উইকিউপাত্ত
উইকিউপাত্ত বা উইকিডেটা (www.wikidata.org, উইকিপিডিয়া নিবন্ধ) হলো উইকিমিডিয়া কর্তৃক হোস্টকৃত এবং রক্ষণাবেক্ষণকৃত একটি প্রকল্প, এটি ২০১২ সালে চালু হয়েছিল; যার লক্ষ্য একটি মুক্ত জ্ঞান ভাণ্ডার তৈরি করা যা মানুষ ও যন্ত্র উভয় দ্বারাই পড়া ও অবদান রাখা সম্ভব হবে। উইকিমিডিয়ার সকল প্রকল্পে এটি তথ্য সরবরাহ করবে এবং তথ্যের কেন্দ্রীয় প্রবেশ নিশ্চিত করবে, যেমনটা উইকিমিডিয়া কমন্স সকল মাল্টিমিডিয়া ফাইলের ক্ষেত্রে করে থাকে।
এটি উইকিমিডিয়ার সকল প্রকল্পসমূহের বিভিন্ন ভাষার সংস্করণগুলোর মধ্যে এবং প্রদত্ত বিষয়গুলিকে অন্তর্ভুক্ত করে এমন প্রকল্প জুড়ে পার্শ্বদণ্ডে অবস্থিত আন্তঃউইকি সংযোগসমূহের কেন্দ্রীয় ব্যবস্থাপনা সক্রিয় রাখে, যা পূর্বে পাতার নীচে পৃথক আন্তঃউইকি সংযোগের মাধ্যমে প্রয়োগ করা হচ্ছিল।
এই প্রকল্পের শুরুর দিকের উন্নয়নের জন্য দান করেছিল এলেন ইনস্টিটিউট ফর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স [এআই]২, দ্য গর্ডন অ্যান্ড বেটি মুর ফাউন্ডেশন, এবং গুগল, ইনকর্পোরেশন।
আরও তথ্য
- উইকিউপাত্ত.অর্গ – এটি হল মূল ওয়েবসাইট।
- উইকিউপাত্ত পরীক্ষামূলক ওয়েবসাইট
- ভূমিকা – প্রযুক্তিগত দিক বাদে উইকিউপাত্ত প্রকল্প ও এর লক্ষ্য সম্পর্কে ভূমিকা দেওয়া হয়েছে।
- প্রাজিপ্র – প্রায়শ জিজ্ঞাসিত প্রশ্নাবলীর উত্তর।
- উন্নয়ন – বর্তমান উন্নয়নমূলক কাজের সারসংক্ষেপ।
- অবদান – আপনি যেভাবে অবদান রাখতে পারেন।
- শব্দকোষ – উইকিউপাত্তে যেসব শব্দ ব্যবহার করা হয় সেসবের ব্যাখ্যা।
উইকিপিডিয়ার উপর প্রভাব
আমরা তিনটি প্রধান বিষয় নিয়ে কাজ করি:
- ভাষা লিঙ্কগুলির এক জায়গায় কেন্দ্রীয়করণ
- সমস্ত উইকিপিডিয়ার জন্য তথ্যছক উপাত্তের একটি কেন্দ্রীয় স্থান প্রদান করা
- উইকিউপাত্তে নিবন্ধ ভিত্তিক তালিকা নির্মাণ এবং তা হালনাগাদ করা
স্থিতি
আমরা উইকিউপাত্তের কার্যক্রমের সারসংক্ষেপ নিয়মিত স্থিতি হালনাগাদে প্রদান করে থাকি।
আকার
উইকিউপাত্ত বর্তমানে সর্ববৃহৎ উইকিমিডিয়া প্রকল্প, যেখানে ১০০ মিলিয়নেরও বেশি বিষয়বস্তু পাতা রয়েছে।