কৌশল/উইকিমিডিয়া আন্দোলন/২০১৭/ট্র্যাক এ/উপদেষ্টা গ্রুপ
Appearance
উইকিমিডিয়া আন্দোলন নিজেই নিজেদের সংগঠিত করার ক্ষেত্রে সবচেয়ে ভালো উদাহরণ। এটি বিভিন্ন দলে, অ্যাফিলিয়েট হিসেবে, কমিটি, চ্যাপ্টার ও অন্যান্য সহযোগীতামূলক দল হিসেবে সংগঠিত। তাদের প্রত্যেকের বিভিন্ন প্রয়োজনীয়তা রয়েছে ও তাদের সবারই বিভিন্ন বৈচিত্র্যময় মন্তব্য রয়েছে এই কৌশলী আলোচনায়। বিভিন্ন কম প্রতিনিধিত্ব করা দলসমূহের বিভিন্ন মন্তব্য যাতে এই আলোচনায় প্রকাশ পায় সেজন্য বিভিন্ন অঞ্চল, ভাষা, প্রকল্প ও লিঙ্গভেদে বিভিন্ন দল ও অ্যাফিলিয়েট থেকে এই উপদেষ্টা দলটি নিয়োগ দেওয়া হয়েছে। কৌশল আলোচনার সংগঠিত দলের উিউপদেষ্টা দলটি ট্র্যাক লিড নিকোল এবারের নেতৃত্বে এই প্রক্রিয়াটিতে কাজ করছে যাতে বিভিন্ন দল থেকে যতসম্ভব আইডিয়া সংগ্রহ করা যায়।
উপদেষ্টা গ্রুপ কিভাবে আলোচনায় অংশ নিবে
- উপদেষ্টা দলের সদস্যগণকে ফোনকলের মিটিং-এর মাধ্যমে বা দ্বি-সাপ্তাহিক ভিডিও কনফারেন্সের মাধ্যমে মার্চের মাঝামাঝি থেকে পঞ্জিকাবর্ষের শেষ পর্যন্ত অালোচনা চালিয়ে যেতে উৎসাহ দেওয়া হচ্ছে।
- যারা ইতিমধ্যে ২০১৭ সালে বার্লিনে উইকিমিডিয়া কনফারেন্সে যোগদান করেছেন এবং/বা মন্ট্রিয়ালে উইকিম্যানিয়া ২০১৭-এ অংশ নেবেন তাদের জন্য আমরা সরাসরি সাক্ষাতে আলোচনার ব্যবস্থা করেছি।
- এই সব সাক্ষাত ও ফোন কলের মাধ্যমে আমরা আপনাদের সাথে আলোচনা করবো কিভাবে আরও বেশি মানুষের কাছে প্রক্রিয়াটি নিয়ে পৌঁছানো যায়, কিভাবে আর বেশি মানুষের মতামত সংগ্রহ করা যায় এ সব বিষয়ে।
- যারা এই কলগুলোতে অংশ নিতে পারবেন না তাদের জন্য আমার আলোচনার নথিগুলো শেয়ার করবো।
- এছাড়াও আমরা অনউইকি আলোচনার মাধ্যমে, ও এই প্রক্রিয়ার আলোচনা সম্পর্কে বিভিন্ন মতামত বিনিময় করবো।
- আমরা সম্ভবত এই দলকে তাদের সম্প্রদায় ও অন্যান্য সম্প্রদায়গুলোতে কিছু আউটরিচ করতেও অনুরোধ করবো যাতে বেশি মতামত পাওয়া যায়।
উপদেষ্টা গ্রুপ যেভাবে পরিচালিত হয়
- আমরা মেটা উইকিতে এসব কলের পূর্বেই আমরা প্রক্রিয়া সম্পর্কে কিছু বিষয় আলোচনা করে নেব।
- আমরা আপনাকে সাথে নিয়ে এটা নিশ্চিত করতে চাই যে, সব সংগঠিত দল থেকেই সবাই আলোচনায় অংশ নিবে।
- কৌশল আলোচনার প্রাঙ্গণও উপদেষ্টা পরিষদের আলোচনার মধ্যে পড়ে।
- দলের কাজ করার ভাষা হল ইংরেজি।
সময়সূচী
- মার্চ ১৩: প্রথম আহ্বান; প্রক্রিয়াটি সবাইকে জানানো ও আশাবাদ, প্রক্রিয়ার প্রতিক্রিয়া পেতে; উইকিমিডিয়া সম্মেলনের কৌশল ট্র্যাক সম্পর্কে ধারণা প্রদান।
- মার্চ ২৪: দ্বিতীয় অহ্বান, বর্তমান প্রক্রিয়া পর্যবেক্ষণ, উইকিমিডিয়া সম্মেলন সম্পর্কে শেষ ইনপুট গ্রহণ করা।
- মার্চ ২৯-এপ্রিল ২: উইকিমিডিয়া সম্মেলনের মুখমুখি সাক্ষাৎ, সবার সাথে আলোচনার মাধ্যমে প্রক্রিয়াটি সামনে এগিয়ে নিয়ে যাওয়া।
- এপ্রিল-উইকিম্যানিয়া: দ্বি সাপ্তাহিক আহ্বান; সেন্স মেকিং প্রক্রিয়া শুরু ও বোর্ডকে প্রক্রিয়ার ধাপ জানানো; বিভিন্ন আলোচনা চক্র পর্যবেক্ষণ ও আলোচনাগুলোর সমাধান বের করা।
- আগস্ট ১০-১৩: উইকিম্যানিয়াতে সাক্ষাতে আলোচনা (যারা অংশ নিবে; বাকীরা ভিডিও কলের মাধ্যমে যুক্ত হতে পারবে)
- উইকিম্যানিয়া-বছরের শেষে: দ্বি-সাপ্তাহিক আহ্বান; নতুন আলোচনা চক্র শুরুর প্রক্রিয়া, সেন্স মেকিং, বিভিন্ন ফোরামে আলোচনার নির্দেশনা, কম প্রতিনিধিত্ব করা দলগুলোর জন্য আউটরিচ সমাধান বের করা।
নকশা প্রণয়ন
- পৃথিবীব্যপী ছড়িয়ে ছিটিয়ে থাকা আমাদের বৈচিত্র্যময় সংগঠিত দলগুলো থেকে সময় অনুসারে বিভিন্ন মতামত সংগ্রহ, সমাধান বের করা ও সেটি সম্প্রদায়ের সাথে আলোচনা।
- প্রক্রিয়াটিতে বিভিন্ন ভাষা, প্রকল্প ও সামগ্রিক আন্দোলনের সাথে জড়িতব্যক্তিগণ অন্তর্ভূক্ত সেটি সাক্ষাতের মাধ্যমে হোক, অনউইকিতে হোক অথবা সামাজিক যোগাযোগের মাধ্যমে হোক।
- শুধুমাত্র যারা আইডিয়া বিনিময় করে শুধু তাদের বাইরেও ছোট ছোট সম্প্রদায় থেকে সবাইকে সাথে নিয়ে আলোচনা চালানো যাতে সবার মতামতই স্থান পায়।
সদস্য
-
Kartika Sari Henry, Indonesia (Wikimedia Indonesia)
-
Àlex Hinojo, Spain (Amical)
-
Kaarel Vaidla, Estonia (Former ED Wikimedia Eesti)
-
Farah Jack Mustaklem, Palestine (Wikimedians of the Levant)
-
Sandister Tei, Ghana (Wikimedia Ghana User Group)
-
Sandra Rientjes, Netherlands (Wikimedia Nederland)
-
Cindy Cicalese, United States, Mediawiki Stakeholders' Group
Meetings
2017 Movement Strategy Track A Advisory Group notes/minutes: