Talk:Bangla WikiMoitree
Add topicThis page is for discussions related to the Bangla WikiMoitree page. Please remember to:
|
Bengali multinational unity!
[edit]Love it 💙👍✅
Bluerasberry (talk) 21:30, 27 February 2022 (UTC)
প্রশ্ন
[edit]বাংলা উইকিমৈত্রী গঠন ও এর কাজ নিয়ে আগে অনেকবার শুনলেও এই পাতাগুলো আজকেই নজরে আসলো। পাতাগুলো পড়ে আমার মনে কিছু প্রশ্নের উদয় হলো। এটি দুটি সংগঠনের নেটওয়ার্ক/হাব হলেও Bangla WikiMoitree/Organisation পাতায় দেখছি সদস্যদের নাম উল্লেখ আছে। এটি হাব হলে উভয় সংগঠনের সকল সদস্যেরই কি স্বয়ংক্রিয়ভাবে এর সদস্য হওয়া উচিত নয়! এটা হলে তো নাম উল্লেখের আলাদা সেকশন থাকার প্রয়োজনীয়তা নেই। আমি বুঝতে ভুল করলে ক্ষমা করবেন। দ্বিতীয়ত, পাতায় কয়েকজন সদস্যের নাম থাকলেও তারা কেন/কীভাবে সদস্য হলেন তা উল্লেখ নেই, এমনকি নতুন কেউ সদস্য হতে চাইলে তার প্রক্রিয়া কী তাও উল্লেখ নেই। অনুগ্রহ করে পরিষ্কার করবেন। Pinging @Tarunno and @Bodhisattwa as the primary contacts from two affiliates, and @Moheen, who added the names. Finally, I wish success on all fronts for this initiative. —Yahya (talk • contribs.) 19:53, 14 January 2024 (UTC)
- সম্প্রতিই এই পাতাগুলি তৈরি করা হয়েছে/হচ্ছে এবং এই প্রকল্প সম্পর্কিত যাবতীয় কিছু এখনো নির্মানাধীন (under construction)। ধন্যবাদ। ~Moheen (keep talking) 09:09, 16 January 2024 (UTC)
- আমি বার্তা দেওয়ার পরে Under construction টেমপ্লেট যুক্ত করা হয়েছে। যদিও মূল পাতাটি তৈরি হয়েছে প্রায় দু'বছর আগে। —Yahya (talk • contribs.) 09:16, 16 January 2024 (UTC)
- @Yahya বিষয়টি খেয়াল করার জন্য ধন্যবাদ। হ্যাঁ, উল্লেখ্য পাতায় যে তথ্য ছিল তাতে বিভ্রান্ত হবার কারণ রয়েছে। আপনি ঠিকই বলেছেন, বাংলা উইকিমৈত্রী নেটওয়ার্কে বর্তমানে দুটি সংগঠন যুক্ত আছে। আর বাংলা উইকিমৈত্রীর একটা প্রকল্প "বাংলার প্রেমে উইকি"-র আয়োজন সম্বন্বয় দলে এই দুই সংগঠনের কিছু স্বেচ্ছাসেবক কাজ করছেন। 'সংগঠন' পাতায় যে তালিকাটি ছিল সেটি মূলত "বাংলার প্রেমে উইকি" দলের স্বেচ্ছাসেবকদের তালিকা। এটি ভুলক্রমে হয়ে থাকতে পারে। - Shabab Mustafa (talk) 12:02, 16 January 2024 (UTC)
- @Tarunno বিষয়টি পরিষ্কার করার জন্য ধন্যবাদ। —Yahya (talk • contribs.) 12:20, 16 January 2024 (UTC)