আলোচনা শুরু হওয়ার পর ১৮০০ থিম মন্তব্য গৃহীত হয়েছে যেগুলোর মধ্য থেকে ৫টি প্রধান থিম তাদের উপথিমসহ নির্বাচন করা হয়েছে। এগুলো সর্বশেষ থিম মন্তব্য নয় তবে আলোচনা চালিয়ে নিয়ে যাওয়ার জন্য কিছু প্রধান বিষয় হিসেবে কাজ করবে।
আমরা আপনাকে এই পাতার ৫টি থিম সম্পর্কে ধারণা নেওয়ার অনুরোধ করছি এবং ১১ই মে থেকে ৯ই জুন পর্যন্ত সেগুলোর উপর আলোচনা করার সুপারিশ করছি। আমরা অনলাইন ও অফলাইন দুভাবেই আলোচনার উপর গুরুত্ব দিচ্ছি। যারা এখন আর প্রকল্পে সক্রিয় নয় তাদের মতামতও সংগ্রহ করা হবে এবং সেগুলো মেটার পাতায় প্রকাশ করা হবে। সবগুলোর সারাংশ পড়ার পর আপনি প্রতিটি থিম পাতায় ক্লিক করে সে থিম মন্তব্য সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। আপনি ইচ্ছে করলে সবগুলো থিমের উপরই আলোচনা করতে পারেন তবে যে থিমটি আপনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ আমরা আপনাকে সেটি নির্বাচন করে সেটার উপর আলোচনা করতে উৎসাহ দিচ্ছি।
প্রতিটি থেমের জন্য আমরা চারটি প্রশ্ন জিজ্ঞেস করছি পুরো থিমটি কিভাবে কাজ করবে এবং কিভাবে করলে কাজ করবে না সেটি নির্ণয়ের জন্য। যেকোন পরিস্থিতিতে সাফল্যের জন্য আমাদের শুধুমাত্র কোনগুলো কাজ করবে সেগুলো নিয়ে আলোচনা করলেই হবে না বরং কোন থিমগুলো কাজ করবে না সেগুলো নিয়েও আপনার সৎ মন্তব্য জানতে চাচ্ছি।
২০৩০ সালের মধ্যে, নতুন ও পুরাতনদের জন্য উইকিমিডিয়া স্বেচ্ছাসেবক কার্যক্রম হবে মজার, উৎসাহব্যঞ্জক ও সর্বব্যাপী। আমরা নতুনদের আমাদের আন্দোলনে যুক্ত হতে স্বাগত জানাবো এবং সঠিক প্রশিক্ষণের মাধ্যমে তাদের সম্প্রদায়ের সাথে যুক্ত করে নেব। এ প্রক্রিয়ায় আমরা সর্বস্তরের স্বোচ্ছাসেবক নিয়ে এমন একটি সম্প্রদায় তৈরি করবো এবং এমন যোগাযোগ ব্যবস্থা তৈরি করবো যার মাধ্যমে সবার মধ্যে আন্তরিকতা বৃদ্ধি পাবে। ফলস্বরুপ, আমাদের উইকিমিডিয়া আন্দোলন সংখ্যা ও গঠনগতভাবে বৃদ্ধি পাবে এবং আমাদের প্রকল্পসমূহ আমাদের সবার প্রচেষ্ঠায় সমৃদ্ধ হবে।
২০৩০ সালের মধ্যে, উইকিমিডিয়া আন্দোলন স্বয়ংক্রিয় সরঞ্জাম যেগুলো নিজে নিজেই শিখতে পারে সেগুলো নিয়ে কাজ করবে যাতে স্বেচ্ছাসেবকদের কাজ আরও বেশি সৃষ্টিশীল ও উৎপাদনশীল হয়। আমরা সাহিত্য, উপন্যাসসহ সমস্ত জ্ঞান সহজে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য অনুমান নির্ভর স্বয়ংক্রিয় সরঞ্জাম নিয়ে কাজ করবো। যান্ত্রিক অনুবাদকে আরও বেশি সৃষ্টিশীল ও সঠিক করার জন্য স্বেচ্ছাসেবকগণ আরও গভীরভাবে কাজ করবেন। আমরা সুনির্দিষ্ট এবং ইন্টারেক্টিভ ফরম্যাটে জ্ঞানকে প্রসার করব — অ্যাপ, ব্রাউজার ও বিশ্বকোষীয় ফরম্যাটের বাইরে — যেগুলি লোকেরা শিখতে ও অবদান রাখতে পারবে। আমরা আমাদের লক্ষ্যে পৌঁছানোর জন্য সবচেয়ে কার্যকরী পথ হিসাবে প্রযুক্তিগত উদ্ভাবনী দিককে গুরুত্ব দিব।
গত ১৫ বছরে যে সম্প্রদায়গুলো বঞ্চিত হিসেবে থেকেছে উইকিমিডিয়া আন্দোলন সেসব সম্প্রদায়ের উপর দৃষ্টি দিবে। আমরা উইকিমিডিয়ার প্রচারণা চালাবো এবং এটি মানুষের কাছে আরও ব্যবহারযোগ্য করে তৈরি করবো। আমরা জ্ঞানে প্রবেশাধিকারের ক্ষেত্রে বাধাগুলো দূর করবো যাতে মানুষ মুক্তভাবে উইকিমিডিয়া প্রকল্পে প্রবেশাধিকার লাভ করে। আমরা বিশ্বের বঞ্চিত সম্প্রদায়কে জ্ঞানের ক্ষেত্রে সহায়তা করতে এমন একটি জায়গা তৈরি করবো যাতে মুক্ত জ্ঞান সত্যিকার অর্থেই বৈশ্বিকভাবে বিস্তার লাভ করে। ২০৩০ সালের মধ্যে, আমরা সত্যিকারের একটি বৈশ্বিক আন্দোলনে পরিণত হব।
২০৩০ সালের মধ্যে, উইকিমিডিয়া প্রকল্পসমূহ বিশস্থ, উচ্চ মানসম্পন্ন, নিরপেক্ষ এবং মুক্ত জ্ঞানের প্রাসঙ্গিক উৎস হিসেবে বিশ্বে স্থান করে নেবে। আমরা উচ্চ মান সম্পন্ন সেকেন্ডারি উৎস ও বর্তমান সমাজে বিদ্যমান নির্ভরযোগ্য উৎসের সমন্বয়ে আমাদের বিষয়বস্তুর নির্ভূলতা ও নির্ভরযোগ্যতাকে ধরে রাখব। আমরা মানুষের মাঝে উইকিমিডিয়ার নির্ভরযোগ্যতা সম্পর্কে সচেতনতা সৃষ্টি করব এবং বিশেষজ্ঞদেরকেও তাদের জ্ঞান আমাদের সাথে বিনিময় করতে উৎসাহিত করব। মানুষের যখন প্রয়োজন তখন আমরা তাদেরকে প্রাসঙ্গিক ও সঠিক তথ্যটি জানাবো। আমরা আমাদের তথ্যের গভীরতা আরও বৃদ্ধি করবো সাথে সাথে আমাদের গ্রহণযোগ্যতা ধরে রাখার জন্য নির্ভরযোগ্যতা, নিরপেক্ষতা ও জ্ঞানের ব্যাপকতাও সমুন্নত রাখব।
২০৩০ সালের মধ্যে, উইকিমিডিয়া আন্দোলনের মান, বৈচিত্র্যতা ও মুক্ত জ্ঞানের বৈশ্বিক প্রসার নাটকীয়ভাবে বৃদ্ধি পাবে কারণ এই সময়ের মধ্যে উইকিমিডিয়া বিচিত্র প্রতিষ্ঠান ও সংস্থাসমূহের সাথে একত্রে মুক্ত জ্ঞান প্রসারে কাজ করবে। সারা বিশ্বে উইকিমিডিয়ার বিষয়বস্তু, প্রযুক্তি ও সম্প্রদায় নিয়ে আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিক বিশদ আলোচনা হবে। এই অংশীদারিত্বে সাথে থাকবে বিশ্বের নেতৃত্বস্থানীয় শিক্ষা, কলা, বিনোদন, প্রযুক্তি, বিজ্ঞান ও সরকারিভাবে কাজ করা বিভিন্ন প্রতিষ্ঠান। এসব কৌশলগত অংশীদারদের নিয়ে এমন একটি বৈচিত্র্যময় আন্দোলন গড়ে উঠবে যার একটি অংশ মুক্তজ্ঞান সরবরাহ করার একটি উৎস হিসেবে কাজ করবে এবং অন্য অংশ মুক্তজ্ঞানে প্রবেশাধিকার বৃদ্ধির জন্য কাজ করবে। আমরা উইকিমিডিয়াকে বৈশ্বিক জ্ঞানের বাস্তুতন্ত্রে একটি অখণ্ড অংশ হিসেবে প্রতিষ্ঠা করবো।
Step 2: Decide which themes are most important for you to contribute to the discussion
We recognize you may not have the time or interest in contributing to all of the themes. We understand that and value the contributions you are able to make. We encourage you to comment on as many themes as you want and focus on those questions you find most compelling. All comments will be included in the analysis and sensemaking.
Your contribution could be something simple, such as saying how your work will change if we go in a certain direction – what you might stop doing or start doing. Your contribution could also be something thought-provoking, such as challenging why a certain theme is important.
You have something valuable to add and we encourage you to get involved.
ধাপ ৩: কোথায় আপনি আলোচনা করতে চান সেটি নির্বাচন করুন
মেটা উইকিতে: উপরের থিম পাতায় ক্লিক করে নির্দিষ্ট থিম পাতা / আলোচনা পাতায় যান।