Training modules/Keeping events safe/slides/purpose-of-this-module/bn
Appearance
Outdated translations are marked like this.
এই মডিউলের লক্ষ্য
উইকিমিডিয়ার শুরু থেকেই সরাসরি সাক্ষাত বা আলোচনা অনেক গুরুত্ব বহন করে। এটি শুধু একে অপরের সাথে পরিচিত হওয়াই নয় এখানে অনেক সমস্যার সমসাধানও হয়ে যায়।
সরাসরি সাক্ষাত অনেক সময় অবদানকারীদের সাথে নতুনদের সমন্বয় ঘটিয়ে থাকে ও অনলাইনে সংগঠিত অনেক সংঘর্ষ রোধ করতে পারে।
This module:
- এই মডিউলটি বিভিন্ন উইকিমিডিয়া অনুষ্ঠান আয়োজনকারীদের বিভিন্ন সমস্যা বা চ্যালেঞ্জ মোকাবেলা বা হয়রানি রোধে ব্যবস্থা গ্রহণ করতে সাহায্য করবে।
- এটি এছাড়াও অনুষ্ঠানে অংশগ্রহণকারীদেরকেও অনুষ্ঠানে অংশগ্রহণের পূর্বে প্রস্তুতি নিতে সহায়তা করে যেহেতু এখানে কিভাবে অনুষ্ঠানের সময় আচরণ করতে হয় সে ব্যাপারে বলা রয়েছে।
- মোটের উপর আয়োজক হিসেবে এটি আপনাকে একটি সফল অনুষ্ঠান পরিচালনা এবং এর সাথে যুক্ত চ্যালেঞ্জগুলো মোকাবেলায় সাহায্য করবে।
- এই মডিউলটি অনুষ্ঠানের সময় মেনে চলা বেশ কয়েকটি আচরণগত নীতিমালা যেমন ফ্রেন্ডলি স্পেস নীতি, কোড অব কনডাক্ট এবং অনুষ্ঠান বাধাদান নীতি-এর উপর ভিত্তি করে তৈরি।