Jump to content

Wiki Project Med/The Cure Award/bn

From Meta, a Wikimedia project coordination wiki

উইকিপিডিয়ার অন্যতম একজন চিকিৎসাবিজ্ঞান বিষয়ক অবদানকারী হওয়ায় আপনাকে অভিনন্দন‍!

[edit]
২০১৯ কিউর অ্যাওয়ার্ড
২০১৯ সালে যে-কোনো উইকিপিডিয়ায় চিকিৎসাবিজ্ঞান বিষয়ক সম্পাদনার ক্ষেত্রে শীর্ষ ~৩০০ জন সম্পাদকের মধ্যে আপনি একজন। জনসাধারণের কাছে উন্মুক্ত, সম্পূর্ণ, সঠিক, এবং হালনাগাদকৃত স্বাস্থ্য বিষয়ক তথ্য পৌঁছে দিতে আপনার প্রচেষ্টার জন্য উইকি প্রজেক্ট মেডের পক্ষ থেকে আমরা আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আপনাকে এবং আপনার এই মূল্যবান ও প্রশংসনীয় কাজকে আমরা স্বাগত জানাই! উইকি প্রজেক্ট মেড হচ্ছে একটি বিষয়ভিত্তিক সংগঠন যার উদ্দেশ্য হচ্ছে উইকিপিডিয়ার স্বাস্থ্য বিষয়ক তথ্যের মানোন্নয়ন করা। আপনিও আমাদের সংগঠনে যোগ দিতে পারেন, আর সেটি সম্পূর্ণ বিনামূল্যে।

আপনাকে আবারও ধন্যবাদ। :-) -- Doc James ও সমগ্র উইকি প্রজেক্ট মেড ফাউন্ডেশন দল