Jump to content

Talk:CIS-A2K/Events/Mini TTT Durgapur 2019/Arindam Maitra

Add topic
From Meta, a Wikimedia project coordination wiki

Please share your detailed below, you may share in your native language:

আমরা আপনাকে বাংলা ভাষায় উত্তর দেওয়ার জন্য উৎসাহিত করছি।
  • Tell us about your involvement in your home wiki or the broader Wikimedia movement.
  • বাংলা উইকিমিডিয়া প্রকল্প বা উইকিমিডিয়া আন্দোলনে আপনার জড়িত থাকার বিষয়ে আমাদের বলুন।
A: আমি বিগত কয়েক বছর হল বাংলা উইকিমিডিয়া আন্দোলনে যুক্ত হয়েছি এবং মূলত বাংলা উইকিপিডিয়ায় কিছু নিবন্ধ তৈরি করেছি এখনও পর্যন্ত যার সংখ্যা ৯১ (সম্পাদনাসংখ্যা ১৫০০+) এছাড়াও বেশ কিছু পুরনো নিবন্ধের মানোন্নয়নের ক্ষেত্রেও সাধ্যমতো চেষ্টা করেছি। তাছাড়া সংখ্যায় কম হলেও উইকি সংকলন, উইকি অভিধান ও উইকি কমন্স'এও আমি কিছু কাজ করেছি।
  • Tell us about your involvement in coming two year.
  • উইকিমিডিয়া আন্দোলনে আগামী দুই বছর কি ধরনের কর্মকাণ্ডে নিজেকে যুক্ত রাখবেন?
A: আমার মূল লক্ষ্য বাংলা উইকিপিডিয়াতে ভালো মানের নিবন্ধসংখ্যা বৃদ্ধি করা ও পুরনো নিবন্ধগুলিরও প্রয়োজনমতো মানোন্নয়নে সহায়তা করা। এছাড়া বাংলা উইকি সংকলনে বর্তমানে যে বিপুল কর্মকাণ্ড চলছে, তার সাথেও নিজেকে যথাসাধ্য যুক্ত করার ইচ্ছে রয়েছে।
  • Please explain in details why are wish to join this event.
  • আপনি কেন এই অনুষ্ঠানে যোগ দিতে চান সংক্ষেপে বলুন?।
A: আমি চাই উইকি আন্দোলন বাংলা ভাষায় সহজে ও নিখরচায় উপলব্ধ মুক্ত জ্ঞানভাণ্ডারের বিস্তারের স্বার্থে দ্রুত বিভিন্ন স্তরে ছড়িয়ে পড়ুক। সেক্ষেত্রে দরকার অসংখ্য নতুন সম্পাদকের যোগদান। কিন্তু বাস্তব সমস্যা হচ্ছে প্রয়োজনীয় প্রাযুক্তিক জ্ঞানের অভাবহেতু বহু নতুন সম্পাদকই ঠিকমতো সম্পাদনা করে উঠতে পারেন না। তাদের উদ্বুদ্ধ ও সাহায্য করতে হলে নিজেরও দক্ষতার সময়ে সময়ে হালনাগাদের প্রয়োজন আছে। তাছাড়া বাংলা উইকি আন্দোলনে ও বাংলা উইকির বিভিন্ন প্রকল্পগুলিতে যুক্ত সম্প্রদায়ের সাম্প্রতিক কাজকর্ম, কর্মধারা ও পদ্ধতির সাথে নিজেকে আরও অঙ্গাঙ্গী ভাবে অণ্বিত করে তোলাও আমার এই ইভেন্টে যোগদানেচ্ছার অন্যতম হেতু।
  • What are your best contributions to Wikimedia, and why?
  • উইকিমিডিয়াতে আপনার সেরা অবদান কী এবং কেন?
A: আমি বাংলা উইকিপিডিয়াতে বিভিন্ন বিষয়ে বেশ কিছু নিবন্ধ তৈরি করেছি, যে সম্বন্ধে ইন্টারনেটে তার আগে বাংলায় সহজে ও নিখরচায় উপলব্ধ যথেষ্ট তথ্যের অভাব ছিল।। এর মধ্যে উল্লেখযোগ্য হল প্রাগৈতিহাসিক কিছু প্রাণী সংক্রান্ত নিবন্ধ (স্টেগোসরাস, স্টেগোসরিয়া, ক্রেন্টোসরাস, হুয়ায়াঙ্গোসরাস, প্রভৃতি), প্রাচীন মিশরের ইতিহাস সংক্রান্ত নিবন্ধ (মিশরের প্রথম রাজবংশ, মিশরের তৃতীয় রাজবংশ, মিশরের চতুর্থ রাজবংশ, পুরাতন রাজত্ব (মিশর), প্রভৃতি), প্রাক্‌ কলম্বীয় যুগের আন্দেস পর্বতকেন্দ্রিক বিকশিত সভ্যতা সংক্রান্ত কিছু নিবন্ধ (কারাল সভ্যতা, আন্দীয় সভ্যতার সমুদ্রনির্ভরতা, প্রভৃতি)। এছাড়া আমি বেশ কিছু বাংলা ছোটগল্প ও জার্মান সাহিত্যের উপর নিবন্ধ তৈরি করেছি, যেগুলি সম্বন্ধে তেমন কিছুই আগে বাংলায় ইন্টারনেটে উপলব্ধ ছিল না, যেমন - নক্রচরিত, আংস্ট (বড়গল্প), ইতিহাস (ছোটগল্প), গেফালেন, প্রভৃতি।

Start a discussion about CIS-A2K/Events/Mini TTT Durgapur 2019/Arindam Maitra

Start a discussion