Training modules/Keeping events safe/slides/what-do-we-mean-by-safety/bn
Appearance
Outdated translations are marked like this.
বেসিকস: নিরাপত্তা বলতে আমরা কি বুঝাচ্ছি?
যখন আমরা কোন অনুষ্ঠানের অংশগ্রহণকারীর নিরাপত্তা নিয়ে আলোচনা করি তখন বুঝতে হবে নিরাপত্তা শারীরিক ও মানসিক দুভাবে নিশ্চিত করতে হবে। যখন কোন অংশগ্রহণকারীর শারীরিক নিরাপত্তা বিধান করতে হবে তখন একই সাথে সমান গুরুত্ব দিয়ে মানসিক নিরাপত্তা বিধানও আমাদের দায়িত্ব। যখন কোন অংশগ্রহণকারী হয়রানির শিকার হন তখন সেটার প্রভাব সদূরপ্রসারী হতে পারে। তাদেরকে এর প্রভাবে তুমি যেমন, অনুষ্ঠান থেকে হারাতে পারো তেমনি উইকিমিডিয়া কার্যক্রম থেকেও তারা দূরে সরে যেতে পারে।