সাল কে দুটো দায়িত্ব দিতে চাই
[01:26] <Wikitanvir> প্রেস রিলিজের ব্যাপারে আমি লিখে আজ-কালের মধ্যে পাঠিয়ে দিতে পারি মেইলিং থ্রেডে। পরে সংশোধন করা যাবে?
[01:26] <@bellayet> কি রাজী?
[01:26] <Wikitanvir> আমি রাজি
[01:26] <Faisal> সবসময়।
[01:27] <@bellayet> তানভীরঃ মেটা উইকিতে আজকের মিটিং নিয়ে একটি পাতা করা আছে তা আগের মিটিংয়ের মত করে হালনাগাদ করতে হবে
[01:27] <@bellayet> সাথে মিটিং লগ কপি করে দিতে হবে
[01:27] <@bellayet> কে কে উপস্থিত ছিলেন তা দিতে হবে
[01:28] <@bellayet> ফয়সালঃ প্রেস-রিলিজ রেডি করতে হবে এবং এটা ছাপানোর ব্যবস্থা করতে হবে
[01:28] <Wikitanvir> কনসিডার ইট ডান, ইনশাল্লাহ। সকালের আগেই ইনশাল্লাহ করে ফেলবো
[01:28] <Faisal> প্রেস রিলিজ লিখতে পারবো।
[01:28] <Faisal> কোন কোন পত্রিকায় পাঠাবো?
[01:29] * cary is enjoying seeing that IRC is perfectly capable of scrolling Bangla text
[01:29] <@bellayet> আমি রাগিব ভাইকে সাথে নিয়ে বুকলেটের সফটকপি খুজে দেখে পাঠাচ্ছি
[01:29] <@bellayet> এই তো
[01:30] <Wikitanvir> তা হলে, সাইওনারা?
[01:30] <@bellayet> ফয়সালঃ যে কতকটায় পারা যায়
[01:30] <Faisal> অফিসে গিয়ে দিয়ে আসব নিশ্চই।
[01:30] <Wikitanvir> বেলায়েত ভাই, আগের লেখাগুলো কী করবো?
[01:31] <@bellayet> ইমেইল থাকলে তাতে পাঠালেও হবে যদি পরিচিত থাকে
[01:31] <Wikitanvir> মানে আজকের মিটিংয়ের পাতাটায়
[01:31] <@bellayet> সব কিছুই রাখতে পারেন, কারণ এগুলো একটি ইতিহাসের মতন
[01:32] <@bellayet> পুরোটাই থাকলে পরে কাজে আসবে
[01:32] <Wikitanvir> তাহলে আমার মতো করে সাজিয়ে ফেলি?
[01:32] == Ali_ [i=771e2416@gateway/web/freenode/x-exgsuiewotzdwvqk] has left #wikimedia-bd []
[01:32] <@bellayet> কিছুই মুছে ফেলার দরকার নাই
[01:32] <Wikitanvir> আগে পিছে করে? সেকশন তৈরি করে? মুছবো না কিছুই
[01:32] <Faisal> আগামী মিটিং কবে হবে?
[01:32] <Wikitanvir> সেম টাইম, সেম ডে
[01:32] <@bellayet> আগামী সপ্তাহে
[01:32] <Faisal> সামনে ঈদ, আমি ঢাকার বাইরে চলে যাবো।
[01:33] <Faisal> তাই হয়তো আগামী মিটিং এ থাকা হবে না।
[01:33] <@bellayet> আগামী বৃহস্পতিবার তো ঈদ না
[01:33] <Faisal> হা হা হা...তা না।
[01:33] <@bellayet> ঈদের সপ্তাহ বন্ধ থাকবে
[01:33] <Faisal> তবে আমার ইউনি বন্ধ এখন।
[01:33] <Wikitanvir> তবে আমার অবদান যথারীতি খোলা থাকবে। ঈদের দিনও ইনশাল্লাহ।
[01:34] <Faisal> তাই ঢাকায় থাকাটা সুবিধাজনক না।
[01:34] <@bellayet> অন্য অংশগ্রহণকারীদের অশেষ ধন্যবাদ, আমাদের সাথে থাকার জন্য
[01:34] <LKabir> thanks bellayet bhai to inform to attend
[01:34] <@bellayet> যদিও আলোচনা গুলো আপনাদের সবার উপকারে আসবে না
[01:35] <LKabir> na bhalo legece
[01:35] <@bellayet> তারপরেও আপনাদের সাথে পেয়ে আমাদের খুবই ভাল লেগেছে
[01:35] <Wikitanvir> ফয়সাল ভাইকে একটা কাজ আমি দিতে চাই
[01:35] <@bellayet> আশা করি আপনারা সবসময় আমাদের সাথেই থাকবেন
[01:35] <Wikitanvir> তা হলো, গত সভার মতো একটা ব্লগ ফেসবুকে দেওয়া
[01:35] <Faisal> আপনিও!!
[01:36] <Faisal> অলরাইট।
[01:36] <Wikitanvir> আরে আপনি তো করেন-ই....
[01:36] <@bellayet> তাহলে আজকে এ পর্যন্তই
[01:36] <Faisal> আর আশা করি প্রেস রিলিজের ব্যাপারে বেলায়েত ভাই এর সাহায্য পাব।
[01:36] <Wikitanvir> আল্লাহ হাফেজ, আমার পক্ষ থেকে
[01:36] <Faisal> বিদায়।
[01:36] <LKabir> bellayet bhai ictjournalist@gmail.com mail e update pathale khusi hobo
[01:37] <@bellayet> ফয়সাল করে দিবে
[01:37] <LKabir> thanks
[01:37] <@bellayet> সবাইকে আবারও ধন্যবাদ
[01:37] <Faisal> করে দেব।
[01:37] <@bellayet> আল্লাহ হাফেজ
[01:37] <LKabir> thanks faisal bhai
[01:37] <LKabir> bye