Jump to content

Indic Wikisource Proofreadthon August 2021/bn

From Meta, a Wikimedia project coordination wiki
This page is a translated version of the page Indic Wikisource Proofreadthon August 2021 and the translation is 93% complete.
ভারতীয় উইকিসংকলন মুদ্রণ সংশোধন প্রতিযোগিতা আগস্ট ২০২১
ভারতীয় উইকিসংকলন মুদ্রণ সংশোধন প্রতিযোগিতা আগস্ট ২০২১
Genreঅনলাইন প্রতিযোগিতা
BeginsAugust 15, 2021 (2021-08-15)
EndsAugust 31, 2021 (2021-08-31)
Frequencyঅর্ধ-বার্ষিক
Countryভারত
CoordinatorUser:Jayanta (CIS-A2K)
Participantsইন্ডিক উইকিসংকলন ব্যবহারকারী
Organised byCIS-A2K
SponsorCIS-A2K

সর্বভারত স্তরে একটি সফল ভারতীয় উইকিসংকলন মুদ্রণ সংশোধনথন আয়োজন করার পর, ভারতীয় ভাষাগুলির উইকিউসংকলন প্রকল্পে অনলাইন ক্রিয়াকলাপ প্রচারের পুনরাবৃত্ত লক্ষ্য নিয়ে, সিআইএস-এ২কে দলটি ভারতীয় উইকিসংকলনের জন্য আবার একটি মুদ্রণ সংশোধনথন আয়োজন করছে। সমস্ত ভারতীয় উইকিসংকলনে, সম্প্রদায়ের সদস্যরা মুদ্রণ সংশোধনের জন্য একটি নির্দিষ্ট বইয়ের তালিকা থেকে বই বেছে নিবেন। নিয়ামাবলিতে বর্ণিত নিয়ম অনুযায়ী, প্রতিটি পৃষ্ঠার মুদ্রণ সংশোধনের জন্য মুদ্রণ সংশোধনকারী পয়েন্ট লাভ করবেন।

এটি অভিজ্ঞ উইকিসংকলন মুদ্রণ সংশোধনকারী এবং নতুন স্বেচ্ছাসেবীর যারা এই প্রকল্পে কাজ করতে চান, তাদের সকলের জন্য উন্মুক্ত।

মুদ্রণ সংশোধন-এ-থন ইভেন্টের লক্ষ্য হল উচ্চ মানের সামগ্রী সৃষ্টি এবং তা উন্নত করা। পরিমাণের চেয়ে গুণমান বেশি গুরুত্বপূর্ণ। আয়োজক এবং অংশগ্রহণকারীদের উচ্চ মানের সামগ্রী সৃষ্টি ও তা উন্নত করার জন্য অনুরোধ করা হচ্ছে।

  • মুদ্রণ সংশোধন থনটি ১৫ আগস্ট ২০২১ থেকে ৩১ আগস্ট ২০২১ পর্যন্ত চলবে।

সাংগঠনিক সহায়তা