Training modules/Dealing with online harassment/slides/what-does-appropriate-documentation-look-like/bn
Appearance
অভিযোগের তদন্ত: যথাযথ নথি বলতে কি বুঝায়?
কিছু কিছু ক্ষেত্রে যথাযথ নথি নির্ভর করে যিনি তদন্ত পরিচালনা করছেন তার উপর। আপনি যদি কোন একটি দলের পক্ষ থেকে হয়রানির অভিযোগ তদন্ত করে থাকেন সেক্ষেত্রে আপনি নিচের বিষয়গুলো মনে রাখতে পারেন:
- আপনার দলের তদন্তের প্রতিবেদন গোপনীয় একটি উইকিতে সে উইকির নীতিমালা অনুসারে লিপিবদ্ধ করে রাখুন।
- তদন্তের ফলাফলে বা যারা তদন্ত করেছে তাদের নাম লিপিবদ্ধ করে রাখুন।
- স্ক্রিনশট বা পরিবর্তন সংগ্রহ করে সেগুলো ফলাফলের সাথে প্রাইভেট উইকিতে লিপিবদ্ধ করুন। এগুলো এমন কোন স্থানে লিপিবদ্ধ করুন যাতে সেগুলো আপনাদের সংকলন হয় এমন মেইলিং লিস্টে লিপিবদ্ধ করে রাখুন।
আপনি যদি প্রাথমিকভাবে তদন্ত করে থাকেন এবং পরবর্তীতে সেটা উচ্চ অধিকার সম্পন্ন ব্যক্তির কাছে স্থানান্তর করেন সেক্ষেত্রে এটা নিশ্চিত করুন যে, আপনার মেইলে এগুলো বিদ্যমান থাকে।
- আপনার যোগাযোগের মাধ্যম
- অভিযোগকারীর যোগাযোগের তথ্য
- অভিযোগের একটি সারাংশ
- যেকোন লিংক যেগুলো কাজ করছে
- কোন একটি অনউইকি সম্পাদনার পরিবর্তনের লিংক যা কাজ করছে (যদি আপনার কাছে থাকে)।
- আপনি যে প্রাথমিক তদন্ত করেছেন তার সারাংশ।