Jump to content

কৌশল/উইকিমিডিয়া আন্দোলন/২০১৭/প্রক্রিয়া

From Meta, a Wikimedia project coordination wiki
This page is a translated version of the page Strategy/Wikimedia movement/2017/Process and the translation is 92% complete.
এই প্রক্রিয়ার তথ্যসমূহ আন্দোলন কৌশল ঠিক করতে ব্যবহৃত হয়।

মূল কৌশল দল সম্প্রদায়ের অভিজ্ঞ উইকিপিডিয়ানদের সমন্বয়ে গঠিত বিশেষ কমিটির সহয়তায় এই প্রক্রিয়াটি ২০১৭ সালের আলোচনার জন্য তৈরি করেছেন। প্রতি সপ্তাহে মূল দল বিশেষ কমিটির সদস্যদের থেকে প্রাপ্ত তথ্য উপাত্ত নিয়ে সেগুলোর উপর তাদের মতামত প্রকাশ করবেন ও সেটি সম্প্রদায়কে জানাবেন। কমিটির মিটিং-এর বিভিন্ন তথ্য উপাত্ত ও প্রয়োজনীয় সব তথ্য এখানে পাওয়া যাবে।

গত কৌশল নির্ধারণ প্রক্রিয়া কি সঠিকভাবে হয়েছে এবং কোনটি সঠিকভাবে হয়নি সেটি জানা গুরুত্বপূর্ণ তাই পূর্বের কৌশল নির্ধারণ প্রক্রিয়ার উপর সুজি নাস্যাল একটি নিরীক্ষা করেছেন

উদ্দেশ্য

  1. আন্দোলন হিসেবে এমন একটি দিক ঠিক করা যাতে ২০৩০ সালের দিকে এটি আমাদের সঠিকভাবে পরিচালিত করে।
  2. আমাদের সম্প্রদায়ের মধ্যে আস্থা, সুনাম, এবং আরও কিভাবে একসাথে কাজ করা যায় তা অনুসন্ধান করতে হবে। প্রভাবমুক্ত ও বৈধভাবে স্বচ্ছ আলোচনায় অংশগ্রহণ করা।
  3. পরবর্তী ১৫ বছরে আরও ভালোভাবে আমাদের আন্দোলনে যুক্ত অবদানকারী ও প্রতিষ্ঠন এবং যারা এখনো যুক্ত হয়নি সবার, তাদের প্রয়োজনের কোন দিকটি পরিবর্তন হবে সেটি সম্পর্কে ধারণা নেওয়া।
  4. এমন একটি প্রক্রিয়া গঠন করা প্রয়োজন যেখানে সবাই একে অপরকে বুঝবে ও জানবে এই আন্দোলনের মূল উদ্দেশ্যটি কি, কিভাবে অন্যরা এখানে যুক্ত হতে পারে এবং কিভাবে আমাদের আন্দোলনের প্রভাব বাড়ানো যায়। আমাদের উদ্দেশ্য বাস্তবায়নে এক হওয়া।
  5. আমাদের আন্দোলন বাড়াতে অন্যদের সাথে যোগাযোগ বৃদ্ধি ও সম্ভাব্য অংশীদারীত্ব তৈরি।

উইকিমিডিয়া আন্দোলন কৌশল প্রক্রিয়ার মানচিত্র

প্রথাম পর্যায়ের তিনটি প্রধান আলোচনার ধাপ রয়েছে। এই আলোচনা চক্রের উদ্দেশ্য হলো, সতন্ত্র অবদানকারী, দলবদ্ধ কোন সম্প্রদায় যারা উইকিমিডিয়া আন্দোলনের অংশ তারা যেন তাদের মত প্রকাশ, সেগুলোরসারাং তৈরি এবং শেষে প্রধান বিষয়সমূহে একমত হওয়ার সুযোগ লাভ করে। এই আলোচনার সব সারাংশ উইকিম্যানিয়া ১৭-এর পূর্বে পুরো আন্দোলনজুড়েই জানানো হবে। নিচের রেখচিত্রটি এই প্রক্রিয়া ব্যাখ্যা করছে।

We are currently adjusting the process flow to better integrate all the findings. More information and a new graphic coming shortly.


অনুচ্ছেদ

বিবেচ্য বিষয়
কৌশল প্রক্রিয়া তৈরি করতে বিবেচ্য বিষয়সমূহ
নকশা
কৌশল প্রক্রিয়ার নকশা তৈরির রুপরেখা
সময়কাল
কৌশল প্রক্রিয়ার প্রস্তাবিত সময়কাল