প্রযুক্তি/সংবাদ/২০১৪/৩৬
Appearance
প্রযুক্তি সংবাদের সাপ্তাহিক সারাংশের মাধ্যমে আপনি সফটওয়্যারের সাম্প্রতিক পরিবর্তনগুলি সম্পর্কে জানতে পারবেন। এই পরিবর্তনগুলির ফলে আপনি ও উইকিমিডিয়ার অন্যান্য ব্যবহারকারীরা সম্ভবত প্রভাবিত হতে পারেন। গ্রাহক হোন, যোগদান করুন এবং মতামত জানান।
পূর্ববর্তী | ২০১৪, সপ্তাহ নং ৩৬ (সোমবার ০১ সেপ্টেম্বর ২০১৪) | পরবর্তী |
উইকিমিডিয়ার কারিগরি সম্প্রদায় থেকে প্রকাশিত সাম্প্রতিক প্রযুক্তি সংবাদ। অনুগ্রহ করে এই পরিবর্তনগুলি সম্পর্কে অন্য ব্যবহারকারীদের জানান। সকল পরিবর্তন আপনাকে প্রভাবিত করবে না। আরও অনুবাদ উপলব্ধ রয়েছে।
সফটওয়্যারের সাম্প্রতিক পরিবর্তনগুলো
- পার্শ্বদণ্ড থেকে অন্যান্য উইকির লিংক পরীক্ষা করার একটি নতুন বেটা বৈশিষ্ট চালু করা হয়েছে। এই লিংকগুলো উইকিউপাত্ত থেকে দেখানো হচ্ছে। [১] [২]
- একটি পাতার সাথে কোন কোন পাতার সংযোগ রয়েছে সেটি অনুসন্ধানের একটি বৈশিষ্ট চালু করা হয়েছে। অনুসন্ধানের সময়
linksto:
কিওয়ার্ড লিখে এটি ব্যবহার করা যাবে। [৩] [৪] - কোনো পরিচ্ছেদের সাথে পুনঃনির্দেশের জন্য ব্রাউজারের ঠিকানা দণ্ডের ইউআরএল পরিবর্তন হবে। যেমন "কুকুর" যদি "প্রাণী#কুকুর" এর সাথে সংযোগ করা থেকে তবে, এখন থেকে "কুকুর#কুকুর"-এর পরিবর্তে "প্রাণী#কুকুর" দেখা যাবে। [৫] [৬]
- আপনি যদি পরীক্ষামূলকভাবে ফ্লো ব্যবহার করেন তবে এখন থেকে বিজ্ঞপ্তি অংশে নতুন একটি ফ্লো ট্যাব দেখা যাবে। এটির নাম হবে বার্তা [৭]
দৃশ্যমান সম্পাদক সংবাদ
- টেমপ্লেটের বাধ্যতামূলক পূরণের ঘরগুলো এখন থেকে আর অপসারণ করা যাবে না। [৮]
- ইন্টারনেট এক্সপ্লোরার সম্পর্কিত বেশ কিছু বাগ সংশোধন করেছি আমরা। আপনি যদি ইন্টারনেট এক্সপ্লোরার ১১ ব্যবহারকারী হয়ে থাকেন, তবে আগামী সপ্তাহ থেকে আপনি দৃশ্যমান সম্পাদক ব্যবহার করতে পারবেন। পূর্ববর্তী সংস্করণের জন্য আগামীতে চালু করা হবে। [৯] [১০] [১১]
- মনোবুক টেমপ্লেটে এখন দৃশ্যমান সম্পাদক আগের থেকে আরও ভালো ভাবে ব্যবহার করা যাবে। [১২]
- আমরা একটি বাগ সমাধান করেছি এর ফলে আপনি এখন থেকে লেখা কাটুন (Ctrl+X) করতে পারবেন। [১৩]
- বিষয়শ্রেণী যোগ করার সময় এখন থেকে আর খালি অথবা অপসারিত বিষয়শ্রেণী দেখানো হবে না। [১৪]
সফটওয়্যার পরিবর্তন সম্পর্কিত ভবিষ্যতের পরিকল্পনা
- আগস্ট মাসের ২৮ তারিখ থেকে মিডিয়াউইকি-র সবচেয়ে নতুন সংস্করণ (1.24wmf19) MediaWiki.org ও পরীক্ষামূলক উইকিগুলিতে সক্রিয় করা হয়েছে। উইকিপিডিয়া ব্যাতীত অন্যান্য উইকিগুলিতে এই সংস্করণ সেপ্টেম্বর ২-এ সক্রিয় করা হবে ও সেপ্টেম্বর ৪-থেকে সকল উইকিপিডিয়ায় এটি ব্যবহার করা যাবে (ক্যালেন্ডার)।
- ফাইলের তথ্য সংরক্ষনের জন্য কমন্সে একটি ডাটাবেজ তৈরীর প্রস্তাব করা হয়েছে। এর মাধ্যমে সহজেই ফটোগ্রাফারের নাম, লাইসেন্স এবং বিষয় সম্পর্কে জানতে পারা যাবে। এই বিষয়ে আপনার মতামত জানান। সেপ্টেম্বর ৩ তারিখের ১৮:০০ (UTC) সময়ে IRC ফ্রিনোডের
#wikimedia-office
চ্যানেলে আলোচনায় অংশ নিতে পারেন। [১৫] - সেপ্টেম্বরের ৭ তারিখ পর্যন্ত আপনি Media Viewer সম্পর্কে মতামত জানাতে পারবেন। এটির কি কি উন্নয়ন প্রয়োজন সেটি আমাদের জানান এবং অন্যদেরকেও মতামত জানাতে উৎসাহিত করুন। [১৬]
- ম্যাথ দেখানোর টুলের নতুন একটি সংস্করণ প্রকাশিত হয়েছে। MathML ব্যবহার করে এটি তৈরী করা হয়েছে। প্রয়োজনে বাগজিলায় বাগ রিপোর্ট করুন।
- মোবাইল সাইট থেকে এখন থেকে আর ছবি আপলোড করা যাবে না। [১৭]
প্রযুক্তি দূত দ্বারা প্রস্তুতকৃত ও বট দ্বারা প্রকাশিত প্রযুক্তি সংবাদ • অবদান রাখুন • অনুবাদ করুন • সাহায্য পান • মতামত জানান • গ্রাহকত্ব পরিচালনা করুন।