Jump to content

Talk:Wikimedia Bangladesh/Archive/2008

From Meta, a Wikimedia project coordination wiki

উইকিমিডিয়া বাংলাদেশ চ্যাপ্টার গঠনের উদ্যোগ

Wikimedia Foundation এর স্থানীয় শাখা বা chapter এর মধ্যেই পৃথিবীর বিভিন্ন দেশে খোলা হয়েছে। Wikimedia Bangladesh Chapter অর্থাৎ উইকিমিডিয়ার বাংলাদেশ চ্যাপ্টার খোলার উদ্যোগ নেয়া হচ্ছে। এই ব্যাপারে আগ্রহী সবার মতামত এবং পরামর্শ কামনা করছি।

লক্ষ্যণীয় হলো, এই Bangladesh Chapter কিন্তু কেবল বাংলা উইকিপিডিয়া-ভিত্তিকই না, বরং এটা হবে বাংলাদেশে অবস্থিত বিভিন্ন ভাষার উইকিপিডিয়ানদের একটি সংগঠন। আমার জানা মতে বাংলাদেশে ইংরেজি, বাংলা, এবং বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষার উইকিপিডিয়াতে লিখেন এরকম অনেক কর্মী রয়েছেন। এই চ্যাপ্টারটির কাজ হবে এসব বাংলাদেশী উইকিপিডিয়ানদের একটি প্ল্যাটফর্মে নিয়ে আসা, উইকিমিডিয়া ফাউন্ডেশনের বিভিন্ন প্রকল্পকে promote করা, এবং মুক্ত content এর ধারণাকে ছড়িয়ে দেয়া।

Bangladesh chapter গঠন ও ফাউন্ডেশন কর্তৃক অনুমোদন করার একটা পূর্বশর্ত হলো, এর By-laws বা গঠনতন্ত্র প্রণয়ন। স্থানীয় দেশের আইন অনুসারে সাংগঠনিকভাবে অলাভজনক সংস্থা হিসাবে এই chapter-টি নিবন্ধিত হবে।

যাহোক, এই উদ্দেশ্যে মেটা উইকিতে একটি পাতা খোলা হয়েছে, এই খানে, দয়া করে আগ্রহীরা ওখানে দেখুন এবং আলোচনায় অংশ নিন। এছাড়া ইমেইলের মাধ্যমে যোগাযোগের সুবিধার্থে একটি মেইলিং লিস্ট রয়েছে wikimedia-bd, আপনারা তাতে যোগ দিতে পারেন।

নিচে কিছু লিংক দিলাম, স্থানীয় চ্যাপ্টারের কাজ, চ্যাপ্টার খোলার প্রক্রিয়া ও নিয়মাবলী, এবং উদাহরণ হিসাবে Wikimedia India এর গঠনতন্ত্র।


ধন্যবাদ। --রাগিব (আলাপ | অবদান) ১৮:৩৯, ৭ জানুয়ারি ২০০৮ (UTC)

উইকিমিডিয়া বাংলাদেশ চ্যাপ্টার গঠনের মাধ্যমে আমাদের উদ্দেশ্য কি?
  • উইকিমিডিয়া প্রকল্পসমূহের প্রচারণা যাতে বিভিন্ন পেশাজীবির মানুষ (প্রতিষ্ঠান, বিজ্ঞানী, শিক্ষার্থী, বিদ্যালয়, লাইব্রেরী বা পাঠাগারসমূহ) প্রকল্পের সাথে যুক্ত এবং ব্যবহার করতে পারেন।
  • উইকিমিডিয়া প্রকল্পগুলোর পরিচালনা এবং উন্নয়নের জন্য নৈতিক এবং অর্থনৈতিক অংশিদারিত্ব খোজা, আলোচনা এবং যোগাড় করা।
  • অন্য সংস্থাসমূহকে তাদের নিজেদের সুবিদার্থে উইকিমিডিয়ার বিষয়বস্তুসমূহের ব্যবহারে সাহায্য করা। (যেমন প্রকাশকদের স্থানীয় ইতিহাস প্রকাশে উইকিরিডার বা উইকপাঠক প্রকাশ করা, সিডি বা ডিভিডিতে স্থানীয় ভাষায় বিষয়বস্তু সমূহ প্রকাশ করা )
  • স্থানীয় এবং জাতীয় পর্যায়ে অনুষ্ঠান আয়োজন এবং বিভিন্ন উদ্যোগ গ্রহন করা। (যেমন বিভিন্ন মেলা বা কার্যক্রমে অংশ নেওয়া, উইকিপিডিয়া পার্টি বা অনুষ্ঠান আয়োজন, বিভিন্ন অনুষ্ঠানে বক্তব্য রাখা ইত্যাদি)
  • দেশে মুক্ত কন্টেন্ট এবং উইকি কালচার প্রচার করা।

--Bellayet 03:56, 8 January 2008 (UTC)

এটি করতে পারলে খুব ভাল হবে। আমি সাহায্য করবো। -- Muhammad 04:31, 8 January 2008 (UTC)