Jump to content

User:Aishik Rehman/@/bn

From Meta, a Wikimedia project coordination wiki
Aishik Rehman

ঐশিক রেহমান

নিয়মিত সদস্য, উইকিমিডিয়া বাংলাদেশ
উইকিমিডিয়া আন্দোলন সনদ প্রতিনিধি, বাংলা
আমার কেবল পূর্বপুরুষ নয়, পূর্বনারীও আছেন। আমার ডিএনএ-ও তা অস্বীকার করে না।

পরিচিতি

২০২২ সালে অনুষ্ঠিত উইকিম্যানিয়া বাংলাদেশ আয়োজনে আমি
আমি ঐশিক রেহমান (ইংরেজি: Aishik Rehman, আইপিএ: o͡i̯ʃik  rehoman), একজন পুরোদস্তুর বাংলাদেশী এবং আপাদমস্তক বাঙালি নৃগোষ্ঠীর সদস্য। আমি কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশলে অধ্যয়নের পাশাপাশি মানব ভাষা ও কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কাজ করছি। এছাড়াও কম্পিউটার ভিত্তিক ভাষাতত্ত্ব, লেক্সিকোলজি এবং ভাষাগত প্রযুক্তিতে আমার বিদ্যায়তনিক আগ্রহ রয়েছে। ২০১৮ সাল থেকে, আমি বাংলা, বিষ্ণুপ্রিয়া মণিপুরী, ইংরেজি এবং অসমীয়া ভাষায় স্থানীয় প্রকল্পের পাশাপাশি প্রায় সব বহুভাষিক উইকিমিডিয়া প্রকল্পেও সক্রিয় রয়েছি। উইকিমিডিয়া প্রকল্পগুলোতে আমার সমস্ত অবদান কেন্দ্রীয় প্রমাণীর মাধ্যমে দেখা যাবে।

অ্যাফিলিয়েট/সংস্থা

ব্যবহারকারী অধিকার

বাংলা উইকিপিডিয়াতে এই ব্যবহারকারীর প্রশাসক অধিকার রয়েছে।
বাংলা উইকিঅভিধানে এই ব্যবহারকারীর প্রশাসক অধিকার রয়েছে।
বাংলা উইকিঅভিধানে এই ব্যবহারকারীর ইন্টারফেস প্রশাসক অধিকার রয়েছে।
বাংলা উইকিবইয়ে এই ব্যবহারকারীর ইন্টারফেস প্রশাসক অধিকার রয়েছে।

ব্যবহারকারী দল

  • Asian Month
  • APAC
  • ART FEMINISM

কার্যক্রম

উইকিমিডিয়া আন্দোলনব্যাপী আমি যেসব প্রকল্পে সমন্বয়ক ও সহযোগী হিসেবে কাজ করেছি:

উইকি লাভস চিল্ড্রেন
২০২১, বৈশ্বিক আয়োজক ও সমন্বয়ক
উইকি লাভস উইমেন দক্ষিণ এশিয়া
২০২০ - আঞ্চলিক সমন্বয়ক (bnwiki)
২০২১ - বৈশ্বিক আয়োজক, সমন্বয়ক ও গ্রান্টি
নারীবাদ ও লোকগাথা
২০২১, পর্যালোচক ও সমন্বয়ক (bnwiki)
২০২২, আঞ্চলিক আয়োজক ও সমন্বয়ক (bnwiki)
২০২৩, আঞ্চলিক আয়োজক ও সমন্বয়ক (bnwiki)
উইকি লাভস মনুমেন্টস (বাংলাদেশ পর্ব)
২০২২, আয়োজক ও জুরি সমন্বয়ক
২০২৩, আয়োজক ও জুরি সমন্বয়ক
উইকি লাভস আর্থ
২০২২, বৈশ্বিক পর্যালোচক
উইকি লাভস আফ্রিকা
২০২৩, প্রাক-পর্যালোচক
উইকি ভালোবাসে লোকগাথা
২০২৩, আঞ্চলিক আয়োজক ও সমন্বয়ক, বাংলাদেশ
উইকিপিডিয়া এশীয় মাস
২০২০, পর্যালোচক সদস্য [bnwiki]
২০২১, আঞ্চলিক সংগঠক ও সমন্বয়ক [bnwiki]
২০২২, আঞ্চলিক সংগঠক ও সমন্বয়ক [bnwiki]
২০২৩, আঞ্চলিক সংগঠক ও সমন্বয়ক [bnwiki]
উইকিমিডিয়া আন্দোলন সনদ প্রতিনিধি কর্মসূচি
২০২৩, সমন্বয়ক ও গ্রান্টি (বাংলা সম্প্রদায়)

ব্যবস্থাপিত অনুদান

যোগাযোগ

  • আইআরসি নিক: Aishik
  • টেলিগ্রাম: /aishikrehman
  • ইমেইল: aishikrehman(_AT_)gmail.com
  • মেটা উইকি: Aishik Rehman
  • বাংলা উইকিপিডিয়া: Aishik Rehman

বিকল্প অ্যাকাউন্টসমূহ