Community Engagement Insights/MassMessages/Closing/bn
Appearance
উইকিমিডিয়া বৈশ্বিক জরিপ-এ অংশগ্রহনের জন্য আপনাকে ধন্যবাদ!
নমস্কার!
আমার অন্তরের গভীর থেকে ধন্যবাদ যারা উইকিমিডিয়া সম্প্রদায় এবং অবদানকারীদের জরিপ-এ সাড়া দিয়েছেন. জরিপ এবছরের মত সমাপ্ত. ফলাফরের গুণমান উন্নত হয়েছে কারণ এবছর আরো বেশি মানুষ সাড়া দিয়েছেন. আমরা এবছরের উপাত্ত নিয়ে বিশ্লেষণ করছি আশা করি দুই মাসের মধ্যে মেটা তে প্রকাশ করতে পারব. নিশ্চিত নজর রাখুন সম্প্রদায়ের প্রবৃত্তির অন্তর্দৃষ্টি-র দিকে যখন আমরা রিপোর্ট প্রকাশ করবো. যারা ধন্যবাদ পৃষ্টায় সাইন আপ করেছেন অথবা আমাদের ইমেল করেছেন তাদের কে বার্তা দিয়ে রিপোর্ট সম্পর্কে অবগত করা হবে. অনায়াসে আমার কাছে এই egalvez@wikimedia.org পৌছাতে পারেন অথবা মেটা-তে আমার আলাপ পৃষ্টায় জানান.
পুনরায় সবাইকে ধন্যবাদ আপনাদের মূল্যবান মতামত প্রদান করার জন্য! EGalvez (WMF) (আলাপ)