কৌশল/উইকিমিডিয়া আন্দোলন/২০১৭/উৎস/উইকিমিডিয়া আন্দোলন কৌশল স্পেস প্রতিবেদন
মন্ট্রিয়াল
আন্দোলন কৌশল
ভূমিকা
উইকিমিডিয়া কৌশল আন্দোলনের সেশনগুলো উইকিম্যানিয়াতে ৪ দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে যখানে প্রতিটি কক্ষে ২৫ জন করে লোক বসেছিলেন। এই সেশনগুলোর মূল লক্ষ্য ছিল বর্তমান খসরা দিক নির্দেশনার নিয়ে আলোচনা করা ও সেগুলো সম্পর্কে মতামত গ্রহণ করা। সাধরণভাবে এরকম তিনটি সেশন ছিল এবং আরও ৫টি সেশন ছিল যেগুলো স্টেকহোল্ডারদের জন্য করা হয়েছিল এবং আরও দুটি প্রেজেন্টেশন ছিল ট্র্যাক ক/খ এবং গ/ঘ এর গবেষণার ফলাফল সংক্রান্ত।
এই প্রতিবেদনটি বিভিন্ন মন্তব্য, ফিডব্যাক ও পরামর্শ সংগ্রহ করে সেগুলো একত্র করেছে। উক্ত সেশনগুলোতে বিভিন্ন অংশগ্রহণকারী প্রশ্নের উত্তরে যা মতামত দিয়েছেন সেগুলো নিয়েই এই প্রতিবেদন সাজানো হয়েছে। অন্যান্য তথ্য উপাত্তও সংগ্রহ করা হয়েছে যেগুলো তথ্যসূত্র আকারে দেওয়া হয়েছে।
এই উপাত্তগুলো থেকে জানা যায় কত লোক সেই সেশনগুলোতে উপস্থিত ছিল। তারপরও স্পেস দ্বারা বুঝায় যে, মানুষ সেখানে মাঝে মাঝেই আসে ও চলে যায়।
যেসব ব্যক্তি সরাসরি এই প্রতিবেদন লেখায় জরিত ছিলেন তারা হলেন, অ্যাবি ওলা, রব ল্যাঞ্চেস্টার, বাভ প্যাটেল। আপনার যদি এই প্রতিবেদন নিয়ে কোন প্রশ্ন থাকে তাহলে সরাসরি রাবের সাথে rob.a.lancastergmailcom ইমেইলে বা আলাপ পতায় যোগাযোগ করুন।
ছবি সম্পর্কিত কৃতিত্ব
উইকিম্যানিয়ার আন্দোলন কৌশলে প্রদর্শিত ছবিগুলো তুলেছেন অ্যাবি ওলা ও রব ল্যঞ্চেস্টার যদি না অন্য কারো নাম বলা হয়।
সব ছবি ক্রিয়েটিভ লাইসেন্স সিসি-বাই-এসএ 4.0-এর (http://creativecommons.org/licenses/by-sa/4.0) আওতাভূক্ত ও কমন্সে আপলোড করা হয়েছে।