Jump to content

Translation requests/Step-by-step chapter creation guide/bn

From Meta, a Wikimedia project coordination wiki

" চ্যাপ্টার তৈরির প্রক্রিয়া সম্পর্কে একটি সহজপাঠ্য ভুমিকা হিসাবে ব্যবহৃত হওয়া" এই লেখাটির উদ্দেশ্য। যারাই একটি উইকিমিডিয়া চ্যাপ্টার গঠনের চিন্তা করছেন, তাদের জন্য এটি সর্বপ্রথম বিবেচ্য - যদিও এ লেখাটিই শেষকথা নয় এবং এখানে আঞ্চলিক বিভিন্নতা অর্ন্তভুক্ত করা হয়নি।

অনুগ্রহ করে লক্ষ্যকরুন, কিছু কিছু ক্ষেত্রে ভিন্ন উপায়েও চ্যাপ্টার গঠনপ্রক্রিয়া আরম্ভ করা যেতে পারে। আপনি চাইলে চ্যাপ্টারস কমিটির সাথে চ্যাপ্টার গঠনের বিভিন্ন প্রক্রিয়া সম্পর্কে আলোচনা করতে পারেন।

প্রথম পদক্ষেপ: কিছু মানুষকে একত্রিত করুন

[edit]

চ্যাপ্টারগুলোর মূল হচ্ছে কিছু মানুষ, একটি ভৌগলিক সীমানার ভেতরে দলবদ্ধ একদল মানুষ - যারা সর্বোতভাবে উইকিমিডিয়ার প্রকল্পগুলোতে সম্পাদনা ব্যতীত অন্যান্য উপায়ে অবদান রাখতে এবং সেগুলোকে এগিয়ে নিতে ইচ্ছুক। আপনার দেশের আইন অনুযায়ী এরকম একটি সংগঠন তৈরি করতে হয়তো একটি নির্দিষ্ট সংখ্যাক মানুষ একত্রিত হবার দরকার হবে। আপনাদের দলে সে সংখ্যক মানুষ রয়েছে এব্যাপারটি শুরুতেই নিশ্চিত করুন।

দ্বিতীয় পদক্ষেপ: সংগঠনের উপবিধি তৈরি করুন

[edit]

এটি একটি চ্যাপ্টার গঠনের সবচাইতে গুরুত্বপূর্ণ ধাপ।

উপবিধিতে আপনাদের সংগঠনের লক্ষ্য এবং উদ্ধেশ্যগুলো সংজ্ঞায়িত হবে। এগুলো সংক্ষিপ্ত এবং সুনির্দিষ্ট হতে হবে। দুর্বোধ্য অথবা কঠিন সংজ্ঞা পরিহার করুন।

উপবিধি লেখার সময় আপনাদের যে বিষয়গুলোর প্রতি লক্ষ্য রাখতে হবে (নিচের ক্রমানুসারে):

  1. আপনার দেশের প্রচলিত আইন
  2. চ্যাপ্টার তৈরির ব্যাপারে উইকিমিডিয়া ফাইন্ডেশনের পূর্বশর্তগুলো
    • আপনাদের সংগঠনের মূল লক্ষ্য উইকিমিডিয়া ফাউন্ডেশনের লক্ষ্যসমূহের সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে, যেমন: মুক্ত উপকরন ও উইকিমিডিয়া প্রকল্পগুলোর বিস্তারে সহায়তা করা।
    • যেখানে যতটা সম্ভন অব্যবসায়ীক অবস্থান ধরে রাখা
    • উকিমিডিয়া প্রকল্পগুলোর আওতার মধ্যে পড়েনা এমন রাজনৈতিক বক্তব্য/দলগুলোর সম্পর্ক এড়িয়া চলা
  3. চ্যাপ্টার তৈরির জন্য উইকিমিডিয়া ফাউন্ডেশনের নির্দেশিকা

ওপরের বিষয়গুলো যথাযথভাবে অনুসরণ করার জন্য প্রথমে আপনাদের দেশের অন্যান্য সংগঠনের উপবিধি সম্বন্ধে ধারণা নিয়ে সেগুলোকে উকিমিডিয়ার পূর্বশর্ত ও নির্দেশিকার সাথে সামঞ্জন্য ঘটান। উইকিমিডিয়ার বর্তমান চ্যাপ্টারগুলোর উপবিধিগুলো অনুবাদ করে ব্যবহার করা থেকে বিরত থাকুন, কেননা একেক দেশের আইন একেক ধরনের এবং এক দেশের প্রেক্ষপটে গুরুত্বপূর্ন কোন বিষয় অন্যদেশে নাও খাটতে পারে।

আপনাদের দলে যদি কোন আইনজীবী থেকে থাকেন তবে উপবিধি তৈরিতে তার সক্রিয় অংশগ্রহন নিশ্চিত করুন, মনে রাখবেন - আপনাদের সংগঠনের আইনগত গ্রহনযোগ্যতার দায়িত্ব আপনাদের।

উপবিধি তৈরির যে কোন পর্যায়ে উপদেশ বা সহায়তার জন্য নির্দ্বিধায় চ্যাপ্টারস কমিটি or উইকিমিডিয়ার বর্তমান চ্যাপ্টারগুলের সদস্যদের যোগাযোগ করুন।

তৃতীয় পদক্ষেপ: উপবিধির অনুমোদনের জন্য চ্যাপ্টার কমিটির কাছে জমা দিন

[edit]

আপনাদের উপবিধি তৈরি হয়ে গেলে (কিন্তু অনুষ্ঠানিক ভাবে সংগঠনের আবির্ভাবের আগে, যেমন: সংগঠনের নামে ব্যাংক হিসাব খোলা বা আনুষ্ঠানির উদ্বোধন বা দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে নিবন্ধন করার পূর্বেই) তা ইংরেজিতে অনুবাদ করে চ্যাপ্টার কমিটির কাছে অনুমোদনের জন্য জমা দিতে হবে।

চ্যাপ্টারস কমিটি কোন আইনজীবী কর্তৃক অনুমোদিত অনুবাদ চাইতে পারে, সেক্ষেত্রে কমিটি উপবিধি অনুবাদের তহবিল প্রদান করবে।

চ্যাপ্টার কমিটি আপনাদের উপবিধি পরিক্ষানিরীক্ষা করবে এবং আপনাদের সংগঠন কে একটি উইকিমিডিয়া চ্যাপ্টার হিসাবে অনুমোদনের জন্য উপবিধিটি বোর্ড অব উইকিমিডিয়া ফাউন্ডেশনের কাছে জমা দিবে।

চ্যাপ্টার এপ্রোভাল প্রসেস নির্দেশিকাতে এ ব্যাপারে বিস্তারিত বলা আছে।

চতুর্থ পদক্ষেপ: যথাযথ কর্তৃপক্ষের নিকট সংগঠনের নিবন্ধন করুন

[edit]

উকিমিডিয়া ফাউন্ডেশনের অনুমোদনের পর আপনারা নিজ দেশের আইন অনুযায়ী সংগঠনের নিবন্ধন সম্পন্ন করতে পারেন।

লক্ষ্যনীয় যে, চ্যাপ্টার গঠনে এ পর্যায়ে সংশ্লিষ্ট চ্যাপ্টার এবং উইকিমিডিয়া ফাউন্ডেশনের মর্ধে বিভিন্ন ধরনের চুক্তি সম্পাদিত পারে।

পঞ্চম পদক্ষেপ: কিছু অর্থ সংগ্রহ করুন

[edit]

এই পর্যায়ে আপনাদের কিছু অর্থের প্রয়োজন পড়তে পারে। আপনাদের সংগঠনের নিবন্ধ, ব্যাংক হিসাব খোলা ইত্যাদির জন্য কিছু টাকার প্রয়োজন পড়তে পারে। এই অর্থের প্রথম উৎস হতে পারে আপনাদের সংগঠন (যেমন: আপনাদের সংগঠন যদি সদস্যভিত্তিক হয় তবে সদস্য ফি নেয়া যেতে পারে)।

নিজেদের থেকে যতটা অর্থ সংগ্রহ করতে পারবেন সংগঠনটি দাড় করাতে তার থেকে বেশি অর্থের যদি প্রয়োজন হয় তবে আপনারা চ্যাপ্টারস কমিটির কাছে অতিরিক্ত তহবিল চাইতে পারেন।

ষষ্ঠ পদক্ষেপ: আরম্ভ করে দিন!

[edit]

হয়ে গেছে! এখন আপনারা চ্যাপ্টারের কার্যক্রম আরম্ভ করে আপনাদের দেশে উইকিমিডিয়ার প্রকল্পগুলোর প্রচার প্রসারে নেমে পড়তে পারেন।

সম্ভব্য প্রকল্পগুলো সম্বন্ধে ধারনা নিতে আপনারা সবর্দাই অন্যন্য চ্যাপ্টারগুলো কি করেছে বা করছে তা দেখতে পারেন।

মনে রাখবেন, আপনারা সবসময়ই চ্যাপ্টারস কমিটি এবং সেই সাথে অন্যান্য চ্যাপ্টারগুলোর কাছে সাহায্য চাইতে পারেন।

শুভকামনা রইল!

Translate

[edit]