Training modules/Dealing with online harassment/slides/what-kind-of-non-wikimedia-support-can-you-direct-someone-to/bn
Appearance
সহায়তা ও পরামর্শ প্রদান: আপনি উইকিমিডিয়ার বাইরে কি ধরণের সহায়তা দিতে পারেন?
আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে, ব্যক্তিগত তথ্য, গোপনীয়তা ও অন্যান্য কারণে কোন ব্যবহারকারী বা উইকিমিডিয়া ফাউন্ডেশন হয়রানির শিকার ব্যবহারকারীকে খুবই সীমিত সাহায্য করতে পারেন। তারমানে এই নয় যে, আপনি ফাউন্ডেশন ব্যতীত কোন কোন সহায়তা হয়রানির শিকার ব্যক্তিকে দিতে পারবেন না। আপনি যদি মনে করেন বাইরের কোন একটি নির্দিষ্ট সাহায্য ব্যবহারকারীর কাজে আসবে তাহলে সেটি তাকে পরামর্শ দিতে পারেন। নিচের কিছু উদাহরণ দেখা যেতে পারে তবে সাপোর্ট ও সেফ্টি দলের রিসোর্সের তালিকা এখানে।
- আত্মহত্যা রোধের হটলাইন: যুক্তরাষ্ট্র / যুক্তরাষ্ট্র নয়
- দ্য ট্রেভর প্রকল্প এলজিবিটিকিউআইএ সংকট সহায়তা
- ইংরেজি/স্প্যানীয় সংকট সহায়তা "এলজিবিটিকিউ ও এইচআইভি আক্রান্তদের সাহায্যে"
- রাইন: ধর্ষণ, অপব্যবহার এবং নিবাসের শিকার ও বেঁচে থাকা ব্যক্তিদের সহায়তা
- ডব্লিউএইচওএ সংকট সহায়তা যারা অনলাইন হয়রানির শিকার হয়েছেন।
- ক্রেশ ওভাররাইড নেটওয়ার্ক অনলাইন অপব্যবহারের শিকার
- ন্যাশনাল ক্রাইম এজেন্সি কমান্ড (যুক্তরাজ্য)