Jump to content

User:WBevents

From Meta, a Wikimedia project coordination wiki

আমি সন্দীপ। ইউসার নাম WBEvents, কেন? ভাবনা টা স্বাভাবিক। আসলে বাংলার ইতিহাস ও তার এখনের গতি প্রকৃতি আমায় আকৃষ্ট করে। উত্তরে পর্বত মালা, দক্ষিণে সমুদ্র সৈকত, পুবে পদ্মা নদীর পাড়ে মন কি আবেগি হয়ে ওঠে। দেশের প্রধান শস্য ধান এ বাংলাই বেশি দিয়ে থাকে। যথেষ্ঠ নয় যা গর্ব করার মত তুলনা করার মত। এক কথায় অতুলনীয়। আসলে নিজের মত কিছু শুরুর প্রয়াসে আজো চলছি। হোঁচট খাচ্ছি। কথায় কথা বাড়ে। যা হোক, আর আমি হলাম গিয়ে Event Management এর লোক, সে হিসেবেই আদুরে নাম পশ্চিমবঙ্গের ঘটনাবলী। কিন্তু এখন বুঝতে পারি, অসাবধানে কি চাপ নিয়ে ফেলেছি। এগোলে যে পিছনে যায় না। তবু দিন দিন ভাবি ,ঘটনাক্রম তো কাগজ নয়, আবার প্রত্যেক ঘটনাই তো ঘটমান, কিন্তু জরুরী কোন গুলো? আর এ জরুরী তথ্য সার্বিক ভাবে কি উপকারে লাগতে পারে?