Jump to content

কৌশল/উইকিমিডিয়া আন্দোলন/২০১৭/উৎস/উইকিমিডিয়া আন্দোলন কৌশল স্পেস প্রতিবেদন

From Meta, a Wikimedia project coordination wiki
This page is a translated version of the page Strategy/Wikimedia movement/2017/Sources/Wikimania Movement Strategy Space report and the translation is 100% complete.
Wikimania Montreal logo
Wikimania Montreal logo
১০ -১৩ আগস্ট ২০১৭

মন্ট্রিয়াল


আন্দোলন কৌশল

প্রতিবেদন


ভূমিকা
আন্দোলন কৌশলের
দিন ১
» কৌশল প্রক্রিয়ার ফিডব্যাক প্রতিবেদন ১,
» কৌশল প্রক্রিয়ার ফিডব্যাক প্রতিবেদন ২
দিন ২
» কৌশল প্রক্রিয়া ফিডব্যাক প্রতিবেদন ৩,
 » অ্যাফিলিয়েট - দিকনির্দেশ, এন্ডোর্সমেন্ট,
 » ট্র্যাক ডি “সব মানুষের মতামত”
দিন ৩
» নতুন মত,
 » বড় আলোচনা,
 » ট্র্যাক সি - আমরা ভবিষ্যতের ব্যাপারে কি জেনেছি?
দিন ৪
» কৌশল প্রক্রিয়া ফিডব্যাক ৪,
 » কৌশল আন্দোলন প্রশ্ন ও উত্তর,
 » দ্বিতীয় ধাপ শুরু করার চিন্তা

ভূমিকা

উইকিম্যিানিয়ার বুলেটিন বোর্ডের ছবিতে কৌশল আন্দোলনের অনেক তথ্য পাওয়া গিয়েছে।
উইকিম্যিানিয়ার বুলেটিন বোর্ডের ছবিতে কৌশল আন্দোলনের অনেক তথ্য পাওয়া গিয়েছে।

উইকিমিডিয়া কৌশল আন্দোলনের সেশনগুলো উইকিম্যানিয়াতে ৪ দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে যখানে প্রতিটি কক্ষে ২৫ জন করে লোক বসেছিলেন। এই সেশনগুলোর মূল লক্ষ্য ছিল বর্তমান খসরা দিক নির্দেশনার নিয়ে আলোচনা করা ও সেগুলো সম্পর্কে মতামত গ্রহণ করা। সাধরণভাবে এরকম তিনটি সেশন ছিল এবং আরও ৫টি সেশন ছিল যেগুলো স্টেকহোল্ডারদের জন্য করা হয়েছিল এবং আরও দুটি প্রেজেন্টেশন ছিল ট্র্যাক ক/খ এবং গ/ঘ এর গবেষণার ফলাফল সংক্রান্ত।

এই প্রতিবেদনটি বিভিন্ন মন্তব্য, ফিডব্যাক ও পরামর্শ সংগ্রহ করে সেগুলো একত্র করেছে। উক্ত সেশনগুলোতে বিভিন্ন অংশগ্রহণকারী প্রশ্নের উত্তরে যা মতামত দিয়েছেন সেগুলো নিয়েই এই প্রতিবেদন সাজানো হয়েছে। অন্যান্য তথ্য উপাত্তও সংগ্রহ করা হয়েছে যেগুলো তথ্যসূত্র আকারে দেওয়া হয়েছে।

এই উপাত্তগুলো থেকে জানা যায় কত লোক সেই সেশনগুলোতে উপস্থিত ছিল। তারপরও স্পেস দ্বারা বুঝায় যে, মানুষ সেখানে মাঝে মাঝেই আসে ও চলে যায়।

যেসব ব্যক্তি সরাসরি এই প্রতিবেদন লেখায় জরিত ছিলেন তারা হলেন, অ্যাবি ওলা, রব ল্যাঞ্চেস্টার, বাভ প্যাটেল। আপনার যদি এই প্রতিবেদন নিয়ে কোন প্রশ্ন থাকে তাহলে সরাসরি রাবের সাথে rob.a.lancaster@gmail.com ইমেইলে বা আলাপ পতায় যোগাযোগ করুন।

ছবি সম্পর্কিত কৃতিত্ব
উইকিম্যানিয়ার আন্দোলন কৌশলে প্রদর্শিত ছবিগুলো তুলেছেন অ্যাবি ওলা ও রব ল্যঞ্চেস্টার যদি না অন্য কারো নাম বলা হয়।
সব ছবি ক্রিয়েটিভ লাইসেন্স সিসি-বাই-এসএ 4.0-এর (http://creativecommons.org/licenses/by-sa/4.0) আওতাভূক্ত ও কমন্সে আপলোড করা হয়েছে।