Jump to content

Bangla WikiMoitree/Activities

From Meta, a Wikimedia project coordination wiki

বাংলা উইকিমৈত্রী

উইকিমিডিয়া বিষয়ভিত্তিক অন্তর্জাল এবং বাংলা সংস্কৃতি ও ভাষার জন্য উচ্চাকাঙ্খী হাব


বাংলা উইকিমৈত্রীতে স্বাগতম

বাংলা উইকিমৈত্রী নিম্নে উল্লেখিত কার্যক্রম/প্রকল্পসমূহ সমর্থন করে থাকে:

বাংলা সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণ কর্মসূচী

[edit]

বাংলা সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণ কর্মসূচী বাংলা ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্যের সাথে সম্পর্কিত বিষয়ের উপস্থিতি ডিজিটাল মাধ্যমে তুলে ধরতে কাজ করে।

বাংলার প্রেমে উইকি

[edit]

বাংলার প্রেমে উইকি বা উইকি লাভস বাংলা একটি বার্ষিক আন্তর্জাতিক আলোকচিত্র প্রতিযোগিতা। বাংলা উইকিমৈত্রীর বাংলা সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণ কর্মসূচীর অংশ হিসেবে প্রতি বছর ভিন্ন-ভিন্ন বিষয়ের উপরে এই আলোকচিত্র প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। জনসাধারণ বিশ্বব্যাপী বাংলা সংস্কৃতি ও ঐতিহ্যকে চিত্রিত করে এমন আলোকচিত্র গ্রহণ করে, সেগুলো উইকিমিডিয়া কমন্সে আপলোড করে, ফলে সেগুলি উইকিপিডিয়া সহ অন্যত্র ব্যবহার করা যেতে পারে। এর লক্ষ্য হলো বাংলা সংস্কৃতি ও ঐতিহ্যকে বিশ্বব্যাপী জনসাধারণের কাছে তুলে ধরা। প্রতিবছর ডিসেম্বরে এই আয়োজন অনুষ্ঠিত হবে।

২০২৪

[edit]

উইকিসংকলন মুদ্রণ সংশোধন প্রতিযোগিতা

[edit]

নিবন্ধ লিখন প্রতিযোগিতা

[edit]

কর্মশালা

[edit]
২০২৪ সালের ২৬ এপ্রিল ঢাকার বিশ্বসাহিত্য কেন্দ্রে ফটোগ্রাফি নিয়ে কর্মশালা।

ফটোওয়াক

[edit]