Training modules/Dealing with online harassment/slides/deciding-whether-a-public-announcement-is-necessary/bn
Appearance
প্রতিবেদন প্রকাশ: যদি উন্মুক্ত ঘোষণা প্রয়োজন হয়
যখনই অপনি কোন প্রয়োজনীয় অবরোধ আরোপ করবেন তখন আপনার পাবলিক ঘোষণা দেওয়ার প্রয়োজন হতে পারে। সব ক্ষেত্রেই এটা করতে হবে না তবে করার সময় আপনার জাজমেন্ট ব্যবহার করুন।
কিছু কিছু প্রকল্প যেমন, ইংরেজি উইকিপিডিয়া নোটিশবোর্ডের মাধ্যমে সব অপসারণ ঘোষণা করে থাকে। যদি আপনার দল এরকম কিছু করে থাকে সেক্ষেত্রে সেখানে ঘোষণা আশা করা যায়। অন্যান্য প্রকল্প নির্দিষ্ট কোন প্রশাসকের উপর বা একটি দলের উপর নির্ভর করে। যদি আপনার কেইস এরকম কোন প্রকল্পের হয় সেক্ষেত্রে এটি আপনি উক্ত প্রকল্পের নিয়ম অনুসারে করবেন।