Training modules/Dealing with online harassment/slides/providing-support-and-advice/bn
Appearance
সহায়তা ও পরামর্শ প্রদান
মানুষ হিসেবে এটা সহজাত প্রক্রিয়া যে, আপনি হয়রানির শিকার ব্যক্তিকে যতটা সম্ভব সাহায্য করতে উদ্যত হবেন কিন্তু আপনাকে এটাও মনে রাখতে হবে যে, আপনি একই সাথে সবকিছু সমাধান করতে পারবেন না। একইসাথে আপনি চাইলেও হয়ত একটি নির্দিষ্ট সাহায্য হয়রানির শিকার ব্যক্তিকে করতে পারবেন না কারণ এটি হয়ত যাপকে সাহায্য করতে চাচ্ছেন তার জন্য আরও ক্ষতির কারণ হবে বা অন্য একজনের কাছে পাঠালে হয়ত সে আরও ভালো সাহায্য পাবে।
সহায়তা কারার পূর্বে আপনি মনে রাখুন যে, আপনি যদি না চান সেক্ষেত্রে হয়রানির শিকার ব্যক্তিকে সাহায্য নাও করতে পারেন। আপনার মানসিক বা শারীরীক স্বাস্থ্যও অন্যদের মিই গুরুত্বপূর্ণ। আপনি না পারলে সে বিষয়টি অন্যকে দিয়ে দেওয়াই বুদ্ধিমানের কাজ হবে যদি আপনি না পারেন।