Training modules/Dealing with online harassment/slides/revision-deletion-or-suppression/bn
অবিলম্বে ব্যবস্থা: লেখার ইতিহাস অপসারণ ও লুকানো
সংস্করণ অপসারণ সরঞ্জামটি প্রশাসকরা ব্যবহার করতে পারেন। এই সরঞ্জামটি যাদের প্রশাসক অধিকার নেই তাদের কাছ থেকে একটি লেখার নির্দিষ্ট সংস্করণ লুকাতে পারে। কোন ধরণের হয়রানি বা বিদ্বেষপূর্ণ লেখা লুকাতে সর্বপ্রথম এই সরঞ্জামটি ব্যবহার করা যেতে পারে যদিও আপনি মনে করেন যে, এই ব্যাপারটি আরও গভীরভাবে আলোচনা হওয়া প্রয়োজন।
ওভারসাইট এমন একটি সরঞ্জাম যার মধ্যমে লেখা প্রশাসকদের কাছ থেকেও লুকানো যায়। প্রশাসকদের কাছ থেকে লেখা লুকানো উইকি ভিত্তিকে কিছুটা ভিন্ন হতে পারে। মেটা উইকিতে বৈশ্বিক ওভারসাইট নীতিমালা পাওয়া যাবে। এসব নীতিমালা থেকে, যেগুলো হয়রানির সাথে সম্পর্কিত সেগুলো হল:
- ব্যক্তিগত গোপনীয় তথ্য অপসারণ যেমন ফোন নাম্বার, বাসার ঠিকানা ও কর্মক্ষেত্র ও এমন ব্যক্তির পরিচয় প্রকাশ যে নিজের পরিচয় প্রকাশ করেনি। উচ্চ অধিকারপ্রাপ্ত প্রশাসক ও ব্যাবহারকারীগণকে এসব বিষয়ে কাজ করার সময় নীতিমালার সাথে সাথে কম সেন্সও কাজে লাগাতে উৎসাহ প্রদান করা হচ্ছে। লুকানো তথ্য পুনরায় ফিরিয়ে আনা যেতে পারে তাই যখন কোন অনিশ্চয়তা তৈরি হবে তখন অপসারণ করাই শ্রেয়।
- সম্ভাব্য মানহানিকর তথ্য অপসারণ উইকিমিডিয়া ফাউন্ডেশনের আইনী পরামর্শে বা যেখানে বিষয়টি পরিষ্কার সেসব ক্ষেত্রে সম্ভাব্য মানহানিকর তথ্য অপসারণ বা মুছে ফেলা।
- নিখুঁত আক্রমণাত্বক নাম লুকানো ব্যবহারকারী নাম তৈরি বৈশ্বিকভাবে হয় সুতরাং এই একাউন্টের নামের মাধ্যমে কোন আক্রমণ প্রকাশ পেলে সেগুলো লুকানো যেতে পারে। স্থানীয়ভাবে ব্যবহারকারী নাম লুকানো যায় কিন্তু যেহেতু এটি বৈশ্বিক তাই এ ব্যাপারে স্টুয়ার্ডের মাধ্যমে একাউ্ন্টটি লক করার সাথে সাথে লুকানোর জন্য অনুরোধ করা যেতে পারে। মনে রাখুন যখন ব্যবহারকারী নাম বাধা দেওয়ার প্রশ্ন আসে তখন ব্লক হলো স্থানীয় একশন কিন্তু লক বৈশ্বিক।
যদি হয়রানিটি উপরের নীতিমালায় না পরে তারপরও হয়ত অনিশ্চিত হিসেবে এই সরঞ্জামটি ব্যবহার করা যেতে পারে। এসব ক্ষেত্রে উচ্চ ওভারসাইট অধিকারপ্রাপ্ত ব্যবহারকারী বা স্টুয়ার্ডকে বিষয়টি জানানো উচিত।