প্রযুক্তি/সংবাদ/২০১৪/০২
Appearance
প্রযুক্তি সংবাদের সাপ্তাহিক সারাংশের মাধ্যমে আপনি সফটওয়্যারের সাম্প্রতিক পরিবর্তনগুলি সম্পর্কে জানতে পারবেন। এই পরিবর্তনগুলির ফলে আপনি ও উইকিমিডিয়ার অন্যান্য ব্যবহারকারীরা সম্ভবত প্রভাবিত হতে পারেন। গ্রাহক হোন এবং অবদান রাখুন।
পূর্ববর্তী | ২০১৪, সপ্তাহ নং ০২ (সোমবার ০৬ জানুয়ারি ২০১৪) | পরবর্তী |
উইকিমিডিয়ার কারিগরি সম্প্রদায় থেকে প্রকাশিত সাম্প্রতিক প্রযুক্তি সংবাদ। অনুগ্রহ করে এই পরিবর্তনগুলি সম্পর্কে অন্য ব্যবহারকারীদের জানান। অনুবাদ উপলব্ধ রয়েছে।
সফটওয়্যারের সাম্প্রতিক পরিবর্তনগুলো
- মিডিয়াউইকি সফটওয়্যারের সর্বশেষ সংস্করণ (1.23wmf9) টেস্ট উইকি এবং MediaWiki.org ওয়েবসাইটে চালু করা হয়েছে জানুয়ারীর ২ তারিখে। উইকিপিডিয়ার সহপ্রকল্পগুলোতে এটি সক্রিয় করা হবে ৭ জানুয়ারী এবং সকল উইকিপিডিয়াতে সক্রিয় করা হবে জানুয়ারীর ৯ তারিখে।
- ইথারপ্যাডের পুরাতন সংস্করণটি ৩০ ডিসেম্বর, ২০১৩ তারিখে অপসারণ করা হয়েছে। আগের সাইটের সকল তথ্য নতুন সাইটে স্থানান্তর করা হয়েছে। [১]
ত্রুটিসমূহ
- জানুয়ারীর ২ তারিখে উইকিমিডিয়া কমন্স, উইকিউপাত্ত এবং উইকিভ্রমনের সকল প্রকল্পগুলো ২ ঘণ্টার জন্য বন্ধ ছিল, ভাষা সংক্রান্ত ক্যাশের সমস্যার কারণে।
- গত সপ্তাহের কোন এক সময় ৩০ মিনিটের জন্য সকল উইকিতেই সম্পাদনা করার ক্ষেত্রে সমস্যা দেখা দিয়েছিলো, ডাটাবেজ রেপ্লিকেশন ত্রুটির জন্য এমন হয়েছিল।
ভবিষ্যতের সফটওয়্যারের পরিবর্তন পরিকল্পনাসমূহ
- নতুন অনুসন্ধান সরঞ্জামটি (CirrusSearch) ডিফল্ট হিসাবে সক্রিয় করা হচ্ছে ইতালীয় উইকিপিডিয়া, ফরাসি উইকিসংকলন, উইকিউপাত্ত এবং উইকিভ্রমন সাইটগুলোতে। জার্মান উইকিপিডিয়া এবং সকল উইকিবই প্রকল্পতে দ্বিতীয় অনুসন্ধান সরঞ্জাম হিসাবে যুক্ত হতে যাচ্ছে জানুয়ারীর ৬ তারিখে। [২]
- স্পেনীয়, ফরাসি, পর্তুগিজ এবং রুশ উইকিপিডিয়ার ব্যবহারকারীরা এখন বেটা ফিচার অপশন থেকে CirrusSearch ব্যবহার করতে পারবেন। [৩]
- কিছু ভাষার বহুবচন নিয়মের ক্ষেত্রে কিছু পরিবর্তন হতে যাচ্ছে। বেলরুশ, রুশ, সার্বীয়, ইউক্রেনীয় এবং অন্যান্য বেশ কিছু ভাষার ব্যবহারাকরী ইন্টারফেসে পরিবর্তন হতে যাচ্ছে। [৪] [৫] [৬]
- অপর কোনো পাতার সাথে লিংক রয়েছে এমন কোনো পাতা অপসারণের সময় আপনাকে সতর্কবার্তা দেখনো হবে। [৭] [৮]
- সুরক্ষিত পাতার তালিকা থেকে পুনঃনির্দেশগুলো আলাদা করে দেখানো যাবে। [৯] [১০]
- অনুবাদ সরঞ্জামে আপনি এখন থেকে সর্টকাট কি ব্যবহার করতে পারবেন। [১১] [১২]
- মিডিয়াউইকি থেকে পাঠানো ইমেইলের
থেকে:
অংশে এখন থেকে নির্দিষ্ট উইকির নাম লেখা থাকবে। নির্দিষ্ট উইকিরMediaWiki:Emailsender
পাতা সম্পাদনা করে এই নাম পরিবর্তন করা যাবে। [১৩] [১৪] - মিডিয়া ভিউয়ারের বেটা সংস্করণের মাধ্যমে এমন ছবিগুলো আগের থেকে দ্রুত লোড হবে। [১৫] [১৬]
প্রযুক্তি দূত দ্বারা প্রস্তুতকৃত ও বৈশ্বিক বার্তা প্রদানকারী দ্বারা প্রকাশিত প্রযুক্তি সংবাদ • অবদান রাখুন • অনুবাদ করুন • সাহায্য পান • মতামত জানান • গ্রাহকত্ব পরিচালনা করুন।