Training modules/Dealing with online harassment/slides/useful-tools-for-gathering-evidence/bn
Appearance
অভিযোগের তদন্ত: তথ্য-প্রমাণ সংগ্রহের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম
এই সরঞ্জামটির মাধ্যমে দুজন ব্যবহারকারীর মধ্যে কখন কোথায় সম্পাদনা যুদ্ধ তৈরি হয়েছিল বা একে অপরের সাথে কথা বলেছেন সেটি জানা যাবে। দুজন ব্যবহারকারীর মধ্যে কোথায় কোথায় তারা কথা বলেছেন সে ব্যাপারটি জানতে এই সরঞ্জামটি কাজে দেবে।
এই সরঞ্জামটি লেখার স্ট্রিং খুঁজে বের করতে আপনাকে সাহায্য করবে এছাড়াও নির্দিষ্ট একটি মন্তব্য বের করে দিতে পারবে।
একটি পাতার উপপাতাসমূহ কিভাবে খুঁজে বের করতে হয় সেটি জানা থাকলেও আপনি অনেক সমস্যার সমাধান খুব সহজেই করতে পারবেন। উদাহরণস্বরুপ, আপনি যদি উইকিপিডিয়ার আলোচনাসভার কোন একটি সংগ্রহশালার নির্দিষ্ট শব্দ খুঁজে বের করতে চান সেক্ষেত্রে আপনাকে "prefix:উইকিপিডিয়া:আলোচনাসভা/সংগ্রহশালা/" দিয়ে অনুসন্ধান করলে উক্ত তথ্যটি শুধু আলোচনাসভার পাতাতেই দেখতে পাবেন।