Jump to content

Talk:Translating Chattogram-Munich 2019/Articles

Add topic
From Meta, a Wikimedia project coordination wiki

মিউনিখ কেন্দ্রিয় রেইলওয়ে স্টেশন

[edit]

মিউনিখ কেন্দ্রিয় রেইওয়ে স্টেশন নিবন্ধটি অনেক বড়। এই নিবন্ধটি কি আমরা ভাগ ভাগ হয়ে অনুবাদ করতে পারি? মানে কেউ একটি অনুচ্ছেদ করবে আবার আরেকজন আরেকটি অনুচ্ছেদ করবে। সৃষ্টটিকারী ঘরটিতে যারা যারা করবে সবাই নাম দিয়ে আলাপ পাতায় জানিয়ে দেবে, "আমি এই অনুচ্ছেদটি করছি" বা এরকম কিছু। আরো দু-একটি নিবন্ধ বাকি আছে (৫০ টি নিবন্ধের মধ্যে)। প্রায় সবগুলোই কেউ না কেউ শুরু করেছেন। এই নিবন্ধটির আকার বিশাল। প্রস্তাবটি সবার কাছে ভেবে দেখার অনুরোধ রইল। অগ্রিম ধন্যবাদ।--Rafi Bin Tofa (talk) 15:35, 16 May 2019 (UTC)Reply

অবশ্যই। ~Moheen (keep talking) 06:27, 22 May 2019 (UTC)Reply

মিউনিখ বাসস্থান

[edit]

চট্টগ্রাম-মিউনিখ অনুবাদ ২০১৯ এর অংশ হিসেবে মিউনিখ বাসস্থান নামে একটি মাত্র নিবন্ধ সাবমিট করেছি এবং নিবন্ধ তালিকার পাশে একবার Complete আবার পরবর্তীতে পরিবর্তন করে Done ট্যাগ হিসেবে এড করেছি কিন্তু অন্য সবার গুলোই Checked দেওয়া এতে কি কোন সমস্যা হবে ? নিবন্ধটি পয়েন্ট ছাড়াই পেন্ডিং আছে তো তাই একটু জানা প্রয়োজন যে- নিবন্ধটি যথাযথভাবে সাবমিট করা সম্পন্ন হয়েছে কিনা এবং পয়েন্ট টা কখন, কারা প্রদান করেন ? বিরক্ত করার দুঃখ প্রকাশ পূর্বক উত্তরের প্রত্যাশায় ধন্যবাদ। --Md. Giashuddin Chowdhury (talk) 18:21, 1 June 2019 (UTC)Reply

না এতে কোন সমস্যা হবেনা। Rafi Bin Tofa (talk) 16:53, 18 June 2019 (UTC)Reply