Jump to content

প্রযুক্তি/সংবাদ/২০১৪/০১

From Meta, a Wikimedia project coordination wiki
This page is a translated version of the page Tech/News/2014/01 and the translation is 100% complete.
পূর্ববর্তী ২০১৪, সপ্তাহ নং ০১ (সোমবার ৩০ ডিসেম্বর ২০১৩) পরবর্তী

উইকিমিডিয়ার কারিগরি সম্প্রদায় থেকে প্রকাশিত সাম্প্রতিক প্রযুক্তি সংবাদ। অনুগ্রহ করে এই পরিবর্তনগুলি সম্পর্কে অন্য ব্যবহারকারীদের জানান। সকল পরিবর্তন আপনাকে প্রভাবিত করবে না। আরও অনুবাদ উপলব্ধ রয়েছে।

সফটওয়্যারের সাম্প্রতিক পরিবর্তনগুলো

  • CirrusSearch নামের নতুন অনুসন্ধান সরঞ্জাম চালু করার ফলে এখন থেকে DjVu এবং PDF ফাইলগুলো অনুসন্ধান ফলাফলে দেখা যাবে। [১] [২]
  • Wikibase DataModel এক্সটেনশনের নতুন সংস্করণটি উইকিমিডিয়া উইকি ছাড়াও অন্যান্য সকল জায়গায় ব্যবহার করা যাবে। [৩]

দৃশ্যমান সম্পাদক সংবাদ

  • দৃশ্যমান সম্পাদকে ছবিগুলো এখন HTML5 <figure /> উপাদান হিসাবে দেখানো হচ্ছে। আপনার মতামত জানান। [৪]
  • মোবাইল ডিভাইস থেকে দৃশ্যমান সম্পাদকের প্রথমিক সংস্করণটি পরীক্ষা করতে পারেন। উদাহরণ হিসাবে এই নিবন্ধটি ব্যবহার করতে পারেন।

ত্রুটিসমূহ

ভবিষ্যতের সফটওয়্যারের পরিবর্তন পরিকল্পনাসমূহ

  • CirrusSearch ডিসেম্বরের ৩০ তারিখ থেকে স্পেনীয়, ফরাসি, পর্তুগিজ এবং রুশ উইকিতে সক্রিয় করা হচ্ছে। উইকিমিডিয়া কমন্স, উইকিপ্রজাতি এবং উইকিসংবাদের ব্যবহারকারীরা এটি বেটা ফিচার হিসাবে ব্যবহার করতে পারবে।
  • অপব্যবহার লগের ভুক্তি ব্যবহারকারী পরীক্ষণ সরঞ্জামের প্রতিবেদন থেকে দেখা যাবে। [৬] [৭]
  • কোন অ্যাকাউন্ট নেই এমন ব্যবহারকারীদের লগ অনুসন্ধানের সুযোগ চালু হতে যাচ্ছে খুব শিঘ্রই। [৮] [৯]
  • নূন্যতম ১,০০০ সম্পাদনা করেছে এমন ব্যবহারকারীদের এখন থেকে আর বৈশ্বিকভাবে লুকিয়ে রাখা যাবে না। [১০] [১১]

প্রযুক্তি দূত দ্বারা প্রস্তুতকৃত ও বৈশ্বিক বার্তা প্রদানকারী দ্বারা প্রকাশিত প্রযুক্তি সংবাদঅবদান রাখুনঅনুবাদ করুনসাহায্য পানমতামত জানানগ্রাহকত্ব পরিচালনা করুন